ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ শুবাচ প-প/৮২Dr Mohammed Amin
পূর্ব ও পরের অবস্থা পৌর্বাপর্য।
পুরুষের কটিবন্ধ সরাসন।
পরকে পালন করে যে পরভৃৎ।
পরের দ্বারা প্রতিপালিত যে পরভৃত।
পূর্বে কোনো শিক্ষালাভ না করা সত্ত্বেও যে পারদর্শিকা অশিক্ষিতপটুত্ব।
পিতার মৃত্যুর পরে জন্মেচে যে সন্তান মরণোত্তরজাতক।
পরিত্যাগ করা যায় না এমন অপরিত্যাজ্য।
পরিবর্তন করা যায না এমন অপরিবর্তনীয়।
পরিশোদ করা হয়নি এমন অপরিশোধিত।
পূর্বে ভাবা হয়নি এমন অভাবিতপূর্ব।
পৃথিবী দলন করে এমন জগদ্দল।
প্রকৃত অবস্থা বা ঘটনা সম্বন্ধে অনুসন্ধান তদন্ত।
প্রদান করা হয়েছে এমন দত্ত।
পরের মত সহ্য করতে পারে যে পরমতসহিষ্ণু।
পরের উপর নির্ভরশীল পরমুখাপেক্ষী।
পুনরায় জীবন বা চেতনা লাভ করেছে এমন পুনরুজ্জীবিত।
প্রতিকার করা হয়েছে এমন প্রতিকৃত।
প্রদত্ত দৃষ্টান্তের বিরুদ্ধে দৃষ্টান্ত প্রত্যুদাহরণ।
পৃথিবীর সমস্ত মানুষ সম্বন্ধীয় বিশ্বজনীন।
এককথায় প্রকাশ শুবাচ প-প/৮২Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৮১Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৮০Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৯Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৮Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৭Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৬Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৫Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ প-প/৭৪Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭৩Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭২Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭১Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৭০Dr Mohammed Amin
এককথায় প্রকাশ শুবাচ ন-ন/৬৯Dr Mohammed Amin