Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin – Dr. Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin

নিরক্ষর লোকের চিকা (<) কেটে দস্তখতÑ ঢেরাসই।
নভোলোকে বিচরণ করে যে নভশ্চর।
নবাবের পুত্র নবাবজাদা।
নব প্রসূতা গাভী ধেনু।
ননী দিয়ে তৈরি ননুয়া।

ননদের স্বামী নন্দাই।
নদীর বালুকাময় তট সৈকত।
নদীর জল নাদেয়।
নদীর পার হইবার স্থান তরস্থান।
নদী মাতা যে দেশের নদীমাতৃক।

নতুনত্বে বিরোধী রক্ষণশীল।
নতুন সূর্য নবারুণ।
নতুন শিক্ষার্থী নবিস।
নতুন বৃষ্টির জল নবোদক।
নতুন আরম্ভ মহরত।

নতুন অন্নের উৎসব নবান্ন।
নজর রাখে যে নজরদার।
নগরের উকণ্ঠে উপনগর।
নগর, গ্রাম প্রভৃতি জনপদ লোকালয়।
নয়ন থেকে অশ্র“ বিগলিত হচ্ছে গলদশ্রু।

নয় বাধ্য অবাধ্য।
নয় প্রিয় অপ্রিয়।
নয় অতিদীর্ঘ নাতিদীর্ঘ।
নলের আকারে জমানো বরফ কুলফি।
নরের মধ্যে যিনি উত্তম নরোত্তম।

নমস্কারের যোগ্য নমস্য।
নুপুরের ধ্বনি নিক্কণ।
নানা বিষয়ে অল্পজ্ঞানের অধিকারী পল্লবগ্রাহী।
নানা বিসদৃশ বস্তুর সংমিশ্রণ জগাখিচুড়ি।
নাট মন্দির ও দেব মন্দিরের মাঝের জায়গা জগমোহন।

নাটকের বিভিন্ন চরিত্রের কথাবার্তা সংলাপ।
নাটকের পাত্রপাত্রী কুশীলব।
নাকহীন ব্যক্তি গন্না।
নাই শোক যার অশোক।
নাই মূল যার নির্মূল।

নাই মল যারÑ নির্মল।
নাই সাড়া যাতে নিঃসাড়।
নাই মমতা যারÑ নির্মম।
নাই ফল যারÑ নিষ্ফল।
নাই পক্ষ যার নিরপেক্ষ।


এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৮Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৭Dr Mohammed Amin