এককথায় প্রকাশ শুবাচ প-প/৮০Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ প-প/৮০Dr Mohammed Amin

পত্নীর সাথে বর্তমান সপত্নীক।
পত্নী মৃত যার বিপত্নীক।
প্রকৃষ্ট জ্ঞান প্রজ্ঞা।
পাইতে ইচ্ছুক প্রেপ্সু।
প্রণাম পাওয়ার যোগ্য প্রণম্য।

পুরুষের কটিবন্ধ সারসন।
পরগৃহে বাস করে শিল্পকার্য দ্বারা জীবিকা নির্বাহ করে যে নারী সৈরিন্ধ্রী।
প্রাজ্হ জনের স্ত্রী প্রাজ্ঞী।
প্রতিবিধান করবার ইচ্ছা প্রতিবিধিংসা।
পিতৃগণের উদ্দেশ্যে দত্ত পিণ্ডজলাদি নিবাপ।

প্রতীক্ষা করছে যে নারী প্রতীক্ষামানা।
প্রজ্ঞাবতী নারী প্রাজ্ঞা।
পৃথুর শাসিত ভূমিখণ্ড পৃথ্বী।
পিধানে রক্ষিত পিহিত।
পাটের মতো রং পাট।

পাপ দূর করে যে পাপঘ্ন।
পশুগণের মাটি খুঁড়ে [শিং/দাঁত দিয়ে] খেলা বপ্র।
পাতালের গঙ্গা ভোগবতী।
প্রতিকার করার ইচ্ছা প্রতিচিকীর্ষা।
প্রতিকার করতে ইচ্ছুক প্রতিচিকীর্ষু।

পূর্বে যা শোনা যায়নি অশ্র“তপূর্ণ।
পূর্বে যা চিন্তা করা হয়নি অচিন্তিতপূর্ব।
প্রতিবিধান করা যায় না যা অপ্রতিবিধেয়।
পতিপুত্রহীনা নারী অবীরা।
পুনঃপুনঃ ঘা কেয়ে অভিজ্ঞ হয়েছে যে ঘাগী।

পরিধেয়ের দ্বারা নিজেকে গোপন করে রাখে যে ছদ্মবেশী।
পেটের পীড়া ও তৎসহজ্বর জ্বরাতিসার।
পাকির ডানা ঝাপটা পাখসাট।
প্রিয় কাজ করার ইচ্ছা প্রিয়চিকীর্ষা।
পরিণাম চিন্তা করে যে কাজ করে পরিণামদর্শী।

পায়ে হেঁটে যে গমন করে না পন্নগ।
পন্ডিত হয়েও যে মূর্খ পণ্ডিতমূর্খ।
পট শব্দকারী আতশবাজী পটকা।
পুত্র লাভের আশায় যজ্ঞ পুত্রেষ্টি।
পঙ্কে জন্মে যা পঞ্চজ।

পাঁচ মিশালী মসলা পাঁচফোড়ন।
পড়া হয়েছে যা পঠিত।
প্রিয়জনের ত্র“টির জন্য ক্ষোভ অভিমান।
পাখির পাখার শব্দ ঝটপটি।
পার হতে ইচ্ছুক তিতির্ষু

 

পা দিয়ে মাড়ানো হয়েচে যা পদদলিত।
পরের সম্বন্ধে আলোচনা পরচর্চা।
পরের শাবককে পালন করে যে পরভৃৎ।
পরের উপকার করার ইচ্ছা পরোপরিকীর্ষা।
পংক্তিতে স্থান পাবার যোগ্য পাংক্তেয়।


এককথায় প্রকাশ শুবাচ প-প/৮০Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৯Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৮Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৭Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৬Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৫Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৪Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭৩Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭২Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭১Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭০Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৮Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৭Dr Mohammed Amin

Language
error: Content is protected !!