এককথায় প্রকাশ শুবাচ দ-দ/৬৬Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন
দর্প নাশ করে যে দর্পহারী।
দেখা যাচ্ছে যা দৃশ্যমান।
দোহনের যোগ্য দোহনীয়।
দু’ভাষা জানে যে দোভাষী।
দয়া নেই যার নির্দয়।
 
দাড়ি জন্মেনি যার অজাতশ্মত্র“।
দুই বা তার বেশি তল আছে এমন অট্টালিকা বালাখানা।
দ্বিতীয়বার বিবাহিতা স্ত্রীর স্বামী বিধিষু।
দু®প্রাপ্য বিষয়ে আশা দুরাশা।
দুই পুরুষে আসক্তো দ্বিচারিণী।
 
দুই মনুর শাসনের সন্ধিকাল মন্বন্তর।
দেবতার তুল্য দেবোপম।
দুহিতার পুত্র দৌহিত্র।
দখল করে আছে এমন দখলদার।
দমন করার যোগ্য দমনীয়।
দয়া আছে যার দয়ালু।
 
দরদ আছে যার দরদী।
দর্শনের যোগ্য দর্শনীয়।
দাঙ্গা করে যে দাঙ্গাবাজ।
দিনের বেলা দেখতে পায় না এমন দিবান্ধ (পেঁচা)।
দূরভবিষ্যৎ দেখে চিন্তাভাবনা করেন যিনি দূরদর্শী।
 
দূরে গমন করে যে দূরবর্তী।
দ্বার পাহারা দেয় যে দারোয়ান।
দমন করা বা বশ মানানো শক্ত দুর্দান্ত।
উৎস: এককথায় প্রকাশ অভিধান, ড. মোহাম্মদ আমীন
———————————————————–

এককথায় প্রকাশ শুবাচ ঢ-ণ/৫৭Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ড-ড/৫৬Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ঠ-ঠ/৫৫Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ট-ট/৫৪Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ঝ-ঝ /৫৩Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫২Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫১Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৫০Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ জ-জ /৪৯Dr Mohammed Amin

Language
error: Content is protected !!