ড. মোহাম্মদ আমীন
দন্ত্য-ন মূর্ধন্য-ণ হবার নিয়ম ণত্ববিধান।
দক্ষিণ দিক অবাচী।
দশরথের পুত্র দাশরথি।
দশ হাত পরিমাণ যার দশহাতি।
দশ বছর বয়সের কুমারী কন্যা কন্যকা।
দশ আনন বা মুখ যার দশানন।
দমের অভাব বেদম।
দেখে যে দর্শক।
দমন করা যায় না যাকে অদম্য।
দনুর পুত্র দানব।
দ্বারে থাকে যে দৌবারিক।
দাঙ্গা-হাঙ্গামা, খুন-জখম ইত্যাদির স্থান অকুস্থল।
দাঁতে বিষ যার আশীবিষ।
দাঁত কপাট হয় যে অবস্থায় দাঁতকপাটি।
দাঁড়ের চালক ক্ষেপণিক।
দাঁড়িয়ে আছে এমন দণ্ডায়মান।
দাসের ভাব দাসত্ব।
দালানের সংলগ্ন বাঁধানো স্থান দাওয়া, রোয়াক।
দারুণ মানসিক দুঃখ অন্তর্দাহ, মর্মপীড়া।
দার পরিগ্রহ করেননি যিনি অকৃতদার।
দামি জিনিসপত্র রাখা হয় যেখানে তোষাখানা।
দাম থেকে ছাড় দেওয়া ধরাট।
দাবনার হাড়Ñ ঊর্বস্থি।
দাম (রজ্জু) উদরে যার দামোদর।
দানের বিপরীত প্রতিদান।
দানের ইচ্ছা দিৎসা।
দানবকে বধ করে যে (স্ত্রী) দানবদলনী।
দান করে কেড়ে নেয় যেÑ দত্তাপহারী।
দান করার যোগ্য দেয়।
দান করা উচিত দাতব্য।
দান রূপে প্রাপ্ত খয়রাত।
দ্রব হয়েছে যা দ্রবীভূত।
দর্শনশাস্ত্র জানেন যিনি দার্শনিক।
দর্প নাশ করে যে দর্পনাশী।
দন্তহীন হস্তী মৎকুণ, মাকনা।
———————————————————–
এককথায় প্রকাশ শুবাচ ঢ-ণ/৫৭Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ড-ড/৫৬Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ঠ-ঠ/৫৫Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ট-ট/৫৪Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ঝ-ঝ /৫৩Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫২Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫১Dr Mohammed Amin