Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
এককথায় প্রকাশ শুবাচ প-প/৮১Dr Mohammed Amin – Dr. Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ প-প/৮১Dr Mohammed Amin

ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ প-প/৮১Dr Mohammed Amin

পিতার ভ্রাতা পিতৃব্য।
পূর্বে যা আস্বাদিত হয়নি অনাস্বাদিতপূর্ব।
প্রথম স্ত্রী বর্তমান থাকা অবস্থায় পুনর্বার বিবাহিত স্বামী অধিবেত্তা।
প্রকাশ হবে এমন বা প্রকাশিত হবে এমন প্রকাশিতব্য।
প্রজাতন্ত্রবিধি দ্বারা শাস্তি প্রজাতান্ত্রিক।

প্রতিদানের যোগ্য প্রতিদেয়।
প্রতিপাদন করেন যিনি প্রতিপাদক।
প্রতিপাদনের যোগ্য প্রতিপাদ্য।
প্রতিপালন করতে হবে এমন প্রতিপালনীয়।
প্রতিপালন করা হয়েছে এমন প্রতিপালিত।

পতিসেবাকে পুণ্যরূপে গ্রহণ করেছে এমন পতিব্রতা।
পড়ে যাচ্ছে এমন পতনশীল।
পতিত হবার উপক্রম হয়েচে এমন পতনোন্মুখ।
পদ রচনা করেন যিতি পদকর্তা, পদকার।
পরের পায়ে অত্যন্ত হীনভাবে লেহন করে যে পদলেহী।

পদে অধিষ্ঠিত পদস্থ।
পদে আশ্রয় গ্রহণ করেছে এমন পদাশ্রয়ী।
পর সম্পর্কীয় পরকীয়।
পরলোক আম্রয় করে বেঁচে থাকে যে পরজীবী।
পরের অন্নে যে জীবন ধারণ করে থাকে পরান্নজীবী।

পশ্চাতে গমন করে যে পশ্চাদগামী।
পশ্চাতে পশ্চাতে সবেগে ধারণ করা পশ্চাদ্ধাবন।
পোত বা জাহাজের জন্য নিরাপদ আশ্রয় স্থান পোতাশ্রয়।
পোষণ করে যে পোষক।
পুরুষোচিত ভাব, ধর্ম বা আচরণ পৌরুষ।

পুস্তকাদি প্রকাশ করেন যিনি প্রকাশক।
পূজা করা যায় যাকে পূজনীয়।
প্রবর্তন করেন যিনি প্রবর্তক।
প্রমাণ করা যায় যা প্রমেয়।
প্রমাণ করা যায় যা প্রমেয়।

প্রমাণ করা যায় না যা অপ্রেময়।
প্রেম করার ইচ্ছা প্রেমীয়া।
প্রথমে পথ দেখান যিনি পথিকৃত।
পরিহার করা যায় না যা অপরিহার্য।
প্রায় প্রভাত হয়েছে এমন প্রভাতকল্পা।

পৌনর্ভব : বিধবা নারীর পুনর্বিবাহিত স্বামীর ঔরসজাত পুত্র।
পৌষ মাসে উৎপন্ন ফসল পৌষালি।
পদ্মের ডাঁটা বা নাল মৃণাল।
পদ্মের ডাঁটা ঝাড় বা মৃণালসমূহ মৃণালিনী।
প্রশংসার যোগ্য প্রশংসার্হ।


এককথায় প্রকাশ শুবাচ প-প/৮১Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ প-প/৮০Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৯Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৮Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৭Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৬Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৫Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৪Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭৩Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭২Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭১Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭০Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৮Dr Mohammed Amin

এককথায় প্রকাশ শুবাচ ধ-ধ/৬৭Dr Mohammed Amin