ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৮Dr Mohammed Amin
প্রিয় যে সখি প্রিয়সখা।
পুত্র কিংবা কন্যার কন্যা নপী, নপ্তৃ।
পুত্র থেকে বিশেষ না করে অপত্যনির্বিশেষে।
পুত্র নেই যার অপুত্রক।
পুত্র লাভের আশায় যজ্ঞ পুত্রেষ্টি।
পুত্রের কন্যা পৌত্রী।
পুত্রের পুত্র পৌত্র।
পৌত্রের পুত্র প্রপৌত্র।
পুষ্প ধনু যার পুষ্পধন্বা।
পুঁতে রখা ধন নিধান।
প্রীতিজ্ঞাপক আলাপন প্রীতিসম্ভাষণ।
পূজার উপকরণ অর্ঘ্য।
পূজা পাওয়ার যোগ্য পূজার্হ।
প্রীতির পাত্র প্রীতভাজন।
পুনরায় নতুন অবস্থায় পরিণত করা নবীকরণ।
পূর্ণিমার চাঁদ রাকা, পূর্ণচন্দ্র, পূর্ণেন্দু, পূর্ণমা।
পুর্বকাল সম্পর্কিত প্রাক্তন।
পূর্বকালের পুরুষ পূর্বসূরি।
পূরোনো বন্ধুÑ চিরমিত্র।
পূর্ব জন্মলব্ধ ধারণা সংস্কার।
পুত্রের হত্যাকারী যে পুত্রহা।
পুরস্কারস্বরূপ অর্থ অনুতোষিক।
পুরাকালের বিষয়ে জানেন যিনি পুরাতাত্ত্বিক।
পুরাণ সম্বন্ধীয় বিষয় পৌরাণিক।
পূর্বজন্মের কথা যে স্মরণ করতে পারে জাতিস্মর।
পূর্বজন্মের কৃতকর্মের ফল কর্মফল।
পূর্বদিক থেকে প্রবাহিত পূবালি।
পুরু বংশে জাত পৌরব।
পুরুষানুক্রমে ভোগ্য মৌরুসি, রিকথ্।
পুরুষের উদ্দাম নৃত্য তাণ্ডব।
পূর্ব যে দিক পূর্বাশা, প্রাচী।
পুরুষের কটি বন্ধন সারসন।
পুরুষের কর্ণাভরণ কুণ্ডল, বীরবৌলি।
পূর্ব বৎসরের আগের বৎসর পরাবি।
পূর্ব পর্যন্ত পূর্বাবধি।
পূর্ব হইতে আনুপূর্বিক।
পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব।
পূর্বে যা ঘটেনি অভূতপূর্ব।
পুরোহিতের কাজ পৌরোহিত্য।
পুরুষের রচিত নয় অপৌরুষ।
পুরুষের বাহুর অলংকার অঙ্গদ।
পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে যা দেদীপ্যমান।
পূর্বে বিবেচিত হওয়ার যোগ্য বিবেচিতব্য।
পূর্বে যা দেখা যায় নি অদৃষ্টপূর্ব।
পূর্বে সুপ্ত পরে উত্থিত সুপ্তোত্থিত।
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৮Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৭Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৬Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৫Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৪Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭৩Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭২Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭১Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭০Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin
ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৯Dr Mohammed Amin
পূর্বে স্নাত পরে অনুলিপ্ত স্নাতানুলিপ্ত।
পূর্বজন্মের কৃতকর্মের ফল প্রাক্তন।
পুনঃ পুনঃ রোদন করে যে রোরুদ্যমান।
প্রতিহত ব্যক্তি মনোহত।
পূর্বের ও পরের পূর্বাপর।
পৃথার পুত্র পার্থ।
পুকুরের গভীর খাত রই।
পোষণের যোগ্য পোষ্য।
পেতে ইচ্ছা করছে যে বস্তু ইস্পিত।
পেতে ইচ্ছা হয় যা কাম্য।
পেতে ইচ্ছুক ইপ্সু।
পেতে ইচ্ছা ঈপ্সা।
পৃথিবী বিষয়ক পার্থিব।
পেচকের ডাক ঘূৎকার।
পৃথিবীও পার্থিব সবকিছুর জ্ঞান ভূয়োদর্শন।
