এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭১Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭১Dr Mohammed Amin

নিঃস্বত্ব হয়ে দান সমর্পণ।
নিঃশেষে পান করা হয়েছে যা আপীত।
নিবেদনের যোগ্য নৈবেদ্য।
নিবারণ করা দুঃসাধ্য দুর্নিবার।
নিমক আস্বাদ যুক্ত খাবার নিমকি।

নিদারুণ মনোকষ্ট অন্তর্দাহ।
নিতান্ত দগ্ধ করে যেÑ নিদাঘ।
নিত্য আনন্দ যার নিত্যানন্দ।
নিজেদের পরিচালিত শাসন স্বায়ত্তশাসন।
নিজেকে হীন মনে করে যে হীনম্মন্য।

নিজেকে হত্যা করে যে আত্মঘাতী।
নিজেকে সামলাতে পারে না যে অসংযমী।
নিদ্রাকে জয় করেছে যেÑ জিতনিদ্র।
নেই অক (পাপ) যেখানে জাক।
নায়কের সঙ্গে কলহের পর অনুতপ্তা নায়িকা কলহান্তরিতা।

নিমন্ত্রণ না করা সত্ত্বেও যিনি উপস্থিত অনাহুত।
নিয়মকে অতিক্রম না করে নিয়মমাফিক।
নিয়ত বা সহজে কাঁদে যে ছিঁচকাঁদুনে।
নিষ্কাশিত সার বস্তু নির্যাস।
নিষাদের অপত্য নৈষাদ।

নির্মাণের ইচ্ছা নির্মিৎসা।
নিম্নে জল থাকে যার অন্তঃসলিলা।
নিম্নদিকে তরণ করা অবতরণ।
নীলের চাষকারী ইংরেজ বণিক নীলকর।
নীল রং-এর পর্বত নীলগিরি।

নীল রংÑ নীলিমা।
নীল বর্ণের মাছি ববর্ণা।
নীল বর্ণের বানর কপি।
নীল বর্ণ পদ্ম ইন্দীবর।
নীলকণ্ঠ পাখি চাষ, চাস।

নীলকান্ত মণি ইন্দ্রনীল।
নীরে জন্ম যার নীরজ।
নীর দান করে যে নীরদ।
নূতন বিবাহি স্ত্রী নবোঢ়া।
নেই রদ (দাঁত) যার নীরদ।


এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭১Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭০Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৮Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৭Dr Mohammed Amin

Language
error: Content is protected !!