ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৭Dr Mohammed Amin
ধন জয় করেন যিনি ধনঞ্জয়।
ধনুক নিয়ে যে যুদ্ধ করে ধানুকী।
ধনুকে শরযোজনা অধিরোপণ।
অনুকের অগ্রভাগ অটনি।
ধনুকে ছিলা জ্যা।
ধনুকের দ্বারা যে জীবিকা নির্বাহ করে ধানুকী।
ধর্মই আত্মা যার ধর্মাত্মা।
ধব বা স্বামী বিগত যার বিধবা।
ধনীর বাসগৃহ হর্ম্য।
ধনীর অট্টালিকার ছাদ যুক্ত তোরণ দেহলী।
ধনু দ্বারা যুদ্ধে নিধণ যিনি ধনুর্ধর।
ধনুকের শব্দ টংকার।
ধী শক্তির অধিকারী ধীমান।
ধীরে যে গমন করে মন্দগামী, ধীরগামী।
ধী আছে যারÑ ধীমান।
ধ্যানের যোগ্য ধেয়।
ধ্যানে যিনি মগ্ন ধ্যানস্থ।
ধ্যান করেন যিনি ধ্যানী, ধ্যাতা।
ধান্যাদি পরিমাপকারী কয়াল।
ধান্যাদি পরিমাপ কয়ালি।
ধারা ধরে যা চলে ধারাবাহিক।
ধারণ করে রাখে যা ধর্ম।
ধার করতে ইচ্ছুক ঋণপ্রার্থী।
ধানের মতো যার রং ধানি।
ধান থেকে উৎপন্ন ধেনো।
এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৭Dr Mohammed Amin