Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
এক মিনিটের পাঠশালা (ভ-ভ) বিসিএস শব্দাবলি – Dr. Mohammed Amin

এক মিনিটের পাঠশালা (ভ-ভ) বিসিএস শব্দাবলি

ভক্তবিটেল (ভক্তের ভানকারী, ভণ্ড)।

ভক্তি আপ্লুত নয়, লিখুন ভক্তি-আপ্লুত।

ভক্ষন নয়, লিখুন ভক্ষণ।

ভক্ষাবশেষ নয়, লিখুন ভক্ষ্যাবশেষ (উচ্ছষ্ট)।

ভগবত নয়, ভগবৎ( ভগবান, ঈশ্বর)।

ভগ্নৎসাহ নয়, ভগ্নোৎসাহ।

ভঙ্গী নয়, ভঙ্গি।

ভবতারিণি নয়, ভবতারিণী।

ভবিষ্যৎতহবিল নয়, ভবিষ্যতহবিল।

ভবিষ্যদ্বানী নয়, লিখুন ভবিষ্যদ্‌বাণী (তেমনি ভবিষ্যদ্‌বক্তা)।

ভয়ঙ্কর নয়, লিখুন ভয়ংকর।

ভয়ভাঙা নয়, লিখুন ভয় ভাঙা।

ভর্তুকি নয়, লিখুন ভরতুকি।

ভর্ত নয়, ভর্তৃ(উচ্চারণ : ভোর্‌তৃ), অর্থ স্বামী।

ভর্তসনা নয়, লিখুন ভর্ৎসনা।

ভস্মস্যাৎ নয়, লিখুন ভস্মসাৎ।

ভস্মীভুত নয়, ভস্মীভূত

ভাই ভাই নয়, লিখুন ভাইভাই (ভাইয়ের মতো সম্পর্ক।)

ভাই সাহেব নয়, ভাইসাহেব (আঞ্চলিক ভাইসাব);

ভাওতা নয়, ভাঁওতা।

ভাজ নয়, লিখুন ভাঁজ

ভাগবাটোয়ারা নয়, লিখুন ভাগবাঁটোয়ারা।

ভাগি নয়, ভাগী (অংশীদার)।

ভাগ্যাহত নয়, ভাগ্যহত।

ভাজা ভাজা নয়, লিখুন ভাজা-ভাজা (প্রায় ভাজা হয়েছে এমন)।

ভান্ড নয়, লিখুন ভাণ্ড (কোনো কিছু রাখার পাত্র)।

ভাণ্ডার নয়, ভান্ডার (দন্ত্য-ন, কারণ শব্দটি তৎসম নয়, সংস্কৃত ভাণ্ডাগার হতে শব্দটির উদ্ভব। তাই মূর্ধন্য-ণ হবে নাা)।

ভাবভঙ্গী নয়, ভাবভঙ্গি।

ভাবাত্বক নয়, ভাবাত্মক।

ভাবী নয়, ভাবি (বড়ো ভাইয়ের বউ অর্থে)। তবে ভবিষ্যৎ, অনাগতকাল, ভবিষ্যতে হবে এমন অর্থে হবে ‘ভাবী’।

ভাবোচ্ছাস নয়, লিখুন ভাবোচ্ছ্বাস।

ভারত মহাসাগর নয়, ভারতমহাসাগর

ভারি (খুব, অত্যন্ত, অতিশয় অর্থে ভারি); কিন্তু অতিরিক্ত ভারযুক্ত অর্থে লিখুন ‘ভারী’।

ভারিজল নয়, লিখুন ভারীজল।

ভালো কথা নয়, লিখুন ভালোকথা (তেমনি লিখুন, ভালোমানুষ, ভালোমন্দ; তবে ভালো করা এবং ভালো মনে)।

ভাষন নয়, লিখুন ভাষণ (সভাপতি ভাষণ দেবেন)।

ভাষ্কর্য নয়, ভাস্কর্য।

ভিক্ষাণ্ন নয়, ভিক্ষান্ন।

ভিখারী নয়, ভিখারি।

ভীমরতী নয়, ভীমরতি।

ভুইফোঁড় নয়, ভুঁইফোঁড়।

ভূক্ত নয়, ভুক্ত (যে-কোনো ভুক্ত উ-কার যুক্ত, যেমন : অন্তর্ভুক্ত, অধিভুক্ত, ভুক্তভোগী, ভুক্তাবশেষ, ভুক্তি প্রভৃতি)।

ভুঁড়ি ( মোট পেট, স্থূল উদর), কিন্তু ভূরি ( অনেক, প্রচুর)।

ভূবন নয়, ভুবন (যেমন : ভুবনজয়ী, ভুবনব্যাপী, ভুবনেশ্বর প্রভৃতি; ভূ বানানে ঊ-কার)।

ভু নয়, ভূ (যেমন: ভূ-উপগ্রহ, ভূকম্প, ভূমি, ভূগর্ব, ভূখণ্ড, ভূগোল প্রভৃতি)।

ভুগোল নয়, ভূগোল।

ভুত নয়, ভূত (সব অদ্ভুত ছাড়া সবখানে ঊ-কা; যেমন কিম্ভূত, প্রভূত, ভূতপূর্ব, ভূতল, ভূতাপেক্ষ, ভূতুড়ে)।

ভূমিষ্ট নয়, ভূমিষ্ঠ

ভূমিস্যাৎ নয়, ভূমিসাৎ।
ভূম্যাধিকারী নয়, ভূম্যধিকারী।

ভূয়শী নয়, ভূয়সী।

ভৃত্ত নয়, ভৃত্য।

ভেপু নয়, ভেঁপু।

ভোগি নয়, ভোগী

ভেবাচেকা নয়, ভ্যাবাচ্যাকা

ভ্রমন নয়, ভ্রমণ। সব ভ্রমণ মূর্ধন্য-ণ।

ভ্রাতুস্পুত্র নয়, ভ্রাতুষ্পুত্র।

ভ্রূকুঞ্চন নয়, ভ্রুকুঞ্চন।

ভ্রুকূটি নয়, ভ্রুকুটি।

ভ্রুণ নয়, ভ্রূণ (তেমন ভ্রূণঘাতক, ভ্রূণহত্যা )।

সাধারণ জ্ঞান সমগ্র