ড. মোহাম্মদ আমীন
দৈনন্দিন জীবনের লিখিত বিবরণ রোজনামচা।
দেহে, মনে ও কথায় কায়মনোবাক্যে।
দেশের শেষ সীমানা সীমান্ত।
দেশের প্রতি প্রেম আছে যার দেশপ্রেমিক।
দেবালয়ের নর্তকী বা গায়িকা দেবদাসী, দেয়ালিনী।
দেখার ইচ্ছাদিদৃক্ষা।
দেখতে ইচ্ছুক দিদৃক্ষু।
দেখার যোগ্য দ্রষ্টব্য।
দান করবার ইচ্ছা দিৎসা।
দান করে পুনরায় যে ফেরত নেয় দত্তাপহারী।
দুয়ের মধ্যে একটি অন্যতর।
দুই দিকে দ্বিধা।
দু’বার জন্মগ্রহণ করে যে দ্বিজ।
দুই রথীর যুদ্ধ দ্বৈরথ।
দগ্ধ করা যায় যা দাহ্য।
দগ্ধ করা যায় না যা- অদাহ্য।
দ্বীপে জন্ম যার দ্বৈপায়ন।
দিনের শেষভাগ অপরাহ্ন।
দিন ও রাতের সন্ধিক্ষণ গোধূলি।
দৃষ্টির অগোচর অদৃশ্য।
দাড়ি গোঁফ জন্মায়নি যার অজাতশ্মশ্র“।
দার পরিগ্রহ করেনি যে অকৃতদার।
দ্বারে থাকে যে দ্বারী।
দ্বারে অবস্থিত দ্বারস্থ।
দুর্গ সন্বন্ধীয় দৌর্গ।
দ্বীপের সদৃশ উপদ্বীপ।
দান করা উচিত দাতব্য ।
দান করবার যোগ্য দেয়।
দ্রব হয়েছে যা দ্রবীভূত।
দগ্ধ হয়েছে যা দগ্ধীভূত।
দান করেন যিনি দাতা।
দিন ও রাত্রি ব্যাপী দিবারাত্রি।
দুঃখে দমন করা যায় যাকে দুর্দমনীয়।
দূর ভবিষ্যৎ ভেবে দেখে না যে অদূরদর্শী।
দ্বিতীয সত্তা বা জোড়া নেই যার অদ্বিতীয়।
———————————————————–
এককথায় প্রকাশ শুবাচ ঢ-ণ/৫৭Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ড-ড/৫৬Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ঠ-ঠ/৫৫Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ট-ট/৫৪Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ঝ-ঝ /৫৩Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫২Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫১Dr Mohammed Amin