ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭৩Dr Mohammed Amin
নেই শঙ্কা যার নিঃশঙ্ক।
নেই উৎসাহ যার নিরুৎসাহ।
নেই কলুষ যাতে নিষ্কলুষ।
নেই হায়া যার বেহায়া।
নিন্দা করতে ইচ্ছুক জুগুপ্সু।
নষ্ট হয় যা নশ্বর।
নস্ট হয় না যা অবিনশ্বর।
নিয়ত পরিবর্তন হচ্ছে যা পরিবর্তনশীল।
নিজেকেই বুলে গেছে এমন আত্মবিস্মৃত।
নিক্ষিপ্ত হচ্ছে এমন ক্ষিপ্যমান।
নড়তে চড়তে চায় না এমন জবুথবু।
নিস্তব্ধ ও ভীতিজনক থমথমে।
নিবেদন করা হয়েছে এমন নিবেদিত।
নিবেদন করতে হবে এমন নিবেদনীয়।
নিমজ্জিত হচ্ছে এমন নিমজ্জমান।
নিয়ন্ত্রণ করা হয়েছে এমন নিয়ন্ত্রিত।
নির্বাচনে অংশগ্রহণ করতে বা ভোট দিতে অধিকারীগণ নির্বাচক।
নিজের দ্বারা অর্জিত স্বোপার্জিত।
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭৩Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭২Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭১Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭০Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৮Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৭Dr Mohammed Amin