এককথায় প্রকাশ শুবাচ দ-দ/৬৩Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন
দণ্ড দিবার যোগ্য দণ্ডার্হ, দণ্ডণীয়।
দয়া আছে যার সদয়।
দুই পুত্রের জননী দ্বিপুত্রিকা।
দুই পর্বতের মধ্যবর্তী নিম্নভূমি উপত্যকা।
দুই পর্বতের মধ্যবর্তী স্থান দ্রোণি।
 
দুই নদীর মধ্যবর্তী স্থান দোয়াব।
দুই দিকে হার (আকৃতি) সমান যার দোহারা।
দুই দিকে অপ (জল) যার দ্বীপ।
দুই-এর মধ্যে এক অন্যতর।
দ্বীপের সদৃশ উপদ্বীপ।
 
দ্বীপে জন্ম যার দ্বৈপায়ন।
দীর্ঘকাল ব্যাপী চর্চা অনুশীলন।
দীর্ঘ কর্ণ কর্ণিল।
দক্ষ প্রজাপতির কন্যা দাক্ষায়ণী।
দীক্ষার যোগ্য দীক্ষণীয়।
 
দীনের ভাবÑ দৈন্য।
দ্বিতীয়বার বিবাহিত পুরুষের প্রথমা স্ত্রী অধিবিন্না।
দ্বিতীয়বার বিবাহিত নারী দিধিষু, পুনর্ভূ।
দ্বিতীয়বার বিবাহিত নারীর স্বামী দ্বিধিষ্ণু।
দ্বিজ, চণ্ডাল সকল মানুষ আদ্বিজচণ্ডাল।
 
দিবসান্তে গীতগান সান্ধ্যবন্ধনা।
দিবসের শেষভাগ অপরাহ্ন।
দিবসের মধ্যভাগ মধ্যাহ্ন।
দিবসের প্রথমভাগ পূর্বাহ্ন।
দিনের আলো ও রাতের অন্ধকারের সন্ধিক্ষণ গোধূলি।
 
দিনে একবার মাত্র আহার করেন যিনি একাহারী।
দিতির পুত্র দৈত্য।
দুইয়ের মধ্যে এক অন্যতর।
দুষ্টু আচার যার দুরাচার।
দুস্তর জলরাশি পাথার।
 
দুষ্কর্ম করে যে দু®কৃতি।
দুর্বোধ্য কূট প্রশ্ন প্রহেলিকা।
দুর্দান্ত সাহসী জাঁহাবাজ।
দুগ্ধবতী গাভী পয়স্বিনী।
দুগ্ধ হতে পোষ্য লাভ করে যে দুগ্ধপোষ্য।
———————————————————–

এককথায় প্রকাশ শুবাচ ঢ-ণ/৫৭Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ড-ড/৫৬Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ঠ-ঠ/৫৫Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ট-ট/৫৪Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ঝ-ঝ /৫৩Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫২Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫১Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫০Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৪৯Dr Mohammed Amin

Language
error: Content is protected !!