এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৮Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৮Dr Mohammed Amin

প্রিয় যে সখি প্রিয়সখা।
পুত্র কিংবা কন্যার কন্যা নপী, নপ্তৃ।
পুত্র থেকে বিশেষ না করে অপত্যনির্বিশেষে।
পুত্র নেই যার অপুত্রক।
পুত্র লাভের আশায় যজ্ঞ পুত্রেষ্টি।

পুত্রের কন্যা পৌত্রী।
পুত্রের পুত্র পৌত্র।
পৌত্রের পুত্র প্রপৌত্র।
পুষ্প ধনু যার পুষ্পধন্বা।
পুঁতে রখা ধন নিধান।

প্রীতিজ্ঞাপক আলাপন প্রীতিসম্ভাষণ।
পূজার উপকরণ অর্ঘ্য।
পূজা পাওয়ার যোগ্য পূজার্হ।
প্রীতির পাত্র প্রীতভাজন।
পুনরায় নতুন অবস্থায় পরিণত করা নবীকরণ।

পূর্ণিমার চাঁদ রাকা, পূর্ণচন্দ্র, পূর্ণেন্দু, পূর্ণমা।
পুর্বকাল সম্পর্কিত প্রাক্তন।
পূর্বকালের পুরুষ পূর্বসূরি।
পূরোনো বন্ধুÑ চিরমিত্র।
পূর্ব জন্মলব্ধ ধারণা সংস্কার।

পুত্রের হত্যাকারী যে পুত্রহা।
পুরস্কারস্বরূপ অর্থ অনুতোষিক।
পুরাকালের বিষয়ে জানেন যিনি পুরাতাত্ত্বিক।
পুরাণ সম্বন্ধীয় বিষয় পৌরাণিক।
পূর্বজন্মের কথা যে স্মরণ করতে পারে জাতিস্মর।

পূর্বজন্মের কৃতকর্মের ফল কর্মফল।
পূর্বদিক থেকে প্রবাহিত পূবালি।
পুরু বংশে জাত পৌরব।
পুরুষানুক্রমে ভোগ্য মৌরুসি, রিকথ্।
পুরুষের উদ্দাম নৃত্য তাণ্ডব।

পূর্ব যে দিক পূর্বাশা, প্রাচী।
পুরুষের কটি বন্ধন সারসন।
পুরুষের কর্ণাভরণ কুণ্ডল, বীরবৌলি।
পূর্ব বৎসরের আগের বৎসর পরাবি।
পূর্ব পর্যন্ত পূর্বাবধি।

পূর্ব হইতে আনুপূর্বিক।
পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব।
পূর্বে যা ঘটেনি অভূতপূর্ব।
পুরোহিতের কাজ পৌরোহিত্য।
পুরুষের রচিত নয় অপৌরুষ।

পুরুষের বাহুর অলংকার অঙ্গদ।
পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে যা দেদীপ্যমান।
পূর্বে বিবেচিত হওয়ার যোগ্য বিবেচিতব্য।
পূর্বে যা দেখা যায় নি অদৃষ্টপূর্ব।
পূর্বে সুপ্ত পরে উত্থিত সুপ্তোত্থিত।


এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৮Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৭Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৬Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৫Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৪Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭৩Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭২Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭১Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭০Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৮Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৭Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৯Dr Mohammed Amin

পূর্বে স্নাত পরে অনুলিপ্ত স্নাতানুলিপ্ত।
পূর্বজন্মের কৃতকর্মের ফল প্রাক্তন।
পুনঃ পুনঃ রোদন করে যে রোরুদ্যমান।
প্রতিহত ব্যক্তি মনোহত।
পূর্বের ও পরের পূর্বাপর।

পৃথার পুত্র পার্থ।
পুকুরের গভীর খাত রই।
পোষণের যোগ্য পোষ্য।
পেতে ইচ্ছা করছে যে বস্তু ইস্পিত।
পেতে ইচ্ছা হয় যা কাম্য।

পেতে ইচ্ছুক ইপ্সু।
পেতে ইচ্ছা ঈপ্সা।
পৃথিবী বিষয়ক পার্থিব।
পেচকের ডাক ঘূৎকার।
পৃথিবীও পার্থিব সবকিছুর জ্ঞান ভূয়োদর্শন।

পা ধোওয়া জল পাদোদক।
প্রভাতের নবোদিত সূর্য বালার্ক।
পানের যোগ্য পেয়।
পা ধোবার জল পাদ্য।
পায়রা প্রভৃতি থাকবার খোপ- বিটঙ্ক।

পশ্চাতে জন্ম যার অনুজ।
পৃথার পুত্র পার্থ।
পরিতুষ্ট হয়ে যা দেওয়া হয় পারিতোষিত।
পতিপুত্রবর্তী নারী বীরা।
প্রভাত হয় হয় প্রভাতকল্প।

পীড়িত হচ্ছে যে পীড্যমান।
পানের অযোগ্য অপেয়।
প্রবেশের ইচ্ছা বিবিক্ষা।
পথ চলার খরচ পাথেয়।
পূর্বে যা দেখা যায়নি অদৃষ্টপূর্ব।

পূর্বে যা শোনা যায়নি অশ্র“তপূর্ব।
পুনঃ পুনঃ যে রোদন করছে রোরুদ্যমান।
পাখির ডানার ঝাপটা পাখসাট।
পিষ্ট দ্রব্যের গন্ধ পরিমল।
পূর্বকাল সম্পর্কিত প্রাক্তন।

পর্বতের কন্যা পার্বতী।
পল মিশ্রিত অন্ন পলান্ন।
পরের সৌভাগ্যে যে কাতর পরশ্রীকাতর।
প্রিয় বাক্য বলে যে নারী প্রিয়ংবদা।
পরিমিত কথা বলে যে মিতভাষী।

ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ প-প/৮০Dr Mohammed Amin

পত্নীর সাথে বর্তমান সপত্নীক।
পত্নী মৃত যার বিপত্নীক।
প্রকৃষ্ট জ্ঞান প্রজ্ঞা।
পাইতে ইচ্ছুক প্রেপ্সু।
প্রণাম পাওয়ার যোগ্য প্রণম্য।

পুরুষের কটিবন্ধ সারসন।
পরগৃহে বাস করে শিল্পকার্য দ্বারা জীবিকা নির্বাহ করে যে নারী সৈরিন্ধ্রী।
প্রাজ্হ জনের স্ত্রী প্রাজ্ঞী।
প্রতিবিধান করবার ইচ্ছা প্রতিবিধিংসা।
পিতৃগণের উদ্দেশ্যে দত্ত পিণ্ডজলাদি নিবাপ।

প্রতীক্ষা করছে যে নারী প্রতীক্ষামানা।
প্রজ্ঞাবতী নারী প্রাজ্ঞা।
পৃথুর শাসিত ভূমিখণ্ড পৃথ্বী।
পিধানে রক্ষিত পিহিত।
পাটের মতো রং পাট।

পাপ দূর করে যে পাপঘ্ন।
পশুগণের মাটি খুঁড়ে [শিং/দাঁত দিয়ে] খেলা বপ্র।
পাতালের গঙ্গা ভোগবতী।
প্রতিকার করার ইচ্ছা প্রতিচিকীর্ষা।
প্রতিকার করতে ইচ্ছুক প্রতিচিকীর্ষু।

পূর্বে যা শোনা যায়নি অশ্র“তপূর্ণ।
পূর্বে যা চিন্তা করা হয়নি অচিন্তিতপূর্ব।
প্রতিবিধান করা যায় না যা অপ্রতিবিধেয়।
পতিপুত্রহীনা নারী অবীরা।
পুনঃপুনঃ ঘা কেয়ে অভিজ্ঞ হয়েছে যে ঘাগী।

পরিধেয়ের দ্বারা নিজেকে গোপন করে রাখে যে ছদ্মবেশী।
পেটের পীড়া ও তৎসহজ্বর জ্বরাতিসার।
পাকির ডানা ঝাপটা পাখসাট।
প্রিয় কাজ করার ইচ্ছা প্রিয়চিকীর্ষা।
পরিণাম চিন্তা করে যে কাজ করে পরিণামদর্শী।

পায়ে হেঁটে যে গমন করে না পন্নগ।
পন্ডিত হয়েও যে মূর্খ পণ্ডিতমূর্খ।
পট শব্দকারী আতশবাজী পটকা।
পুত্র লাভের আশায় যজ্ঞ পুত্রেষ্টি।
পঙ্কে জন্মে যা পঞ্চজ।

পাঁচ মিশালী মসলা পাঁচফোড়ন।
পড়া হয়েছে যা পঠিত।
প্রিয়জনের ত্র“টির জন্য ক্ষোভ অভিমান।
পাখির পাখার শব্দ ঝটপটি।
পার হতে ইচ্ছুক তিতির্ষু

 

পা দিয়ে মাড়ানো হয়েচে যা পদদলিত।
পরের সম্বন্ধে আলোচনা পরচর্চা।
পরের শাবককে পালন করে যে পরভৃৎ।
পরের উপকার করার ইচ্ছা পরোপরিকীর্ষা।
পংক্তিতে স্থান পাবার যোগ্য পাংক্তেয়।

ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ প-প/৮১Dr Mohammed Amin

পিতার ভ্রাতা পিতৃব্য।
পূর্বে যা আস্বাদিত হয়নি অনাস্বাদিতপূর্ব।
প্রথম স্ত্রী বর্তমান থাকা অবস্থায় পুনর্বার বিবাহিত স্বামী অধিবেত্তা।
প্রকাশ হবে এমন বা প্রকাশিত হবে এমন প্রকাশিতব্য।
প্রজাতন্ত্রবিধি দ্বারা শাস্তি প্রজাতান্ত্রিক।

প্রতিদানের যোগ্য প্রতিদেয়।
প্রতিপাদন করেন যিনি প্রতিপাদক।
প্রতিপাদনের যোগ্য প্রতিপাদ্য।
প্রতিপালন করতে হবে এমন প্রতিপালনীয়।
প্রতিপালন করা হয়েছে এমন প্রতিপালিত।

পতিসেবাকে পুণ্যরূপে গ্রহণ করেছে এমন পতিব্রতা।
পড়ে যাচ্ছে এমন পতনশীল।
পতিত হবার উপক্রম হয়েচে এমন পতনোন্মুখ।
পদ রচনা করেন যিতি পদকর্তা, পদকার।
পরের পায়ে অত্যন্ত হীনভাবে লেহন করে যে পদলেহী।

পদে অধিষ্ঠিত পদস্থ।
পদে আশ্রয় গ্রহণ করেছে এমন পদাশ্রয়ী।
পর সম্পর্কীয় পরকীয়।
পরলোক আম্রয় করে বেঁচে থাকে যে পরজীবী।
পরের অন্নে যে জীবন ধারণ করে থাকে পরান্নজীবী।

পশ্চাতে গমন করে যে পশ্চাদগামী।
পশ্চাতে পশ্চাতে সবেগে ধারণ করা পশ্চাদ্ধাবন।
পোত বা জাহাজের জন্য নিরাপদ আশ্রয় স্থান পোতাশ্রয়।
পোষণ করে যে পোষক।
পুরুষোচিত ভাব, ধর্ম বা আচরণ পৌরুষ।

পুস্তকাদি প্রকাশ করেন যিনি প্রকাশক।
পূজা করা যায় যাকে পূজনীয়।
প্রবর্তন করেন যিনি প্রবর্তক।
প্রমাণ করা যায় যা প্রমেয়।
প্রমাণ করা যায় যা প্রমেয়।

প্রমাণ করা যায় না যা অপ্রেময়।
প্রেম করার ইচ্ছা প্রেমীয়া।
প্রথমে পথ দেখান যিনি পথিকৃত।
পরিহার করা যায় না যা অপরিহার্য।
প্রায় প্রভাত হয়েছে এমন প্রভাতকল্পা।

পৌনর্ভব : বিধবা নারীর পুনর্বিবাহিত স্বামীর ঔরসজাত পুত্র।
পৌষ মাসে উৎপন্ন ফসল পৌষালি।
পদ্মের ডাঁটা বা নাল মৃণাল।
পদ্মের ডাঁটা ঝাড় বা মৃণালসমূহ মৃণালিনী।
প্রশংসার যোগ্য প্রশংসার্হ।

ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ প-প/৮২Dr Mohammed Amin

পূর্ব ও পরের অবস্থা পৌর্বাপর্য।
পুরুষের কটিবন্ধ সরাসন।
পরকে পালন করে যে পরভৃৎ।
পরের দ্বারা প্রতিপালিত যে পরভৃত।

পূর্বে কোনো শিক্ষালাভ না করা সত্ত্বেও যে পারদর্শিকা অশিক্ষিতপটুত্ব।
পিতার মৃত্যুর পরে জন্মেচে যে সন্তান মরণোত্তরজাতক।
পরিত্যাগ করা যায় না এমন অপরিত্যাজ্য।
পরিবর্তন করা যায না এমন অপরিবর্তনীয়।
পরিশোদ করা হয়নি এমন অপরিশোধিত।

পূর্বে ভাবা হয়নি এমন অভাবিতপূর্ব।
পৃথিবী দলন করে এমন জগদ্দল।
প্রকৃত অবস্থা বা ঘটনা সম্বন্ধে অনুসন্ধান তদন্ত।
প্রদান করা হয়েছে এমন দত্ত।
পরের মত সহ্য করতে পারে যে পরমতসহিষ্ণু।

পরের উপর নির্ভরশীল পরমুখাপেক্ষী।
পুনরায় জীবন বা চেতনা লাভ করেছে এমন পুনরুজ্জীবিত।
প্রতিকার করা হয়েছে এমন প্রতিকৃত।
প্রদত্ত দৃষ্টান্তের বিরুদ্ধে দৃষ্টান্ত প্রত্যুদাহরণ।
পৃথিবীর সমস্ত মানুষ সম্বন্ধীয় বিশ্বজনীন


এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৭Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৬Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৫Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৪Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭৩Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭২Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭১Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭০Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৮Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৭Dr Mohammed Amin

Language
error: Content is protected !!