এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৮Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৮Dr Mohammed Amin

ধাতু বা পাথর দিয়ে যারা মূর্তি তৈরি করেÑ ভাস্কর।
ধর্মের প্রতি নিষ্ঠাবান ধর্মিষ্ঠ।
ধর্মার্থে তীর্থে তীর্থে ভ্রমণ পরিব্রজ্যা।
ধুর বা ভার ধারণ করে যেÑ ধুরন্ধর।
ধূলায় পরিণত ধূলিসাৎ।

ধূম ছড়াচ্ছে এমন ধূমায়মান।
ধুম্র লোচন যার ধূম্রলোচন।
ধুম্র উদগীরণ করছে যা ধূম্রায়মান।
ধূর্তের স্বভাব ধৌর্তক।
ধূর্ত বা ধড়িবাজ লোক ঘড়িয়াল, ঘোড়েল।

ধূনা জ্বালানোর পাত্র ধুনুচি।
ধূলায় গড়াগড়ি দেওয়ার উৎসব ধূলট।
ধূলার মতো রং যার পাংশুল।
ধোঁয়ার মতো অস্পষ্ট ধোঁয়াটে।
ধৈর্য অবলম্বন সবুর।

ধৃতরাষ্ট্রের পুত্র ধার্তরাষ্ট্র।
ধনুবিদ্যায় নিপুণ যে ধানুষ্ক, ধানুকী।
ধনুকের শব্দ টঙ্কার।
ধরা হচ্ছে যা ধ্রিয়মান।
ধ্যানের যোগ্য ধ্যেয়।

ধ্যানের দ্বারা যেখানে যাওয়া যায় দ্যানগম্য।
ধুনা জ্বালাবার পাত্র ধুনাচি।
ধুর বা ভার বহন করে যে ধুরন্ধর।
ধৃতির উদ্দেশ্য কৃত হোম ধৃতিহোম।
ধূর্ত সম্বন্ধীয় ধৌর্তিক।

ধন জয় করেন যিনি ধনঞ্জয়।
ধারা ধরে চলে ধারাবাহিক।
ধনুর্বিদ্যায় নিপুণ ধানুষ্ক।
ধূম নির্গত হচ্ছে যা থেকে দূমায়মান।
ধ্যানে মগ্ন যিনি ধ্যানস্থ।

ধনের দেবতা কুবের।
ধারণ করার যোগ্য দারণীয়।
ধন নেই যার নির্ধন।
ধার আছে যাতে ধারালো।
ধ্যানের দ্বারা যা জানা যায ধ্যানগম্য।
ধান থেকে প্রস্তুত ধেনো।


এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৮Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৭Dr Mohammed Amin

Language
error: Content is protected !!