ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ প-প/৮১Dr Mohammed Amin
পিতার ভ্রাতা পিতৃব্য।
পূর্বে যা আস্বাদিত হয়নি অনাস্বাদিতপূর্ব।
প্রথম স্ত্রী বর্তমান থাকা অবস্থায় পুনর্বার বিবাহিত স্বামী অধিবেত্তা।
প্রকাশ হবে এমন বা প্রকাশিত হবে এমন প্রকাশিতব্য।
প্রজাতন্ত্রবিধি দ্বারা শাস্তি প্রজাতান্ত্রিক।
প্রতিদানের যোগ্য প্রতিদেয়।
প্রতিপাদন করেন যিনি প্রতিপাদক।
প্রতিপাদনের যোগ্য প্রতিপাদ্য।
প্রতিপালন করতে হবে এমন প্রতিপালনীয়।
প্রতিপালন করা হয়েছে এমন প্রতিপালিত।
পতিসেবাকে পুণ্যরূপে গ্রহণ করেছে এমন পতিব্রতা।
পড়ে যাচ্ছে এমন পতনশীল।
পতিত হবার উপক্রম হয়েচে এমন পতনোন্মুখ।
পদ রচনা করেন যিতি পদকর্তা, পদকার।
পরের পায়ে অত্যন্ত হীনভাবে লেহন করে যে পদলেহী।
পদে অধিষ্ঠিত পদস্থ।
পদে আশ্রয় গ্রহণ করেছে এমন পদাশ্রয়ী।
পর সম্পর্কীয় পরকীয়।
পরলোক আম্রয় করে বেঁচে থাকে যে পরজীবী।
পরের অন্নে যে জীবন ধারণ করে থাকে পরান্নজীবী।
পশ্চাতে গমন করে যে পশ্চাদগামী।
পশ্চাতে পশ্চাতে সবেগে ধারণ করা পশ্চাদ্ধাবন।
পোত বা জাহাজের জন্য নিরাপদ আশ্রয় স্থান পোতাশ্রয়।
পোষণ করে যে পোষক।
পুরুষোচিত ভাব, ধর্ম বা আচরণ পৌরুষ।
পুস্তকাদি প্রকাশ করেন যিনি প্রকাশক।
পূজা করা যায় যাকে পূজনীয়।
প্রবর্তন করেন যিনি প্রবর্তক।
প্রমাণ করা যায় যা প্রমেয়।
প্রমাণ করা যায় যা প্রমেয়।
প্রমাণ করা যায় না যা অপ্রেময়।
প্রেম করার ইচ্ছা প্রেমীয়া।
প্রথমে পথ দেখান যিনি পথিকৃত।
পরিহার করা যায় না যা অপরিহার্য।
প্রায় প্রভাত হয়েছে এমন প্রভাতকল্পা।
পৌনর্ভব : বিধবা নারীর পুনর্বিবাহিত স্বামীর ঔরসজাত পুত্র।
পৌষ মাসে উৎপন্ন ফসল পৌষালি।
পদ্মের ডাঁটা বা নাল মৃণাল।
পদ্মের ডাঁটা ঝাড় বা মৃণালসমূহ মৃণালিনী।
প্রশংসার যোগ্য প্রশংসার্হ।
এককথায় প্রকাশ শুবাচ প-প/৮১Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৮০Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৯Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৮Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৭Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৬Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৫Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৪Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭৩Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭২Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭১Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭০Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin