এককথায় প্রকাশ শুবাচ ত-ত/৫৯Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন
তিন নদীর মিলনস্থল তেমোহনা।
তিব্বতীয় বৌদ্ধ পুরোহিত লামা।
তিল তিল করে আহৃত সৌন্দর্যে নির্মিত প্রতিমা তিলোত্তমা।
তিমিকে গিলে ফেলে যে তিমিঙ্গিল।
তিন যামের সমাহার ত্রিযামা।
 
তিন মাস অন্তর ত্রৈমাসিক।
তিন ভাগের এক ভাগ তেহাই।
তিন বেণীর সমাহার ত্রিবেণী।
তিন ফলের সমাহার ত্রিফলা।
তিন পথে প্রবাহিত নদী ত্রিপথগা।
 
তিন নয়ন (লোচন) যার ত্রিনয়ন, ত্রিলোচন।
ত্রিকাল দর্শন করেন যিনি ত্রিকালদর্শী।
তীর নিক্ষেপ করে যে তীরন্দাজ।
তুমুল ঝগড়া তুলকালাম।
তুলা থেকে প্রস্তুত তুলট।
 
তুষের আগুনের মতো মর্মদেহী তুষানল।
তুঁত পাতা ভক্ষণকারী পোকা পলু।
তুচ্ছ দ্রব্য ফালতু।
তুচ্ছ জ্ঞানে অবহেলা তাচ্ছিল্য।
তৃণাদির গুচ্ছ স্তম্ব, গুৎস।
 
তেলে যা ভাজা হয় তেলেভাজা।
তেমন ধনী নয় অনাঢ্য।
তেজ আছে যার তেজস্বী।
তোষামোদের জন্য কারো কাছে যাওয়া উপসর্পণ।
তোষামুদে পার্শ্বচর মোসাহেব।
 
তোমার বা তার মতো ত্বাদৃশ।
তোপের ধ্বনি গুড়ুম।
ত্রাণ পেতে ইচ্ছুক তিতীর্ষু।
তরঙ্গ আছে যার তরঙ্গিণী।
তটে থাকে যে তটস্থ।
 
ত্রাণ লাভে ইচ্ছুক তিতীর্ষু।
তিন কালের ঘটনা যিনি দেখতে পান ত্রিকালদর্শী।
তিমিকে গিলে যে তিমিঙ্গিল।
তিন দিকে- ত্রিধা।
তড়িৎ-প্রবাহ যে যন্ত্রে ধরা পড়ে তড়িৎ-বীক্ষণ।
———————————————————–

এককথায় প্রকাশ শুবাচ ঢ-ণ/৫৭Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ড-ড/৫৬Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ঠ-ঠ/৫৫Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ট-ট/৫৪Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ঝ-ঝ /৫৩Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫২Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫১Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫০Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৪৯Dr Mohammed Amin

Language
error: Content is protected !!