এককথায় প্রকাশ শুবাচ ত-ত/৬০Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ ত-ত/৬০Dr Mohammed Amin
তিন কালের [অতীত, বর্তমান ও ভবিষ্যৎ] বিষয় জানেন যিনি ত্রিকালজ্ঞ।
ত্বরায় গমন করে যে তুরণ।
তিনবার অঞ্জলি দিয়ে তর্পণ তিনাঞ্জলি।
ত্রাণ করেন যিনি ত্রাতা।
তিন প্রান্ত ত্রিসীমানা।
 
তিষ্য অর্থাৎ পুষ্যা নক্ষত্রযুক্ত পূর্ণিমা তৈরি।
তিলের খইল তিলকঙ্ক।
ত্যাগ করা হচ্ছে যাকে ত্যজ্যমান।
তিল তিল করে আহৃত সৌন্দর্যের পুঞ্জীকৃত প্রতিমা তিলোত্তমা।
তস্করের কাজ তাস্কর্য।
 
তড়িৎ হইতে উৎপন্ন তাড়িত।
তাহার সদৃশ তাদৃশ।
তিন ভাগের একভাগ তেহাই।
তড়িৎ আছে যাতে তড়িৎগর্ভ।
তীরে লেগেছে যা তীরলগ্ন।
 
তরঙ্গের শব্দ ছলচ্ছল।
তিনটি ভুজ আছে যার ত্রিভুজ।
তত্ত্বজ্ঞান লাবে আগ্রহী যে তত্ত্বজিজ্ঞাসু।
তত্ত্ব জানে বা অবগত এমন লোক তত্ত্বজ।
তত্ত্ব অবধান করেন যিনি তত্ত্বাবধায়ক।
 
তৎ বা তার বিশেষ ভাব তদ্ভাব।
তপস্যা করেন যিনি তপস্বী।
তমসা দ্বারা আচ্ছান্ন তমসাচ্ছন্ন।
তর্কের দ্বারা বিস্তৃত জাল তর্কজাল।
তৃণ বোজন করে বাঁচে এমন তৃণভোজী।
 
তলাস্পর্শ করা যায় না যার অতলস্পর্শী।
তুলার তৈরি তুলটে।
ত্রান লাভ করার ইচ্ছা তিতীর্ষা।
তন্তু দ্বারা বয়ন করে যে তন্তুবায়।
তার থেকে বেশি ততোধিক।
তত্ত্ব জানে যে তত্ত্বজ্ঞ।
 
তদন্তের দ্বারা প্রকৃত তত্ত্ব জানার চেষ্টা তথ্যাসুন্ধান।
ত্যাগ করা হচ্ছে এমন ত্যাজ্যমান।
———————————————————–

এককথায় প্রকাশ শুবাচ ঢ-ণ/৫৭Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ড-ড/৫৬Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ঠ-ঠ/৫৫Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ট-ট/৫৪Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ঝ-ঝ /৫৩Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫২Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫১Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫০Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৪৯Dr Mohammed Amin

Language
error: Content is protected !!