Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৪Dr Mohammed Amin – Dr. Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৪Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৪Dr Mohammed Amin

প্রায় প্রভাত হয়েছে কাগ্ভোর।
পথিকদের জল দান করার স্থান জলসত্র।
পথিকদের আহারাদি করার গৃহ পান্থশালা।
পথ পার্শ্বে সরাইখানা ধাবা।
পথ দিয়ে পায়ে হেঁটে চলে যে পথিক।

পথ চলার খরচ পাথেয়।
পতিব্রতার ধর্ম পাতিব্রত্য।
পতিত বা অনুর্বর জমি খিল।
পতি পুত্র যুক্তা নারী বীরা।
পট আঁকেন যিনি পটুয়া।

পঙ্ক্তিতে বসার অযোগ্য অপাঙ্ক্তেয়।
পাঁজরের হাড় কম যার ঊনপাঁজুরে।
পরের বাড়িতে শিল্প কর্মাদির দ্বারা জীবিকা নির্বাহ কর যে নারী সৈরিন্ধ্রী।
পলায়ন করেছে যে পলায়মান।
পরকাল সম্পর্কিত পারলৌকিক।

পর হইতে পর পরাৎপর।
পশুপাখি বধের কাজ মৃগয়া।
পশুপক্ষীর বন্ধন ধড়ি বীতংশ।
পদ্ম নাভিতে যার পদ্মনাভ।
পদ্ম যুক্ত বৃহৎ জলাশয় কমলাকর।

পশু তাড়ন দণ্ড প্রাজন।
পশমের দ্বারা প্রস্তুত পশমি।
পলক পড়ে না যার অপলক।
পরের নিমিত্ত পদ পরস্মৈপদ।
পরের জিনিস হরণ না করা আস্তেয়।

পরের ছিদ্র অন্বেষন করা স্বভাব যার ছিদ্রান্বেষী।
পরের গুণ অস্বীকার করে যে অসূয়ক।
পরের উন্নতিতে কাতর যে পরশ্রীকাতর।
পরে জন্মেছে অনুজ।
পরিমিত ব্যয় করে যে মিতব্যয়ী।

পরিমিত নয় যা অমিত।
পরিমিত কথা বলে যে মিতভাষী, মিতবাক।
পরিমাণ করা যায় না অপরিমেয়।
পরিব্রাজকের ভিক্ষা মাধুকরী।
পরিব্রাজকের বৃত্তি প্রব্রজা।

পরিমাণমতো খায় যে মিতাহারী।
পরিতুষ্ট হইয়া যা দেওয়া হয় পারিতোষিক।
পরাজিত করা যায় না অপরাজেয়।
পরাজয় সংবাদ বহন করে আনে যে ভগ্নদূত।
পরস্পরের মধ্যে প্রীতি সম্প্রীতি।