এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭৩Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭৩Dr Mohammed Amin

নেই শঙ্কা যার নিঃশঙ্ক।
নেই উৎসাহ যার নিরুৎসাহ।
নেই কলুষ যাতে নিষ্কলুষ।
নেই হায়া যার বেহায়া।
নিন্দা করতে ইচ্ছুক জুগুপ্সু।

নষ্ট হয় যা নশ্বর।
নস্ট হয় না যা অবিনশ্বর।
নিয়ত পরিবর্তন হচ্ছে যা পরিবর্তনশীল।
নিজেকেই বুলে গেছে এমন আত্মবিস্মৃত।
নিক্ষিপ্ত হচ্ছে এমন ক্ষিপ্যমান।

নড়তে চড়তে চায় না এমন জবুথবু।
নিস্তব্ধ ও ভীতিজনক থমথমে।
নিবেদন করা হয়েছে এমন নিবেদিত।
নিবেদন করতে হবে এমন নিবেদনীয়।
নিমজ্জিত হচ্ছে এমন নিমজ্জমান।

নিয়ন্ত্রণ করা হয়েছে এমন নিয়ন্ত্রিত।
নির্বাচনে অংশগ্রহণ করতে বা ভোট দিতে অধিকারীগণ নির্বাচক।
নিজের দ্বারা অর্জিত স্বোপার্জিত।


এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭৩Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭২Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭১Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭০Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৮Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৭Dr Mohammed Amin

Language
error: Content is protected !!