ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৯Dr Mohammed Amin
পূর্বে স্নাত পরে অনুলিপ্ত স্নাতানুলিপ্ত।
পূর্বজন্মের কৃতকর্মের ফল প্রাক্তন।
পুনঃ পুনঃ রোদন করে যে রোরুদ্যমান।
প্রতিহত ব্যক্তি মনোহত।
পূর্বের ও পরের পূর্বাপর।
পৃথার পুত্র পার্থ।
পুকুরের গভীর খাত রই।
পোষণের যোগ্য পোষ্য।
পেতে ইচ্ছা করছে যে বস্তু ইস্পিত।
পেতে ইচ্ছা হয় যা কাম্য।
পেতে ইচ্ছুক ইপ্সু।
পেতে ইচ্ছা ঈপ্সা।
পৃথিবী বিষয়ক পার্থিব।
পেচকের ডাক ঘূৎকার।
পৃথিবীও পার্থিব সবকিছুর জ্ঞান ভূয়োদর্শন।
পা ধোওয়া জল পাদোদক।
প্রভাতের নবোদিত সূর্য বালার্ক।
পানের যোগ্য পেয়।
পা ধোবার জল পাদ্য।
পায়রা প্রভৃতি থাকবার খোপ- বিটঙ্ক।
পশ্চাতে জন্ম যার অনুজ।
পৃথার পুত্র পার্থ।
পরিতুষ্ট হয়ে যা দেওয়া হয় পারিতোষিত।
পতিপুত্রবর্তী নারী বীরা।
প্রভাত হয় হয় প্রভাতকল্প।
পীড়িত হচ্ছে যে পীড্যমান।
পানের অযোগ্য অপেয়।
প্রবেশের ইচ্ছা বিবিক্ষা।
পথ চলার খরচ পাথেয়।
পূর্বে যা দেখা যায়নি অদৃষ্টপূর্ব।
পূর্বে যা শোনা যায়নি অশ্র“তপূর্ব।
পুনঃ পুনঃ যে রোদন করছে রোরুদ্যমান।
পাখির ডানার ঝাপটা পাখসাট।
পিষ্ট দ্রব্যের গন্ধ পরিমল।
পূর্বকাল সম্পর্কিত প্রাক্তন।
পর্বতের কন্যা পার্বতী।
পল মিশ্রিত অন্ন পলান্ন।
পরের সৌভাগ্যে যে কাতর পরশ্রীকাতর।
প্রিয় বাক্য বলে যে নারী প্রিয়ংবদা।
পরিমিত কথা বলে যে মিতভাষী।
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৯Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৮Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৭Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৬Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৫Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৪Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭৩Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭২Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭১Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭০Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin