Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৭Dr Mohammed Amin – Dr. Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৭Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৭Dr Mohammed Amin

প্রশংসার যোগ্য প্রশংসার্হ।
প্রজ্ঞাবতী নারী প্রাজ্ঞী।
প্রশ্ন করতে অনিচ্ছুক অজিজ্ঞাসু।
প্রস্তুত না হয়ে যিনি বক্তৃতা দেন উপস্থিতবক্তা।
পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক।

পা দ্বারা পান করে যে পাদপ (গাছ)।
পা ধোয়ার জল পাদোদক।
পা মোছার জন্য আন্তরণ পাপোশ।
পাখির গান কূজন।
পাখির ডাক কাকলি।

পাখির ডানা পক্ষ, পাখা।
পাখি ধরার ফাঁদ বিটঙ্ক।
পাঠ সমাপনান্তে ছাত্রছাত্রীদের মিলন সমাবর্তন।
পায়ে হেঁটে ভ্রমণ করা পদব্রজ।
পায়ে বাঁধার শিকল বেড়ি।

পায়রার ডাক বকবকম।
পাহাড়ের নিম্নমুখী পথ উতরাই।
পহাড়ের চূড়া শিখর।
পাহাড়ের উপরকার সমতলভূমি গিরিতট।
পালন করে যে পালক।

পালকি বহন করে যারা বেহারা।
পারে গমন করে যে পারগ।
পার হবার কড়ি পারাণি।
পাপ হনন করে যে পাপঘ্ন, পাপহ্নবা।
পাপ থেকে উদ্ধার করে যে নদী বৈতরণী।

পিধানে রক্ষিত পিহিত।
প্রতি মাথা মাথাপিছু।
প্রাপ্ত বয়স যার প্রাপ্তবয়স্ক।
পাঁচ বৎসর অধিক বয়স্ক বালক অকুমার।
পাণ্ডুর পুত্র পাণ্ডব।

প্রাণ ধারণ করার উপায় আজীব।
প্রাপ্তি স্বীকার পত্র রসিদ।
প্রায় নেই বললেই চলে বিরল।
প্রায় রাজি নিমরাজি।
পিতার পিতামহ প্রপিতামহ।

পিতৃগণের উদ্দেশ্যে পিণ্ডদান নিবাপ।
পিলেকে পর্যন্ত চমকে দেয যে পিলেচমকানিয়া।
পিষ্ট দ্রব্যের গন্ধ পরিমল।
প্রিয় কথা বলে যে নারী প্রিয়ংবদা।
প্রিয় জায়া যার প্রিয়জানি।


এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৭Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৬Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৫Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৪Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭৩Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭২Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭১Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭০Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৮Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৭Dr Mohammed Amin