এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭০Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭০Dr Mohammed Amin

নাই গুণ যার নির্গুণ।
নাই কর্ম যার নিষ্কর্মা।
নাই ইমান যার বেইমান।
নাই আশা যার নিরাশা।
নাই আবরণ যার দিগম্বর।

নাই আনন্দ যার নিরানন্দ।
নাই রাজা যে দেশে অরাজক।
নিয়মের মধ্যে যথাবিধি।
নিকসার নন্দন নৈকষেয়।
নাভি পর্যন্ত লম্বিত হার ললন্তিকা।

নাম ও ঠিকানা নামধাম।
নামাজ পড়ার উদ্দেশ্যে পবিত্র আহ্বান আজান।
নামাজ পড়ার জন্য পাতা মাদুর বা কার্পেটÑ মছলন্দ।
নার (জল) অয়ন যারÑ নারায়ণ।
নারদের বাহনÑ ঢেঁকি।

নারায়ণী সেনাÑ সংসপ্তক।
নারীর কটিভূষণ, চন্দ্রহার ইত্যাদি মেখলা, রশনা।
নারীর লীলায়িত নৃত্য লাস্য।
নাসিকা থেকে উচ্চারিত নাসিক্য।
ন্যাকার ভাব ন্যাকামি।

ন্যায় বিচার ইনসাফ।
ন্যায্য অধিকার হক।
ন্যায় শাস্ত্র জানেন যিনি নৈয়ায়িক।
নিকৃষ্ট ব্যক্তি অজন।
নিজেই পতি নির্বাচন করে যে স্বয়ংবরা।

নিজেকে কৃতার্থ মনে করে যে কৃতার্থম্মন্য।
নিজেকে ধন্য মনে করে যে ধন্যম্মন্য।
নিজেকে পণ্ডিত মনে করে যে পণ্ডিতম্মন্য।
ন্যায়শাস্ত্রে অভিজ্ঞ নৈয়ায়িক।
নিজেকে ধন্য মনে করার ভাব ধন্যমান্যতা।

নির্ভুল মুনিবাক্য আপ্তবাক্য।
নিন্দিত হয়েছে জুগুপ্সিত।
নিন্দার যোগ্য নিন্দনীয়।
নিন্দার অযোগ্য অনিন্দনীয়, অনিন্দ্য।
নিন্দা করার ইচ্ছা জুগুপ্সা।

নির্ধারিত সময় ওয়াদা, যথাসময়।
নির্দোষের ভাব নির্দুষীপনা, নির্দোষিতা।
নিদ্রিত শিশুর হাসি-কান্না দেয়ালা, দিয়ালা।
নিদ্রার ইচ্ছা সুপ্তচ্ছা, সুষুপ্সা।
নির্দিষ্ট সময় অন্তর লোকগণনা আদমশুমারী।


এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭০Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৮Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৭Dr Mohammed Amin

Language
error: Content is protected !!