এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৬Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৬Dr Mohammed Amin

প্রকৃত অবস্থায় থাকে যা প্রকৃতিস্থ।
প্রকৃষ্ট ঘটনার বিবরণ প্রতিবেদন।
প্রকাশিত কিছুর জন্য অপেক্ষা প্রতীক্ষা।
প্রমাণ করা যায় না অপ্রামাণ্য।
প্রমাদ শূন্য ঋষি বাক্য আপ্তবাক্য।

প্রভূত ধনের অধিকারী বিত্তাঢ্য।
প্রভুশক্তির প্রতিকূলে প্রজাগণের অভ্যুত্থান উপল্লব।
প্রভাতের প্রথম তারা শুকতারা।
প্রভাতের নবোদিত সূর্য বালার্ক।
প্রবেশার্থে দেওয়া অর্থ বা টিকিট প্রবেশিকা।

প্রবেশে ইচ্ছুক বিবিক্ষু।
প্রবেশ করা ইচ্ছা বিবিক্ষা।
প্রবাল কীটের অস্থি পলা
প্রদীপ শীর্ষের কালি অঞ্জন।
প্রথমে মধুর পরে নয় আপাতমধুর।

প্রথমে যে জন্মেছে অগ্রজ।
প্রথমে আদর পরে প্রহার গন্ধর্বপূজা।
প্রথম স্ত্রী বর্তমানে দ্বিতীয় বিয়ে করেছে যে অধিবেত্তা।
প্রথম থেকে শেষ পর্যন্ত আদ্যন্ত।
প্রথম থেকে চতুর্থবর্ষীয় পুত্র-কন্যা শিশু।

প্রতিষ্ঠা লাভ করেছেন যিনি লব্ধপ্রতিষ্ঠ।
প্রতিরোধ করা যায় না অপ্রতিরোধ্য।
প্রতিবিধান করার ইচ্ছা প্রতিবিধিৎসা।
প্রতিবিধান করতে ইচ্ছুক প্রতিবি ধৎসু।
প্রতিপদের চাঁদ বালেন্দু।

পাঁচরকম জিনিস আছে যাতে পাঁচমিশালি।
প্রাক্কালে ছিল যা প্রাক্তন।
পাঠসমাপনান্তে সম্মেলন বিদায়সম্মেলন।
পানীয় পাওয়া যায় যে স্থানে প্রপা, প্রপান।
পানের যোগ্য পেয়, পানীয়।

পানের ব্যবসা করে যে তাম্বুলী।
পানের অযোগ্য অপেয়।
পান করার ইচ্ছা পিপাসা।
পান করা হয়নি অপীত।
পাথরের তুল্য খনিজ লবণ সৈন্ধব।

পাতলস্থ গঙ্গা ভোগবতী।
পাতার সদৃশ (মতো)Ñ পাতলা।
পাতা দিয়ে ছাওয়া ঘর পর্ণশালা।
প্রমাণ করে যে প্রমাতা।
প্রলয়কালীন বায়ু কল্পবায়ু।

—————————————————————————–

এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৬Dr Mohammed Amin

Language
error: Content is protected !!