ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ ত-ত/৬০Dr Mohammed Amin
তিন কালের [অতীত, বর্তমান ও ভবিষ্যৎ] বিষয় জানেন যিনি ত্রিকালজ্ঞ।
ত্বরায় গমন করে যে তুরণ।
তিনবার অঞ্জলি দিয়ে তর্পণ তিনাঞ্জলি।
ত্রাণ করেন যিনি ত্রাতা।
তিন প্রান্ত ত্রিসীমানা।
তিষ্য অর্থাৎ পুষ্যা নক্ষত্রযুক্ত পূর্ণিমা তৈরি।
তিলের খইল তিলকঙ্ক।
ত্যাগ করা হচ্ছে যাকে ত্যজ্যমান।
তিল তিল করে আহৃত সৌন্দর্যের পুঞ্জীকৃত প্রতিমা তিলোত্তমা।
তস্করের কাজ তাস্কর্য।
তড়িৎ হইতে উৎপন্ন তাড়িত।
তাহার সদৃশ তাদৃশ।
তিন ভাগের একভাগ তেহাই।
তড়িৎ আছে যাতে তড়িৎগর্ভ।
তীরে লেগেছে যা তীরলগ্ন।
তরঙ্গের শব্দ ছলচ্ছল।
তিনটি ভুজ আছে যার ত্রিভুজ।
তত্ত্বজ্ঞান লাবে আগ্রহী যে তত্ত্বজিজ্ঞাসু।
তত্ত্ব জানে বা অবগত এমন লোক তত্ত্বজ।
তত্ত্ব অবধান করেন যিনি তত্ত্বাবধায়ক।
তৎ বা তার বিশেষ ভাব তদ্ভাব।
তপস্যা করেন যিনি তপস্বী।
তমসা দ্বারা আচ্ছান্ন তমসাচ্ছন্ন।
তর্কের দ্বারা বিস্তৃত জাল তর্কজাল।
তৃণ বোজন করে বাঁচে এমন তৃণভোজী।
তলাস্পর্শ করা যায় না যার অতলস্পর্শী।
তুলার তৈরি তুলটে।
ত্রান লাভ করার ইচ্ছা তিতীর্ষা।
তন্তু দ্বারা বয়ন করে যে তন্তুবায়।
তার থেকে বেশি ততোধিক।
তত্ত্ব জানে যে তত্ত্বজ্ঞ।
তদন্তের দ্বারা প্রকৃত তত্ত্ব জানার চেষ্টা তথ্যাসুন্ধান।
ত্যাগ করা হচ্ছে এমন ত্যাজ্যমান।
———————————————————–
এককথায় প্রকাশ শুবাচ ত-ত/৬০Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ঢ-ণ/৫৭Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ড-ড/৫৬Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ঠ-ঠ/৫৫Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ট-ট/৫৪Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ঝ-ঝ /৫৩Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫২Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫১Dr Mohammed Amin