ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৫Dr Mohammed Amin
পরস্পরদর্শন সাক্ষাৎকার।
পরস্পর আলিঙ্গন কোলাকুলি।
পরম হংস ( আত্মা) যার পরমহংস।
পঞ্চম হইতে দ্বাদশ বর্ষীয় বালক অপগণ্ড।
পঞ্চবর্ষের সমাহার পঞ্চবার্ষিকী।
পঞ্চ বটের সমাহার পঞ্চবটী।
পঞ্চ নদী যেখানে পঞ্চনদ, পাঞ্জাব।
পঞ্চ অবের সমাহার পাঞ্জাব।
পঞ্চ অঙ্গুলীর মধ্যবর্তী অঙ্গুলী মধ্যমা।
পঞ্চ অগ্নির মধ্যে তপস্যাকারিণী পঞ্চতপা।
পক্ষ কাল অন্তর প্রকাশিত সাময়িক পত্রিকা পাক্ষিক।
পক্ক, অন্ন, লুচি, নাড়ু প্রভৃতি খাদ্য কৃতান্ন।
পঁচিশ বৎসর পূর্তির জন্য যে উৎসব রজতজয়ন্তী।
পড়ার উপযুক্ত পাঠ্য।
পয় আছে যার পয়মন্ত।
পসার সাজায় যে প্রসারি।
পশুদের বন্ধন রজ্জু সামনী।
পশুদের দল মৃগযূথ।
পশুকে হত্যা করে যে কসাই।
পশুলোম জাত শীতবস্ত্র বনাত।
পণ্যদ্রব্য জীবিকা যার পণ্যাজীব।
পণ্য বহন করে যে পণ্যবাহী।
প্রাজ্ঞ জনের স্ত্রী প্রাজ্ঞী।
পশ্চাতে গমন করে যে অনুগামী।
পত্রাদি নির্মিত পাত্র পুটক।
পর্বতের পাদদেশ তরাই।
পর্বতের কন্যা পার্বতী।
পর্বতের উপরিস্থিত সমতল স্থান ভৃগু।
পর্বত প্রান্তের গ্রাম খর্বট।
পত্নী বিগত যার বিপত্নীক।
পণ্ডিতদের পাড়া বা গ্রাম ভট্টপল্লি।
পণ্ডিতের ভাব পণ্ডিতম্মন্য।
পঞ্চাশ সংখ্যক কবিতা পঞ্চাশিকা।
পঞ্চাশ বৎসর পূর্তির জন্য যে অনুষ্ঠান সুবর্ণজয়ন্তী।
পঞ্চাল দেশের রাজকন্যা পাঞ্চালী।
পদ্মের মতো সুন্দর চোখ যার কমলাক্ষ।
প্রতি মাসের রোজ মাসিক।
প্রতিনিধি স্থানীয় ব্যক্তি মুখপাত্র।
প্রতিদিনের উপার্জন রুজি, রোজগার।
প্রতিদান পাবার যোগ্য প্রতিদেয়।
প্রচলিত কারণ প্রবর্তন।
প্রগলভা ও চঞ্চলা স্ত্রীলোক ব্যাপিকা।
প্রত্যেক মুহূর্ত প্রতিক্ষণ।
প্রত্যহ যা করতে হয় প্রাত্যহিক।
প্রকৃষ্টরূপে বাহিত হয় যা প্রবাহ।
প্রকৃষ্টরূপে ভাত হইবার সময় প্রভাত।
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৫Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৪Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭৩Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭২Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭১Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭০Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin