এক মিনিটের পাঠশালা উ-ঊ বিসিএস

 
ড. মোহাম্মদ আমীন
 
উকি (আড়াল থেকে লুকিয়ে দেখার চেষ্টা) নয়, লিখুন উঁকি।
উচু নিচু নয়, লিখুন উঁচুনিচু (সংস্কৃতে উচ্চ-নিম্ন)।
উঠতে বসতে নয়, লিখুন উঠতেবসতে (যখন-তখন)।
উত্তরসুরী নয়, লিখুন উত্তরসূরি
 
উত্তলন নয়, লিখুন উত্তোলন
উত্যক্ত নয়, লিখুন উত্ত্যক্ত।
উদীচি নয়, লিখুন উদীচী (দুটোই ঈ-কার)
উদ্দান নয়, লিখুন, উদ্যান
 
উদ্দ্যোগ নয়, লিখুন উদ্যোগ
উপসচিব(বাংলায়), কিন্তু সংস্কৃতে (উপ-সচিব)।অতএব দুটোই শুদ্ধ।
(প্রীতিসূচক দান) অর্থে উপাহার নয়, লিখুন উপহার।
(অল্প আহার) অর্থে উপহার নয়, লিখুন উপাহার।
 
উপায়ন্তর নয়, লিখুন উপায়ান্তর (উপায়+অন্তর)
উর্ধ্ব নয়, লিখুন ঊর্ধ্ব (ঊ)।
 
এক মিনিটের পাঠশালা /২১
উদন্যা শব্দের অর্থ জল পানের বাসনা, যেটাকে আমরা ‘পিপাসা’ বলি।
উচ্চাকাঙ্খা নয়, লিখুন উচ্চাকাঙ্ক্ষা
উচ্ছৃংখল নয়, লিখুন উচ্ছৃঙ্খল।
উচ্ছাস নয়, লিখুন উচ্ছ্বাস।
উজ্জিবীত নয়, লিখুন উজ্জীবিত।
উর্মি নয়, লিখুন ঊর্মি ( ঊ)।
উপলক্ষ নয়, লিখুন উপলক্ষ্য
উদ্ধত্য নয়, লিখুন ঔদ্ধত্য
উদ্বিঘ্ন নয়, লিখুন উদ্বিগ্ন।
উদ্ভিজ নয়, লিখুন উদ্ভিজ্জ।
উদ্ভুত নয় লিখুন, লিখুন উদ্ভূত
উনবিংশ নয়, ঊনবিংশ
ঊনিশ নয়, লিখুন উনিশ।
 
উপকুল নয়, লিখুন উপকূল।
উপরোক্ত নয়, লিখুন উপরিউক্ত বা উপর্যুক্ত।
উভয়চর নয়, লিখুন উভচর।
উশৃঙ্খল নয়, লিখুন উচ্ছৃঙ্খল।
 
উষর নয়, লিখুন ঊষর।
 
Language
error: Content is protected !!