ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৬Dr Mohammed Amin
প্রকৃত অবস্থায় থাকে যা প্রকৃতিস্থ।
প্রকৃষ্ট ঘটনার বিবরণ প্রতিবেদন।
প্রকাশিত কিছুর জন্য অপেক্ষা প্রতীক্ষা।
প্রমাণ করা যায় না অপ্রামাণ্য।
প্রমাদ শূন্য ঋষি বাক্য আপ্তবাক্য।
প্রভূত ধনের অধিকারী বিত্তাঢ্য।
প্রভুশক্তির প্রতিকূলে প্রজাগণের অভ্যুত্থান উপল্লব।
প্রভাতের প্রথম তারা শুকতারা।
প্রভাতের নবোদিত সূর্য বালার্ক।
প্রবেশার্থে দেওয়া অর্থ বা টিকিট প্রবেশিকা।
প্রবেশে ইচ্ছুক বিবিক্ষু।
প্রবেশ করা ইচ্ছা বিবিক্ষা।
প্রবাল কীটের অস্থি পলা
প্রদীপ শীর্ষের কালি অঞ্জন।
প্রথমে মধুর পরে নয় আপাতমধুর।
প্রথমে যে জন্মেছে অগ্রজ।
প্রথমে আদর পরে প্রহার গন্ধর্বপূজা।
প্রথম স্ত্রী বর্তমানে দ্বিতীয় বিয়ে করেছে যে অধিবেত্তা।
প্রথম থেকে শেষ পর্যন্ত আদ্যন্ত।
প্রথম থেকে চতুর্থবর্ষীয় পুত্র-কন্যা শিশু।
প্রতিষ্ঠা লাভ করেছেন যিনি লব্ধপ্রতিষ্ঠ।
প্রতিরোধ করা যায় না অপ্রতিরোধ্য।
প্রতিবিধান করার ইচ্ছা প্রতিবিধিৎসা।
প্রতিবিধান করতে ইচ্ছুক প্রতিবি ধৎসু।
প্রতিপদের চাঁদ বালেন্দু।
পাঁচরকম জিনিস আছে যাতে পাঁচমিশালি।
প্রাক্কালে ছিল যা প্রাক্তন।
পাঠসমাপনান্তে সম্মেলন বিদায়সম্মেলন।
পানীয় পাওয়া যায় যে স্থানে প্রপা, প্রপান।
পানের যোগ্য পেয়, পানীয়।
পানের ব্যবসা করে যে তাম্বুলী।
পানের অযোগ্য অপেয়।
পান করার ইচ্ছা পিপাসা।
পান করা হয়নি অপীত।
পাথরের তুল্য খনিজ লবণ সৈন্ধব।
পাতলস্থ গঙ্গা ভোগবতী।
পাতার সদৃশ (মতো)Ñ পাতলা।
পাতা দিয়ে ছাওয়া ঘর পর্ণশালা।
প্রমাণ করে যে প্রমাতা।
প্রলয়কালীন বায়ু কল্পবায়ু।
—————————————————————————–
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৬Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৫Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৪Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭৩Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭২Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭১Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭০Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin