ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৭Dr Mohammed Amin
প্রশংসার যোগ্য প্রশংসার্হ।
প্রজ্ঞাবতী নারী প্রাজ্ঞী।
প্রশ্ন করতে অনিচ্ছুক অজিজ্ঞাসু।
প্রস্তুত না হয়ে যিনি বক্তৃতা দেন উপস্থিতবক্তা।
পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক।
পা দ্বারা পান করে যে পাদপ (গাছ)।
পা ধোয়ার জল পাদোদক।
পা মোছার জন্য আন্তরণ পাপোশ।
পাখির গান কূজন।
পাখির ডাক কাকলি।
পাখির ডানা পক্ষ, পাখা।
পাখি ধরার ফাঁদ বিটঙ্ক।
পাঠ সমাপনান্তে ছাত্রছাত্রীদের মিলন সমাবর্তন।
পায়ে হেঁটে ভ্রমণ করা পদব্রজ।
পায়ে বাঁধার শিকল বেড়ি।
পায়রার ডাক বকবকম।
পাহাড়ের নিম্নমুখী পথ উতরাই।
পহাড়ের চূড়া শিখর।
পাহাড়ের উপরকার সমতলভূমি গিরিতট।
পালন করে যে পালক।
পালকি বহন করে যারা বেহারা।
পারে গমন করে যে পারগ।
পার হবার কড়ি পারাণি।
পাপ হনন করে যে পাপঘ্ন, পাপহ্নবা।
পাপ থেকে উদ্ধার করে যে নদী বৈতরণী।
পিধানে রক্ষিত পিহিত।
প্রতি মাথা মাথাপিছু।
প্রাপ্ত বয়স যার প্রাপ্তবয়স্ক।
পাঁচ বৎসর অধিক বয়স্ক বালক অকুমার।
পাণ্ডুর পুত্র পাণ্ডব।
প্রাণ ধারণ করার উপায় আজীব।
প্রাপ্তি স্বীকার পত্র রসিদ।
প্রায় নেই বললেই চলে বিরল।
প্রায় রাজি নিমরাজি।
পিতার পিতামহ প্রপিতামহ।
পিতৃগণের উদ্দেশ্যে পিণ্ডদান নিবাপ।
পিলেকে পর্যন্ত চমকে দেয যে পিলেচমকানিয়া।
পিষ্ট দ্রব্যের গন্ধ পরিমল।
প্রিয় কথা বলে যে নারী প্রিয়ংবদা।
প্রিয় জায়া যার প্রিয়জানি।
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৭Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৬Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৫Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৪Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭৩Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭২Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭১Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭০Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin