ড. মোহাম্মদ আমীন
দুগ্ধ ফেনার মতো শুভ্র দুগ্ধ ফেননিভ।
দুগ্ধ, চিনি ইত্যাদি সহযোগে পক্ক অন্ন পরমান্ন।
দুঃখের যোগ দুর্যোগ।
দুঃখে গমন করা যায় যেখানে দুর্গম।
দুঃখজনক ঘটনা দুর্ঘটনা।
দুরকম অর্থ যার দ্ব্যর্থক।
দুবার বিবাহিত স্ত্রী দ্বিরূঢ়া।
দুবার বলা দ্বিরুক্তি।
দুবার ফল ধরেছে যে গাছে দোফলা।
দু-পিঠে সমান কারুকার্যবিশিষ্ট বস্ত্র দোরোখা।
দু-তার যুক্ত বাদ্যযন্ত্রÑ দোতারা।
দুই সময়ের মিলনের মুহূর্ত সন্ধিক্ষণ।
দুই রথীর যুদ্ধ দ্বৈরথ।
দুই মায়ের সন্তান। দ্বৈমাতুর।
দুইবার জন্ম যার দ্বিজ।
দূর থেকে কথা বলে যে নারী দূরভাষিণী।
দূর দেশে গমন প্রবসন।
দূরকে দেখবার যন্ত্র দূরবিন।
দূরের ঘটনা দেখা যায় যাতে দূরদর্শন।
দর্শন করতে ইচ্ছুক দিদৃক্ষু।
দ্রুপদের কন্যা দ্রৌপদী।
দৃশ্যমান জগৎ সংসার।
দৃষ্টির অগোচরে অদৃশ্য।
দৃষ্টির সম্মুখে প্রত্যক্ষ।
দেখবার ইচ্ছা দিদৃক্ষা।
দেখবার যোগ্য দ্রষ্টব্য।
দেবগায়ক গন্ধর্বদের বাসস্থান গন্ধর্বলোক।
দেব লোকের নদী সুরধুনী।
দেবতা থেকে উৎপন্ন বা দৈবজাত আধিদৈবিক।
দেবতাকে কেন্দ্র করে ঘোরা প্রদক্ষিণ।
দেবতাকে দেওয়া পুষ্প বা পুষ্পমাল্য নির্মাল্য।
দেবতার উদ্দেশ্যে উৎসর্গ নিবেদন।
দেবতার উদ্দেশ্যে প্রদত্ত দেবত্র।
দেবতার জন্য বসবাসের ভূমি দেবভূমি।
দেবতার ভাব দৈব।
দেবতার সদৃশ উপদেবতা।
দ্রোণের পুত্র দ্রোণি।
দ্রোণীতে জাত দ্রোণ।
দোহন করে যে দোহাল।
দোকান দেয় যে দোকানি।
———————————————————–
এককথায় প্রকাশ শুবাচ ঢ-ণ/৫৭Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ড-ড/৫৬Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ঠ-ঠ/৫৫Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ট-ট/৫৪Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ঝ-ঝ /৫৩Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫২Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫১Dr Mohammed Amin