এককথায় প্রকাশ শুবাচ দ-দ/৬৪Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন
দুগ্ধ ফেনার মতো শুভ্র দুগ্ধ ফেননিভ।
দুগ্ধ, চিনি ইত্যাদি সহযোগে পক্ক অন্ন পরমান্ন।
দুঃখের যোগ দুর্যোগ।
দুঃখে গমন করা যায় যেখানে দুর্গম।
দুঃখজনক ঘটনা দুর্ঘটনা।
 
দুরকম অর্থ যার দ্ব্যর্থক।
দুবার বিবাহিত স্ত্রী দ্বিরূঢ়া।
দুবার বলা দ্বিরুক্তি।
দুবার ফল ধরেছে যে গাছে দোফলা।
দু-পিঠে সমান কারুকার্যবিশিষ্ট বস্ত্র দোরোখা।
 
দু-তার যুক্ত বাদ্যযন্ত্রÑ দোতারা।
দুই সময়ের মিলনের মুহূর্ত সন্ধিক্ষণ।
দুই রথীর যুদ্ধ দ্বৈরথ।
দুই মায়ের সন্তান। দ্বৈমাতুর।
দুইবার জন্ম যার দ্বিজ।
 
দূর থেকে কথা বলে যে নারী দূরভাষিণী।
দূর দেশে গমন প্রবসন।
দূরকে দেখবার যন্ত্র দূরবিন।
দূরের ঘটনা দেখা যায় যাতে দূরদর্শন।
দর্শন করতে ইচ্ছুক দিদৃক্ষু।
 
দ্রুপদের কন্যা দ্রৌপদী।
দৃশ্যমান জগৎ সংসার।
দৃষ্টির অগোচরে অদৃশ্য।
দৃষ্টির সম্মুখে প্রত্যক্ষ।
দেখবার ইচ্ছা দিদৃক্ষা।
 
দেখবার যোগ্য দ্রষ্টব্য।
দেবগায়ক গন্ধর্বদের বাসস্থান গন্ধর্বলোক।
দেব লোকের নদী সুরধুনী।
দেবতা থেকে উৎপন্ন বা দৈবজাত আধিদৈবিক।
দেবতাকে কেন্দ্র করে ঘোরা প্রদক্ষিণ।
 
দেবতাকে দেওয়া পুষ্প বা পুষ্পমাল্য নির্মাল্য।
দেবতার উদ্দেশ্যে উৎসর্গ নিবেদন।
দেবতার উদ্দেশ্যে প্রদত্ত দেবত্র।
দেবতার জন্য বসবাসের ভূমি দেবভূমি।
দেবতার ভাব দৈব।
 
দেবতার সদৃশ উপদেবতা।
দ্রোণের পুত্র দ্রোণি।
দ্রোণীতে জাত দ্রোণ।
দোহন করে যে দোহাল।
দোকান দেয় যে দোকানি।
———————————————————–

এককথায় প্রকাশ শুবাচ ঢ-ণ/৫৭Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ড-ড/৫৬Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ঠ-ঠ/৫৫Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ট-ট/৫৪Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ঝ-ঝ /৫৩Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫২Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫১Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫০Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৪৯Dr Mohammed Amin

Language
error: Content is protected !!