ড. মোহাম্মদ আমীন
সংযোগ: https://draminbd.com/এককথা-একশব্দ-কলভ-কচুয়া-দে/
কলভ
“উট বা হাতির শাবক’’কে এককথায় কলভ বলা হয়। তৎসম ‘কলভ (√কল্+অভ)’ শব্দের উচ্চারণ: কলোভো। ‘কলভ’ শব্দের আরেকটি অর্থ (অপ্রধান) ধুতুরাগাছ।
কচুয়া
সংস্কৃত কচু আর বাংলা উয়া মিলে কচুয়া। এর অর্থ (বিশেষ্যে) সেতারজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ। বাংলাদেশের চাঁদপুর ও বাগেরহাট জেলায় কচুয়া নামের উপজেলা রয়েছে। এই নামে ইউনিয়ন ও গ্রামও রয়েছে। পশ্চিমবঙ্গেও কচুয়া নামের একাধিক জনপদ রয়েছে।
দেবত্র
দেবতার উদ্দেশে উৎসর্গীকৃত সম্পত্তি বা দেবোত্তর সম্পত্তিকে এক শব্দে দেবত্র বলা হয়। এটি তৎসম শব্দ। দেবোত্তর সম্পত্তিকে বলা হয় দেবত্র।
কচলাকচলি
কোনো বিষয় নিয়ে বিস্তর বাক্যব্যয় করে সুবিধা আদায়ের চেষ্টা’’ এই পুরো কথাটিকে একশব্দে বলা হয় কচলাকচলি। পণ্য কিনতে গিয়ে কচলাকচলি না করলে তোমার পকেট কাটা যাবে নির্ঘাত।
কথকঠাকুর
“যে ব্রাহ্মণ পুরাণ প্রভৃতি গ্রন্থ পাঠ করে এবং তার বিবরণাদি ব্যাখ্যা করে” তাদের এককথায় কথকঠাকুর বলা হয়। কথক ও ঠাকুর মিলে কথকঠাকুর (কথক+ঠাকুর)। শব্দটি বাক্যে সাধারণত বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়। উচ্চারণ: কথোক্ঠাকুর্।
জানা অজানা অনেক মজার বিষয়: https://draminbd.com/?s=অজানা+অনেক+মজার+বিষয়
শুবাচ গ্রুপের সংযোগ: www.draminbd.com
শুবাচ যযাতি/পোস্ট সংযোগ: http://subachbd.com/