ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin
নিরক্ষর লোকের চিকা (<) কেটে দস্তখতÑ ঢেরাসই।
নভোলোকে বিচরণ করে যে নভশ্চর।
নবাবের পুত্র নবাবজাদা।
নব প্রসূতা গাভী ধেনু।
ননী দিয়ে তৈরি ননুয়া।
ননদের স্বামী নন্দাই।
নদীর বালুকাময় তট সৈকত।
নদীর জল নাদেয়।
নদীর পার হইবার স্থান তরস্থান।
নদী মাতা যে দেশের নদীমাতৃক।
নতুনত্বে বিরোধী রক্ষণশীল।
নতুন সূর্য নবারুণ।
নতুন শিক্ষার্থী নবিস।
নতুন বৃষ্টির জল নবোদক।
নতুন আরম্ভ মহরত।
নতুন অন্নের উৎসব নবান্ন।
নজর রাখে যে নজরদার।
নগরের উকণ্ঠে উপনগর।
নগর, গ্রাম প্রভৃতি জনপদ লোকালয়।
নয়ন থেকে অশ্র“ বিগলিত হচ্ছে গলদশ্রু।
নয় বাধ্য অবাধ্য।
নয় প্রিয় অপ্রিয়।
নয় অতিদীর্ঘ নাতিদীর্ঘ।
নলের আকারে জমানো বরফ কুলফি।
নরের মধ্যে যিনি উত্তম নরোত্তম।
নমস্কারের যোগ্য নমস্য।
নুপুরের ধ্বনি নিক্কণ।
নানা বিষয়ে অল্পজ্ঞানের অধিকারী পল্লবগ্রাহী।
নানা বিসদৃশ বস্তুর সংমিশ্রণ জগাখিচুড়ি।
নাট মন্দির ও দেব মন্দিরের মাঝের জায়গা জগমোহন।
নাটকের বিভিন্ন চরিত্রের কথাবার্তা সংলাপ।
নাটকের পাত্রপাত্রী কুশীলব।
নাকহীন ব্যক্তি গন্না।
নাই শোক যার অশোক।
নাই মূল যার নির্মূল।
নাই মল যারÑ নির্মল।
নাই সাড়া যাতে নিঃসাড়।
নাই মমতা যারÑ নির্মম।
নাই ফল যারÑ নিষ্ফল।
নাই পক্ষ যার নিরপেক্ষ।
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৮Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৭Dr Mohammed Amin