এককথায় প্রকাশ শুবাচ দ-দ/৬২Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন
দন্ত্য-ন মূর্ধন্য-ণ হবার নিয়ম ণত্ববিধান।
দক্ষিণ দিক অবাচী।
দশরথের পুত্র দাশরথি।
দশ হাত পরিমাণ যার দশহাতি।
দশ বছর বয়সের কুমারী কন্যা কন্যকা।
 
দশ আনন বা মুখ যার দশানন।
দমের অভাব বেদম।
দেখে যে দর্শক।
দমন করা যায় না যাকে অদম্য।
দনুর পুত্র দানব।
 
দ্বারে থাকে যে দৌবারিক।
দাঙ্গা-হাঙ্গামা, খুন-জখম ইত্যাদির স্থান অকুস্থল।
দাঁতে বিষ যার আশীবিষ।
দাঁত কপাট হয় যে অবস্থায় দাঁতকপাটি।
দাঁড়ের চালক ক্ষেপণিক।
 
দাঁড়িয়ে আছে এমন দণ্ডায়মান।
দাসের ভাব দাসত্ব।
দালানের সংলগ্ন বাঁধানো স্থান দাওয়া, রোয়াক।
দারুণ মানসিক দুঃখ অন্তর্দাহ, মর্মপীড়া।
দার পরিগ্রহ করেননি যিনি অকৃতদার।
 
দামি জিনিসপত্র রাখা হয় যেখানে তোষাখানা।
দাম থেকে ছাড় দেওয়া ধরাট।
দাবনার হাড়Ñ ঊর্বস্থি।
দাম (রজ্জু) উদরে যার দামোদর।
দানের বিপরীত প্রতিদান।
 
দানের ইচ্ছা দিৎসা।
দানবকে বধ করে যে (স্ত্রী) দানবদলনী।
দান করে কেড়ে নেয় যেÑ দত্তাপহারী।
দান করার যোগ্য দেয়।
দান করা উচিত দাতব্য।
 
দান রূপে প্রাপ্ত খয়রাত।
দ্রব হয়েছে যা দ্রবীভূত।
দর্শনশাস্ত্র জানেন যিনি দার্শনিক।
দর্প নাশ করে যে দর্পনাশী।
দন্তহীন হস্তী মৎকুণ, মাকনা।
———————————————————–

এককথায় প্রকাশ শুবাচ ঢ-ণ/৫৭Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ড-ড/৫৬Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ঠ-ঠ/৫৫Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ট-ট/৫৪Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ঝ-ঝ /৫৩Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫২Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫১Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫০Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৪৯Dr Mohammed Amin

Language
error: Content is protected !!