ড. মোহাম্মদ আমীন
দণ্ড দিবার যোগ্য দণ্ডার্হ, দণ্ডণীয়।
দয়া আছে যার সদয়।
দুই পুত্রের জননী দ্বিপুত্রিকা।
দুই পর্বতের মধ্যবর্তী নিম্নভূমি উপত্যকা।
দুই পর্বতের মধ্যবর্তী স্থান দ্রোণি।
দুই নদীর মধ্যবর্তী স্থান দোয়াব।
দুই দিকে হার (আকৃতি) সমান যার দোহারা।
দুই দিকে অপ (জল) যার দ্বীপ।
দুই-এর মধ্যে এক অন্যতর।
দ্বীপের সদৃশ উপদ্বীপ।
দ্বীপে জন্ম যার দ্বৈপায়ন।
দীর্ঘকাল ব্যাপী চর্চা অনুশীলন।
দীর্ঘ কর্ণ কর্ণিল।
দক্ষ প্রজাপতির কন্যা দাক্ষায়ণী।
দীক্ষার যোগ্য দীক্ষণীয়।
দীনের ভাবÑ দৈন্য।
দ্বিতীয়বার বিবাহিত পুরুষের প্রথমা স্ত্রী অধিবিন্না।
দ্বিতীয়বার বিবাহিত নারী দিধিষু, পুনর্ভূ।
দ্বিতীয়বার বিবাহিত নারীর স্বামী দ্বিধিষ্ণু।
দ্বিজ, চণ্ডাল সকল মানুষ আদ্বিজচণ্ডাল।
দিবসান্তে গীতগান সান্ধ্যবন্ধনা।
দিবসের শেষভাগ অপরাহ্ন।
দিবসের মধ্যভাগ মধ্যাহ্ন।
দিবসের প্রথমভাগ পূর্বাহ্ন।
দিনের আলো ও রাতের অন্ধকারের সন্ধিক্ষণ গোধূলি।
দিনে একবার মাত্র আহার করেন যিনি একাহারী।
দিতির পুত্র দৈত্য।
দুইয়ের মধ্যে এক অন্যতর।
দুষ্টু আচার যার দুরাচার।
দুস্তর জলরাশি পাথার।
দুষ্কর্ম করে যে দু®কৃতি।
দুর্বোধ্য কূট প্রশ্ন প্রহেলিকা।
দুর্দান্ত সাহসী জাঁহাবাজ।
দুগ্ধবতী গাভী পয়স্বিনী।
দুগ্ধ হতে পোষ্য লাভ করে যে দুগ্ধপোষ্য।
———————————————————–
এককথায় প্রকাশ শুবাচ ঢ-ণ/৫৭Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ড-ড/৫৬Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ঠ-ঠ/৫৫Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ট-ট/৫৪Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ঝ-ঝ /৫৩Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫২Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫১Dr Mohammed Amin