ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ প-প/৮০Dr Mohammed Amin
পত্নীর সাথে বর্তমান সপত্নীক।
পত্নী মৃত যার বিপত্নীক।
প্রকৃষ্ট জ্ঞান প্রজ্ঞা।
পাইতে ইচ্ছুক প্রেপ্সু।
প্রণাম পাওয়ার যোগ্য প্রণম্য।
পুরুষের কটিবন্ধ সারসন।
পরগৃহে বাস করে শিল্পকার্য দ্বারা জীবিকা নির্বাহ করে যে নারী সৈরিন্ধ্রী।
প্রাজ্হ জনের স্ত্রী প্রাজ্ঞী।
প্রতিবিধান করবার ইচ্ছা প্রতিবিধিংসা।
পিতৃগণের উদ্দেশ্যে দত্ত পিণ্ডজলাদি নিবাপ।
প্রতীক্ষা করছে যে নারী প্রতীক্ষামানা।
প্রজ্ঞাবতী নারী প্রাজ্ঞা।
পৃথুর শাসিত ভূমিখণ্ড পৃথ্বী।
পিধানে রক্ষিত পিহিত।
পাটের মতো রং পাট।
পাপ দূর করে যে পাপঘ্ন।
পশুগণের মাটি খুঁড়ে [শিং/দাঁত দিয়ে] খেলা বপ্র।
পাতালের গঙ্গা ভোগবতী।
প্রতিকার করার ইচ্ছা প্রতিচিকীর্ষা।
প্রতিকার করতে ইচ্ছুক প্রতিচিকীর্ষু।
পূর্বে যা শোনা যায়নি অশ্র“তপূর্ণ।
পূর্বে যা চিন্তা করা হয়নি অচিন্তিতপূর্ব।
প্রতিবিধান করা যায় না যা অপ্রতিবিধেয়।
পতিপুত্রহীনা নারী অবীরা।
পুনঃপুনঃ ঘা কেয়ে অভিজ্ঞ হয়েছে যে ঘাগী।
পরিধেয়ের দ্বারা নিজেকে গোপন করে রাখে যে ছদ্মবেশী।
পেটের পীড়া ও তৎসহজ্বর জ্বরাতিসার।
পাকির ডানা ঝাপটা পাখসাট।
প্রিয় কাজ করার ইচ্ছা প্রিয়চিকীর্ষা।
পরিণাম চিন্তা করে যে কাজ করে পরিণামদর্শী।
পায়ে হেঁটে যে গমন করে না পন্নগ।
পন্ডিত হয়েও যে মূর্খ পণ্ডিতমূর্খ।
পট শব্দকারী আতশবাজী পটকা।
পুত্র লাভের আশায় যজ্ঞ পুত্রেষ্টি।
পঙ্কে জন্মে যা পঞ্চজ।
পাঁচ মিশালী মসলা পাঁচফোড়ন।
পড়া হয়েছে যা পঠিত।
প্রিয়জনের ত্র“টির জন্য ক্ষোভ অভিমান।
পাখির পাখার শব্দ ঝটপটি।
পার হতে ইচ্ছুক তিতির্ষু
পা দিয়ে মাড়ানো হয়েচে যা পদদলিত।
পরের সম্বন্ধে আলোচনা পরচর্চা।
পরের শাবককে পালন করে যে পরভৃৎ।
পরের উপকার করার ইচ্ছা পরোপরিকীর্ষা।
পংক্তিতে স্থান পাবার যোগ্য পাংক্তেয়।
এককথায় প্রকাশ শুবাচ প-প/৮০Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৯Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৮Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৭Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৬Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৫Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৪Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭৩Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭২Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭১Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭০Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin