এককথায় প্রকাশ শুবাচ দ-দ/৬৫Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন
দৈনন্দিন জীবনের লিখিত বিবরণ রোজনামচা।
দেহে, মনে ও কথায় কায়মনোবাক্যে।
দেশের শেষ সীমানা সীমান্ত।
দেশের প্রতি প্রেম আছে যার দেশপ্রেমিক।
দেবালয়ের নর্তকী বা গায়িকা দেবদাসী, দেয়ালিনী।
 
দেখার ইচ্ছাদিদৃক্ষা।
দেখতে ইচ্ছুক দিদৃক্ষু।
দেখার যোগ্য দ্রষ্টব্য।
দান করবার ইচ্ছা দিৎসা।
দান করে পুনরায় যে ফেরত নেয় দত্তাপহারী।
 
দুয়ের মধ্যে একটি অন্যতর।
দুই দিকে দ্বিধা।
দু’বার জন্মগ্রহণ করে যে দ্বিজ।
দুই রথীর যুদ্ধ দ্বৈরথ।
দগ্ধ করা যায় যা দাহ্য।
 
দগ্ধ করা যায় না যা- অদাহ্য।
দ্বীপে জন্ম যার দ্বৈপায়ন।
দিনের শেষভাগ অপরাহ্ন।
দিন ও রাতের সন্ধিক্ষণ গোধূলি।
দৃষ্টির অগোচর অদৃশ্য।
 
দাড়ি গোঁফ জন্মায়নি যার অজাতশ্মশ্র“।
দার পরিগ্রহ করেনি যে অকৃতদার।
দ্বারে থাকে যে দ্বারী।
দ্বারে অবস্থিত দ্বারস্থ।
দুর্গ সন্বন্ধীয় দৌর্গ।
 
দ্বীপের সদৃশ উপদ্বীপ।
দান করা উচিত দাতব্য ।
দান করবার যোগ্য দেয়।
দ্রব হয়েছে যা দ্রবীভূত।
দগ্ধ হয়েছে যা দগ্ধীভূত।
 
দান করেন যিনি দাতা।
দিন ও রাত্রি ব্যাপী দিবারাত্রি।
দুঃখে দমন করা যায় যাকে দুর্দমনীয়।
দূর ভবিষ্যৎ ভেবে দেখে না যে অদূরদর্শী।
দ্বিতীয সত্তা বা জোড়া নেই যার অদ্বিতীয়।
———————————————————–

এককথায় প্রকাশ শুবাচ ঢ-ণ/৫৭Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ড-ড/৫৬Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ঠ-ঠ/৫৫Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ট-ট/৫৪Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ঝ-ঝ /৫৩Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫২Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫১Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫০Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৪৯Dr Mohammed Amin

Language
error: Content is protected !!