ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭০Dr Mohammed Amin
নাই গুণ যার নির্গুণ।
নাই কর্ম যার নিষ্কর্মা।
নাই ইমান যার বেইমান।
নাই আশা যার নিরাশা।
নাই আবরণ যার দিগম্বর।
নাই আনন্দ যার নিরানন্দ।
নাই রাজা যে দেশে অরাজক।
নিয়মের মধ্যে যথাবিধি।
নিকসার নন্দন নৈকষেয়।
নাভি পর্যন্ত লম্বিত হার ললন্তিকা।
নাম ও ঠিকানা নামধাম।
নামাজ পড়ার উদ্দেশ্যে পবিত্র আহ্বান আজান।
নামাজ পড়ার জন্য পাতা মাদুর বা কার্পেটÑ মছলন্দ।
নার (জল) অয়ন যারÑ নারায়ণ।
নারদের বাহনÑ ঢেঁকি।
নারায়ণী সেনাÑ সংসপ্তক।
নারীর কটিভূষণ, চন্দ্রহার ইত্যাদি মেখলা, রশনা।
নারীর লীলায়িত নৃত্য লাস্য।
নাসিকা থেকে উচ্চারিত নাসিক্য।
ন্যাকার ভাব ন্যাকামি।
ন্যায় বিচার ইনসাফ।
ন্যায্য অধিকার হক।
ন্যায় শাস্ত্র জানেন যিনি নৈয়ায়িক।
নিকৃষ্ট ব্যক্তি অজন।
নিজেই পতি নির্বাচন করে যে স্বয়ংবরা।
নিজেকে কৃতার্থ মনে করে যে কৃতার্থম্মন্য।
নিজেকে ধন্য মনে করে যে ধন্যম্মন্য।
নিজেকে পণ্ডিত মনে করে যে পণ্ডিতম্মন্য।
ন্যায়শাস্ত্রে অভিজ্ঞ নৈয়ায়িক।
নিজেকে ধন্য মনে করার ভাব ধন্যমান্যতা।
নির্ভুল মুনিবাক্য আপ্তবাক্য।
নিন্দিত হয়েছে জুগুপ্সিত।
নিন্দার যোগ্য নিন্দনীয়।
নিন্দার অযোগ্য অনিন্দনীয়, অনিন্দ্য।
নিন্দা করার ইচ্ছা জুগুপ্সা।
নির্ধারিত সময় ওয়াদা, যথাসময়।
নির্দোষের ভাব নির্দুষীপনা, নির্দোষিতা।
নিদ্রিত শিশুর হাসি-কান্না দেয়ালা, দিয়ালা।
নিদ্রার ইচ্ছা সুপ্তচ্ছা, সুষুপ্সা।
নির্দিষ্ট সময় অন্তর লোকগণনা আদমশুমারী।
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭০Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৮Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৭Dr Mohammed Amin