ড. মোহাম্মদ আমীন
দর্প নাশ করে যে দর্পহারী।
দেখা যাচ্ছে যা দৃশ্যমান।
দোহনের যোগ্য দোহনীয়।
দু’ভাষা জানে যে দোভাষী।
দয়া নেই যার নির্দয়।
দাড়ি জন্মেনি যার অজাতশ্মত্র“।
দুই বা তার বেশি তল আছে এমন অট্টালিকা বালাখানা।
দ্বিতীয়বার বিবাহিতা স্ত্রীর স্বামী বিধিষু।
দু®প্রাপ্য বিষয়ে আশা দুরাশা।
দুই পুরুষে আসক্তো দ্বিচারিণী।
দুই মনুর শাসনের সন্ধিকাল মন্বন্তর।
দেবতার তুল্য দেবোপম।
দুহিতার পুত্র দৌহিত্র।
দখল করে আছে এমন দখলদার।
দমন করার যোগ্য দমনীয়।
দয়া আছে যার দয়ালু।
দরদ আছে যার দরদী।
দর্শনের যোগ্য দর্শনীয়।
দাঙ্গা করে যে দাঙ্গাবাজ।
দিনের বেলা দেখতে পায় না এমন দিবান্ধ (পেঁচা)।
দূরভবিষ্যৎ দেখে চিন্তাভাবনা করেন যিনি দূরদর্শী।
দূরে গমন করে যে দূরবর্তী।
দ্বার পাহারা দেয় যে দারোয়ান।
দমন করা বা বশ মানানো শক্ত দুর্দান্ত।
উৎস: এককথায় প্রকাশ অভিধান, ড. মোহাম্মদ আমীন
———————————————————–
এককথায় প্রকাশ শুবাচ ঢ-ণ/৫৭Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ড-ড/৫৬Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ঠ-ঠ/৫৫Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ট-ট/৫৪Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ঝ-ঝ /৫৩Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫২Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫১Dr Mohammed Amin