এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৫Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৫Dr Mohammed Amin

পরস্পরদর্শন সাক্ষাৎকার।
পরস্পর আলিঙ্গন কোলাকুলি।
পরম হংস ( আত্মা) যার পরমহংস।
পঞ্চম হইতে দ্বাদশ বর্ষীয় বালক অপগণ্ড।
পঞ্চবর্ষের সমাহার পঞ্চবার্ষিকী।

পঞ্চ বটের সমাহার পঞ্চবটী।
পঞ্চ নদী যেখানে পঞ্চনদ, পাঞ্জাব।
পঞ্চ অবের সমাহার পাঞ্জাব।
পঞ্চ অঙ্গুলীর মধ্যবর্তী অঙ্গুলী মধ্যমা।
পঞ্চ অগ্নির মধ্যে তপস্যাকারিণী পঞ্চতপা।

পক্ষ কাল অন্তর প্রকাশিত সাময়িক পত্রিকা পাক্ষিক।
পক্ক, অন্ন, লুচি, নাড়ু প্রভৃতি খাদ্য কৃতান্ন।
পঁচিশ বৎসর পূর্তির জন্য যে উৎসব রজতজয়ন্তী।
পড়ার উপযুক্ত পাঠ্য।
পয় আছে যার পয়মন্ত।

পসার সাজায় যে প্রসারি।
পশুদের বন্ধন রজ্জু সামনী।
পশুদের দল মৃগযূথ।
পশুকে হত্যা করে যে কসাই।
পশুলোম জাত শীতবস্ত্র বনাত।

পণ্যদ্রব্য জীবিকা যার পণ্যাজীব।
পণ্য বহন করে যে পণ্যবাহী।
প্রাজ্ঞ জনের স্ত্রী প্রাজ্ঞী।
পশ্চাতে গমন করে যে অনুগামী।
পত্রাদি নির্মিত পাত্র পুটক।

পর্বতের পাদদেশ তরাই।
পর্বতের কন্যা পার্বতী।
পর্বতের উপরিস্থিত সমতল স্থান ভৃগু।
পর্বত প্রান্তের গ্রাম খর্বট।
পত্নী বিগত যার বিপত্নীক।

পণ্ডিতদের পাড়া বা গ্রাম ভট্টপল্লি।
পণ্ডিতের ভাব পণ্ডিতম্মন্য।
পঞ্চাশ সংখ্যক কবিতা পঞ্চাশিকা।
পঞ্চাশ বৎসর পূর্তির জন্য যে অনুষ্ঠান সুবর্ণজয়ন্তী।
পঞ্চাল দেশের রাজকন্যা পাঞ্চালী।

পদ্মের মতো সুন্দর চোখ যার কমলাক্ষ।
প্রতি মাসের রোজ মাসিক।
প্রতিনিধি স্থানীয় ব্যক্তি মুখপাত্র।
প্রতিদিনের উপার্জন  রুজি, রোজগার।
প্রতিদান পাবার যোগ্য প্রতিদেয়।
প্রচলিত কারণ প্রবর্তন।

প্রগলভা ও চঞ্চলা স্ত্রীলোক ব্যাপিকা।
প্রত্যেক মুহূর্ত প্রতিক্ষণ।
প্রত্যহ যা করতে হয় প্রাত্যহিক।
প্রকৃষ্টরূপে বাহিত হয় যা প্রবাহ।
প্রকৃষ্টরূপে ভাত হইবার সময় প্রভাত।


Language
error: Content is protected !!