ড. মোহাম্মদ আমীন
তিন নদীর মিলনস্থল তেমোহনা।
তিব্বতীয় বৌদ্ধ পুরোহিত লামা।
তিল তিল করে আহৃত সৌন্দর্যে নির্মিত প্রতিমা তিলোত্তমা।
তিমিকে গিলে ফেলে যে তিমিঙ্গিল।
তিন যামের সমাহার ত্রিযামা।
তিন মাস অন্তর ত্রৈমাসিক।
তিন ভাগের এক ভাগ তেহাই।
তিন বেণীর সমাহার ত্রিবেণী।
তিন ফলের সমাহার ত্রিফলা।
তিন পথে প্রবাহিত নদী ত্রিপথগা।
তিন নয়ন (লোচন) যার ত্রিনয়ন, ত্রিলোচন।
ত্রিকাল দর্শন করেন যিনি ত্রিকালদর্শী।
তীর নিক্ষেপ করে যে তীরন্দাজ।
তুমুল ঝগড়া তুলকালাম।
তুলা থেকে প্রস্তুত তুলট।
তুষের আগুনের মতো মর্মদেহী তুষানল।
তুঁত পাতা ভক্ষণকারী পোকা পলু।
তুচ্ছ দ্রব্য ফালতু।
তুচ্ছ জ্ঞানে অবহেলা তাচ্ছিল্য।
তৃণাদির গুচ্ছ স্তম্ব, গুৎস।
তেলে যা ভাজা হয় তেলেভাজা।
তেমন ধনী নয় অনাঢ্য।
তেজ আছে যার তেজস্বী।
তোষামোদের জন্য কারো কাছে যাওয়া উপসর্পণ।
তোষামুদে পার্শ্বচর মোসাহেব।
তোমার বা তার মতো ত্বাদৃশ।
তোপের ধ্বনি গুড়ুম।
ত্রাণ পেতে ইচ্ছুক তিতীর্ষু।
তরঙ্গ আছে যার তরঙ্গিণী।
তটে থাকে যে তটস্থ।
ত্রাণ লাভে ইচ্ছুক তিতীর্ষু।
তিন কালের ঘটনা যিনি দেখতে পান ত্রিকালদর্শী।
তিমিকে গিলে যে তিমিঙ্গিল।
তিন দিকে- ত্রিধা।
তড়িৎ-প্রবাহ যে যন্ত্রে ধরা পড়ে তড়িৎ-বীক্ষণ।
———————————————————–
এককথায় প্রকাশ শুবাচ ঢ-ণ/৫৭Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ড-ড/৫৬Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ঠ-ঠ/৫৫Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ট-ট/৫৪Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ঝ-ঝ /৫৩Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫২Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫১Dr Mohammed Amin