পা ধোওয়া জল পাদোদক।
প্রভাতের নবোদিত সূর্য বালার্ক।
পানের যোগ্য পেয়।
পা ধোবার জল পাদ্য।
পায়রা প্রভৃতি থাকবার খোপ- বিটঙ্ক।
পশ্চাতে জন্ম যার অনুজ।
পৃথার পুত্র পার্থ।
পরিতুষ্ট হয়ে যা দেওয়া হয় পারিতোষিত।
পতিপুত্রবর্তী নারী বীরা।
প্রভাত হয় হয় প্রভাতকল্প।
পীড়িত হচ্ছে যে পীড্যমান।
পানের অযোগ্য অপেয়।
প্রবেশের ইচ্ছা বিবিক্ষা।
পথ চলার খরচ পাথেয়।
পূর্বে যা দেখা যায়নি অদৃষ্টপূর্ব।
পূর্বে যা শোনা যায়নি অশ্র“তপূর্ব।
পুনঃ পুনঃ যে রোদন করছে রোরুদ্যমান।
পাখির ডানার ঝাপটা পাখসাট।
পিষ্ট দ্রব্যের গন্ধ পরিমল।
পূর্বকাল সম্পর্কিত প্রাক্তন।
পর্বতের কন্যা পার্বতী।
পল মিশ্রিত অন্ন পলান্ন।
পরের সৌভাগ্যে যে কাতর পরশ্রীকাতর।
প্রিয় বাক্য বলে যে নারী প্রিয়ংবদা।
পরিমিত কথা বলে যে মিতভাষী।
ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ প-প/৮০Dr Mohammed Amin
পত্নীর সাথে বর্তমান সপত্নীক।
পত্নী মৃত যার বিপত্নীক।
প্রকৃষ্ট জ্ঞান প্রজ্ঞা।
পাইতে ইচ্ছুক প্রেপ্সু।
প্রণাম পাওয়ার যোগ্য প্রণম্য।
পুরুষের কটিবন্ধ সারসন।
পরগৃহে বাস করে শিল্পকার্য দ্বারা জীবিকা নির্বাহ করে যে নারী সৈরিন্ধ্রী।
প্রাজ্হ জনের স্ত্রী প্রাজ্ঞী।
প্রতিবিধান করবার ইচ্ছা প্রতিবিধিংসা।
পিতৃগণের উদ্দেশ্যে দত্ত পিণ্ডজলাদি নিবাপ।
প্রতীক্ষা করছে যে নারী প্রতীক্ষামানা।
প্রজ্ঞাবতী নারী প্রাজ্ঞা।
পৃথুর শাসিত ভূমিখণ্ড পৃথ্বী।
পিধানে রক্ষিত পিহিত।
পাটের মতো রং পাট।
পাপ দূর করে যে পাপঘ্ন।
পশুগণের মাটি খুঁড়ে [শিং/দাঁত দিয়ে] খেলা বপ্র।
পাতালের গঙ্গা ভোগবতী।
প্রতিকার করার ইচ্ছা প্রতিচিকীর্ষা।
প্রতিকার করতে ইচ্ছুক প্রতিচিকীর্ষু।
পূর্বে যা শোনা যায়নি অশ্র“তপূর্ণ।
পূর্বে যা চিন্তা করা হয়নি অচিন্তিতপূর্ব।
প্রতিবিধান করা যায় না যা অপ্রতিবিধেয়।
পতিপুত্রহীনা নারী অবীরা।
পুনঃপুনঃ ঘা কেয়ে অভিজ্ঞ হয়েছে যে ঘাগী।
পরিধেয়ের দ্বারা নিজেকে গোপন করে রাখে যে ছদ্মবেশী।
পেটের পীড়া ও তৎসহজ্বর জ্বরাতিসার।
পাকির ডানা ঝাপটা পাখসাট।
প্রিয় কাজ করার ইচ্ছা প্রিয়চিকীর্ষা।
পরিণাম চিন্তা করে যে কাজ করে পরিণামদর্শী।
পায়ে হেঁটে যে গমন করে না পন্নগ।
পন্ডিত হয়েও যে মূর্খ পণ্ডিতমূর্খ।
পট শব্দকারী আতশবাজী পটকা।
পুত্র লাভের আশায় যজ্ঞ পুত্রেষ্টি।
পঙ্কে জন্মে যা পঞ্চজ।
পাঁচ মিশালী মসলা পাঁচফোড়ন।
পড়া হয়েছে যা পঠিত।
প্রিয়জনের ত্র“টির জন্য ক্ষোভ অভিমান।
পাখির পাখার শব্দ ঝটপটি।
পার হতে ইচ্ছুক তিতির্ষু
পা দিয়ে মাড়ানো হয়েচে যা পদদলিত।
পরের সম্বন্ধে আলোচনা পরচর্চা।
পরের শাবককে পালন করে যে পরভৃৎ।
পরের উপকার করার ইচ্ছা পরোপরিকীর্ষা।
পংক্তিতে স্থান পাবার যোগ্য পাংক্তেয়।
ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ প-প/৮১Dr Mohammed Amin
পিতার ভ্রাতা পিতৃব্য।
পূর্বে যা আস্বাদিত হয়নি অনাস্বাদিতপূর্ব।
প্রথম স্ত্রী বর্তমান থাকা অবস্থায় পুনর্বার বিবাহিত স্বামী অধিবেত্তা।
প্রকাশ হবে এমন বা প্রকাশিত হবে এমন প্রকাশিতব্য।
প্রজাতন্ত্রবিধি দ্বারা শাস্তি প্রজাতান্ত্রিক।
প্রতিদানের যোগ্য প্রতিদেয়।
প্রতিপাদন করেন যিনি প্রতিপাদক।
প্রতিপাদনের যোগ্য প্রতিপাদ্য।
প্রতিপালন করতে হবে এমন প্রতিপালনীয়।
প্রতিপালন করা হয়েছে এমন প্রতিপালিত।
পতিসেবাকে পুণ্যরূপে গ্রহণ করেছে এমন পতিব্রতা।
পড়ে যাচ্ছে এমন পতনশীল।
পতিত হবার উপক্রম হয়েচে এমন পতনোন্মুখ।
পদ রচনা করেন যিতি পদকর্তা, পদকার।
পরের পায়ে অত্যন্ত হীনভাবে লেহন করে যে পদলেহী।
পদে অধিষ্ঠিত পদস্থ।
পদে আশ্রয় গ্রহণ করেছে এমন পদাশ্রয়ী।
পর সম্পর্কীয় পরকীয়।
পরলোক আম্রয় করে বেঁচে থাকে যে পরজীবী।
পরের অন্নে যে জীবন ধারণ করে থাকে পরান্নজীবী।
পশ্চাতে গমন করে যে পশ্চাদগামী।
পশ্চাতে পশ্চাতে সবেগে ধারণ করা পশ্চাদ্ধাবন।
পোত বা জাহাজের জন্য নিরাপদ আশ্রয় স্থান পোতাশ্রয়।
পোষণ করে যে পোষক।
পুরুষোচিত ভাব, ধর্ম বা আচরণ পৌরুষ।
পুস্তকাদি প্রকাশ করেন যিনি প্রকাশক।
পূজা করা যায় যাকে পূজনীয়।
প্রবর্তন করেন যিনি প্রবর্তক।
প্রমাণ করা যায় যা প্রমেয়।
প্রমাণ করা যায় যা প্রমেয়।
প্রমাণ করা যায় না যা অপ্রেময়।
প্রেম করার ইচ্ছা প্রেমীয়া।
প্রথমে পথ দেখান যিনি পথিকৃত।
পরিহার করা যায় না যা অপরিহার্য।
প্রায় প্রভাত হয়েছে এমন প্রভাতকল্পা।
পৌনর্ভব : বিধবা নারীর পুনর্বিবাহিত স্বামীর ঔরসজাত পুত্র।
পৌষ মাসে উৎপন্ন ফসল পৌষালি।
পদ্মের ডাঁটা বা নাল মৃণাল।
পদ্মের ডাঁটা ঝাড় বা মৃণালসমূহ মৃণালিনী।
প্রশংসার যোগ্য প্রশংসার্হ।
ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ প-প/৮২Dr Mohammed Amin
পূর্ব ও পরের অবস্থা পৌর্বাপর্য।
পুরুষের কটিবন্ধ সরাসন।
পরকে পালন করে যে পরভৃৎ।
পরের দ্বারা প্রতিপালিত যে পরভৃত।
পূর্বে কোনো শিক্ষালাভ না করা সত্ত্বেও যে পারদর্শিকা অশিক্ষিতপটুত্ব।
পিতার মৃত্যুর পরে জন্মেচে যে সন্তান মরণোত্তরজাতক।
পরিত্যাগ করা যায় না এমন অপরিত্যাজ্য।
পরিবর্তন করা যায না এমন অপরিবর্তনীয়।
পরিশোদ করা হয়নি এমন অপরিশোধিত।
পূর্বে ভাবা হয়নি এমন অভাবিতপূর্ব।
পৃথিবী দলন করে এমন জগদ্দল।
প্রকৃত অবস্থা বা ঘটনা সম্বন্ধে অনুসন্ধান তদন্ত।
প্রদান করা হয়েছে এমন দত্ত।
পরের মত সহ্য করতে পারে যে পরমতসহিষ্ণু।
পরের উপর নির্ভরশীল পরমুখাপেক্ষী।
পুনরায় জীবন বা চেতনা লাভ করেছে এমন পুনরুজ্জীবিত।
প্রতিকার করা হয়েছে এমন প্রতিকৃত।
প্রদত্ত দৃষ্টান্তের বিরুদ্ধে দৃষ্টান্ত প্রত্যুদাহরণ।
পৃথিবীর সমস্ত মানুষ সম্বন্ধীয় বিশ্বজনীন।
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৭Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৬Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৫Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৪Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭৩Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭২Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭১Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭০Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin