খ
খ-কে দ্যুতিময় করে যে : খদ্যোত
খড় দিয়ে তৈরী : খড়ো
খরচের হিসেব নেই যার : বেহিসেবী
খেলায় পটু : খেলোয়াড় ( তবে জানায় পটু কিন্তু জানোয়া নয়)
খেয়া পার করে যে : পাটনি
খাবার ইচ্ছা : বুভুক্ষা
খুশী করতে ইচ্ছুক: প্রিয়চিকীর্ষু
খ-তে চরে যে : খেচর
খেয়া পার করার অর্থ : পারানী
গবেষণা, প্রাতিষ্ঠানিক অধ্যয়ন, মাতৃভাষা জ্ঞান, প্রাত্যহিক প্রয়োজন, শুদ্ধ বানান চর্চা এবং বিসিএস-সহ যে-কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয় কয়েকটি লিংক :