ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭২Dr Mohammed Amin
নৌকা চালায় যে নাবিক।
নৌ বা নৌকা চলাচলের যোগ্য নাব্য।
নেশার দ্রব্য মাদক।
নৃত্যকলার উদ্ভাবক নটরাজ।
নৌকাকৃতি পুষ্পকোষ চুমরি।
নৌকার চাল ছই।
নদী মাতা যার নদীমাতৃক।
নিন্দার যোগ্য নিন্দার্হ।
নিদারুণ মনঃকষ্ট অন্তর্দাহ।
নতুনত্ব প্রাপ্তি নবীভবন।
নেই ঘৃণা যার নিঘৃণ।
নেই করুণা যার নিষ্করুণ।
নিকষার পুত্র নৈকষেয়।
নাভি পর্যন্ত লম্বিত হার ললন্তিকা।
নিতান্ত দগ্ধ হয় যে সময়ে নিদাঘ।
নেই শক্তি যার অশক্ত।
নেই অসক্তি যার অসক্ত।
নেই অভিমান যার নিরভিমান।
নীল আভা যার- নীলাভ।
নীর দান করে যে নীরদ।
নীরে জন্ম যার নীরজ।
নয় শীতল, নয় উষ্ণ নাতিশীতোষ্ণ।
নির্মিত হচ্ছে যা নির্মীয়মান।
নেই কুজন যেখানে নিঙ্কুজ।
নির্মাণের ইচ্ছা নির্মিৎসা।
নেতার দায়িত্ব নেতৃত্ব।
নারীর লীলায়িত নৃত্য লাস্য।
নিজের রং লুকায় যে বর্ণচোরা।
নিকৃষ্ট ব্যক্তি অজন।
নিবারণ করা যায় না যা অনিবার্য।
নাড়ীজ্ঞান নেই যার আনাড়ী।
ন্যায্য প্রাপ্য হক।
নিষ্কাশিত সারবস্তু নির্যাস।
নৃত্য কলার উদ্ভাবক নটরাজ।
নেই অস্ত্র যার নিরস্ত্র
নেই উত্তর যার নিরুত্তর।
নিজেকে বড় ভাবে যে হামবড়া।
নিজেকে যে নিজেই সৃষ্টি করেছে সয়ম্ভূ।
নেই আকার যার নিরাকার।
নেই লজ্জা যার নির্লজ্জ।
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭২Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭১Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭০Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৮Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৭Dr Mohammed Amin