এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৭Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৭Dr Mohammed Amin

ধন জয় করেন যিনি ধনঞ্জয়।
ধনুক নিয়ে যে যুদ্ধ করে ধানুকী।
ধনুকে শরযোজনা অধিরোপণ।
অনুকের অগ্রভাগ অটনি।
ধনুকে ছিলা জ্যা।

ধনুকের দ্বারা যে জীবিকা নির্বাহ করে ধানুকী।
ধর্মই আত্মা যার ধর্মাত্মা।
ধব বা স্বামী বিগত যার বিধবা।
ধনীর বাসগৃহ হর্ম্য।
ধনীর অট্টালিকার ছাদ যুক্ত তোরণ দেহলী।

ধনু দ্বারা যুদ্ধে নিধণ যিনি ধনুর্ধর।
ধনুকের শব্দ টংকার।
ধী শক্তির অধিকারী ধীমান।
ধীরে যে গমন করে মন্দগামী, ধীরগামী।
ধী আছে যারÑ ধীমান।

ধ্যানের যোগ্য ধেয়।
ধ্যানে যিনি মগ্ন ধ্যানস্থ।
ধ্যান করেন যিনি ধ্যানী, ধ্যাতা।
ধান্যাদি পরিমাপকারী কয়াল।
ধান্যাদি পরিমাপ কয়ালি।

ধারা ধরে যা চলে ধারাবাহিক।
ধারণ করে রাখে যা ধর্ম।
ধার করতে ইচ্ছুক ঋণপ্রার্থী।
ধানের মতো যার রং ধানি।
ধান থেকে উৎপন্ন ধেনো।


এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৭Dr Mohammed Amin

Language
error: Content is protected !!