Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭২Dr Mohammed Amin – Dr. Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭২Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭২Dr Mohammed Amin

নৌকা চালায় যে নাবিক।
নৌ বা নৌকা চলাচলের যোগ্য নাব্য।
নেশার দ্রব্য মাদক।
নৃত্যকলার উদ্ভাবক নটরাজ।
নৌকাকৃতি পুষ্পকোষ চুমরি।

নৌকার চাল ছই।
নদী মাতা যার নদীমাতৃক।
নিন্দার যোগ্য নিন্দার্হ।
নিদারুণ মনঃকষ্ট অন্তর্দাহ।
নতুনত্ব প্রাপ্তি নবীভবন।

 

নেই ঘৃণা যার নিঘৃণ।
নেই করুণা যার নিষ্করুণ।
নিকষার পুত্র নৈকষেয়।
নাভি পর্যন্ত লম্বিত হার ললন্তিকা।
নিতান্ত দগ্ধ হয় যে সময়ে নিদাঘ।

নেই শক্তি যার অশক্ত।
নেই অসক্তি যার অসক্ত।
নেই অভিমান যার নিরভিমান।
নীল আভা যার- নীলাভ।
নীর দান করে যে নীরদ।

নীরে জন্ম যার নীরজ।
নয় শীতল, নয় উষ্ণ নাতিশীতোষ্ণ।
নির্মিত হচ্ছে যা নির্মীয়মান।
নেই কুজন যেখানে নিঙ্কুজ।
নির্মাণের ইচ্ছা নির্মিৎসা।

নেতার দায়িত্ব নেতৃত্ব।
নারীর লীলায়িত নৃত্য লাস্য।
নিজের রং লুকায় যে বর্ণচোরা।
নিকৃষ্ট ব্যক্তি অজন।
নিবারণ করা যায় না যা অনিবার্য।

নাড়ীজ্ঞান নেই যার আনাড়ী।
ন্যায্য প্রাপ্য হক।
নিষ্কাশিত সারবস্তু নির্যাস।
নৃত্য কলার উদ্ভাবক নটরাজ।
নেই অস্ত্র যার নিরস্ত্র

নেই উত্তর যার নিরুত্তর।
নিজেকে বড় ভাবে যে হামবড়া।
নিজেকে যে নিজেই সৃষ্টি করেছে সয়ম্ভূ।
নেই আকার যার নিরাকার।
নেই লজ্জা যার নির্লজ্জ।


এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭২Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭১Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭০Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৮Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৭Dr Mohammed Amin