ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৪Dr Mohammed Amin
প্রায় প্রভাত হয়েছে কাগ্ভোর।
পথিকদের জল দান করার স্থান জলসত্র।
পথিকদের আহারাদি করার গৃহ পান্থশালা।
পথ পার্শ্বে সরাইখানা ধাবা।
পথ দিয়ে পায়ে হেঁটে চলে যে পথিক।
পথ চলার খরচ পাথেয়।
পতিব্রতার ধর্ম পাতিব্রত্য।
পতিত বা অনুর্বর জমি খিল।
পতি পুত্র যুক্তা নারী বীরা।
পট আঁকেন যিনি পটুয়া।
পঙ্ক্তিতে বসার অযোগ্য অপাঙ্ক্তেয়।
পাঁজরের হাড় কম যার ঊনপাঁজুরে।
পরের বাড়িতে শিল্প কর্মাদির দ্বারা জীবিকা নির্বাহ কর যে নারী সৈরিন্ধ্রী।
পলায়ন করেছে যে পলায়মান।
পরকাল সম্পর্কিত পারলৌকিক।
পর হইতে পর পরাৎপর।
পশুপাখি বধের কাজ মৃগয়া।
পশুপক্ষীর বন্ধন ধড়ি বীতংশ।
পদ্ম নাভিতে যার পদ্মনাভ।
পদ্ম যুক্ত বৃহৎ জলাশয় কমলাকর।
পশু তাড়ন দণ্ড প্রাজন।
পশমের দ্বারা প্রস্তুত পশমি।
পলক পড়ে না যার অপলক।
পরের নিমিত্ত পদ পরস্মৈপদ।
পরের জিনিস হরণ না করা আস্তেয়।
পরের ছিদ্র অন্বেষন করা স্বভাব যার ছিদ্রান্বেষী।
পরের গুণ অস্বীকার করে যে অসূয়ক।
পরের উন্নতিতে কাতর যে পরশ্রীকাতর।
পরে জন্মেছে অনুজ।
পরিমিত ব্যয় করে যে মিতব্যয়ী।
পরিমিত নয় যা অমিত।
পরিমিত কথা বলে যে মিতভাষী, মিতবাক।
পরিমাণ করা যায় না অপরিমেয়।
পরিব্রাজকের ভিক্ষা মাধুকরী।
পরিব্রাজকের বৃত্তি প্রব্রজা।
পরিমাণমতো খায় যে মিতাহারী।
পরিতুষ্ট হইয়া যা দেওয়া হয় পারিতোষিক।
পরাজিত করা যায় না অপরাজেয়।
পরাজয় সংবাদ বহন করে আনে যে ভগ্নদূত।
পরস্পরের মধ্যে প্রীতি সম্প্রীতি।
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৪Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭৩Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭২Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭১Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭০Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin