ড. মোহাম্মদ আমীন
এককথায় প্রকাশ (প-প)
===============
পশুর চামড়া : অজিন
পরিব্রাজকের ভিক্ষা : মাধুকরী
পরিব্রাজকের বৃত্তি : প্রবজ্যা
পা ধোওয়া জল : পাদোদক
প্রভাতের নবোদিত সূর্য : বালার্ক
পা দিয়ে পান করে যে : পাদপ
পান করার যোগ্য : পেয়
পার হওয়ার জন্য মূল্য : পারানি
পা ধোয়ার জল : পাদ্য
পায়রা প্রভৃতি থাকার খোপ : বিটঙ্ক
************************************
পশ্চাতে জন্ম যার : অনুজ
পৃথার পুত্র : পার্থ
পরিতুষ্ট হয়ে যা দেওয়া হয় : পারিতোষিক
পতিপুত্রহীনা নারী : অবীরা
পতিপুত্রবতী নারী : বীরা
পাখির কলরব : কাকলি
প্রভাত হয় হয় : প্রভাতকল্প
পীড়িত হচ্ছে যে : পীড্যমান।
পানের অযোগ্য : অপেয়
প্রত্যাখ্যাত নায়কের সঙ্গে বিচ্ছেদের পর যে নারী মনস্তাপ করে : কলহান্তরিতা
**************************************************************************
প্রবেশের ইচ্ছা : বিবিক্ষা
পথ চলার খরচ : পাথেয়
পুরুষের উদ্দাম নৃত্য : তাণ্ডব
পূর্বে যা দেখা যায়নি : অদৃষ্টপূর্ব
পূর্বে যা শোনা যায়নি : অশ্রুতপূর্ব
পুনঃ পুনঃ যা জ্বলছে : জাজ্বল্যমান
পুনঃ পুনঃ যে রোদন করছে : রোরুদ্যমান
পুনঃ পুনঃ যা দীপ্তি পাচ্ছে : দেদীপ্যমান
পাখির ডানার ঝাপটা : পাখসাট
পূর্বে অপরের বাগ্দত্তা বা স্ত্রী ছিল যে : অন্যপূর্বা
*********************************************
পিষ্ট দ্রব্যের গন্ধ : পরিমল
পূর্বকাল সম্পর্কিত : প্রাক্তন
পর্বতের কন্যা : পার্বতী
পল মিশ্রিত অন্ন : পলান্ন
পরের সৌভাগ্যে যে কাতর : পরশ্রীকাতর
প্রিয়বাক্য বলে যে নারী : প্রিয়ংবদা
পরিমিত কথা বলে যে : মিতভাষী
পত্নীর সহিত বর্তমান : স্বপত্নীক
পত্নী মৃত যার : বিপত্নীক
পুত্র কামনায় যজ্ঞ : পুত্রেষ্টি
*************************
পট আঁকেন যিনি : পটুয়া
প্রকৃষ্ট জ্ঞান : প্রজ্ঞা
পাইতে ইচ্ছুক : প্রেপ্সু
প্রণাম পাওয়ার যোগ্য : প্রণম্য
পুরুষের কটিবন্ধ : সারসন
পরগৃহে বাস করে শিল্পকার্য দ্বারা জীবিকা নির্বাহ করে যে : সৈরিন্ধ্রী
প্রাজ্ঞ জনের স্ত্রী : প্রাজ্ঞী
প্রতিবিধান করবার ইচ্ছা : প্রতিবিধিৎসা
পিতৃগণের উদ্দেশ্যে দত্ত পিণ্ডজলদি : নিবাপ
প্রতীক্ষা করছে যে নারী : প্রতীক্ষামানা
************************************
প্রজ্ঞাবতী নারী : প্রাজ্ঞা
পৃথুর শাসিত ভূমিখণ্ড : পৃথ্বী
পিধানে রক্ষিত : পিহিত
পটের মত রং : পাটল
পাপ দূর করে যে : পাপঘ্ন
পশুগণের মাটি খুঁড়ে [শিং/দাঁত] দিয়ে খেলা : বপ্র
পাতালের গঙ্গা : ভোগবতী
এককথায় প্রকাশ (ম-ম)
***********************
মনুর পুত্র : মানব
মরার ইচ্ছা : মুমূর্ষা
মুক্তিলাভের ইচ্ছা : মুমুক্ষা
মধু পান করে যে : মধুপ
মর্মে আঘাত করে যে : মর্মঘাতী
মর্মে পীড়া দেয় যে : মর্মন্ত্তদ
মমতা নেই যার : নির্মম
মজা আছে যাতে : মজাদার
ময়ূরের ডাক : কেকা
মুনির ভাব : মৌন
মৃগ যে পথে যাতায়াত করে : মার্গ
মিথ্যা প্রবোধ : স্তোক
মৃত্যু পথযাত্রী : মুমূর্ষু
মৃত্যু কামনায় উপবাস : প্রায়োপবেশন
মাছি প্রবেশ করতে পারে না যেখানে : নির্মক্ষিক
মৃগের জলভ্রমে তৃষ্ণা : মৃগতৃষ্ণা
মধুজাত সুরা : মধ্বাসব
মনের ঐশ্বর্য : মনীষা
মহুয়া ফুল থেকে প্রস্তুত যে সুরা : মাধুকী
মিতার ভাব : মিতালী
মল্লে মল্লে যুদ্ধ : মালামো
[সূত্র : সরল ছাত্রবোধ অভিধান, সুবলচন্দ্র মিত্র, নিউ বেঙ্গল প্রেস (প্রা:) লি:, ৬৮ কলেজ স্ট্রিট, কলিকাতা, দশম সংস্করণ জানুয়ারি ১৯৯৬; পৃষ্ঠা ৪৯৮]