ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭১Dr Mohammed Amin
নিঃস্বত্ব হয়ে দান সমর্পণ।
নিঃশেষে পান করা হয়েছে যা আপীত।
নিবেদনের যোগ্য নৈবেদ্য।
নিবারণ করা দুঃসাধ্য দুর্নিবার।
নিমক আস্বাদ যুক্ত খাবার নিমকি।
নিদারুণ মনোকষ্ট অন্তর্দাহ।
নিতান্ত দগ্ধ করে যেÑ নিদাঘ।
নিত্য আনন্দ যার নিত্যানন্দ।
নিজেদের পরিচালিত শাসন স্বায়ত্তশাসন।
নিজেকে হীন মনে করে যে হীনম্মন্য।
নিজেকে হত্যা করে যে আত্মঘাতী।
নিজেকে সামলাতে পারে না যে অসংযমী।
নিদ্রাকে জয় করেছে যেÑ জিতনিদ্র।
নেই অক (পাপ) যেখানে জাক।
নায়কের সঙ্গে কলহের পর অনুতপ্তা নায়িকা কলহান্তরিতা।
নিমন্ত্রণ না করা সত্ত্বেও যিনি উপস্থিত অনাহুত।
নিয়মকে অতিক্রম না করে নিয়মমাফিক।
নিয়ত বা সহজে কাঁদে যে ছিঁচকাঁদুনে।
নিষ্কাশিত সার বস্তু নির্যাস।
নিষাদের অপত্য নৈষাদ।
নির্মাণের ইচ্ছা নির্মিৎসা।
নিম্নে জল থাকে যার অন্তঃসলিলা।
নিম্নদিকে তরণ করা অবতরণ।
নীলের চাষকারী ইংরেজ বণিক নীলকর।
নীল রং-এর পর্বত নীলগিরি।
নীল রংÑ নীলিমা।
নীল বর্ণের মাছি ববর্ণা।
নীল বর্ণের বানর কপি।
নীল বর্ণ পদ্ম ইন্দীবর।
নীলকণ্ঠ পাখি চাষ, চাস।
নীলকান্ত মণি ইন্দ্রনীল।
নীরে জন্ম যার নীরজ।
নীর দান করে যে নীরদ।
নূতন বিবাহি স্ত্রী নবোঢ়া।
নেই রদ (দাঁত) যার নীরদ।
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭১Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭০Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৮Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৭Dr Mohammed Amin