ড. মোহাম্মদ আমীন
সংযোগ: https://draminbd.com/এক-মিনিটের-পাঠশাল-১৬-২০/
এক মিনিটের পাঠশাল /১৬
কটুক্তি নয়, কটূক্তি।
কতৃক নয়, কর্তৃক।
কতৃত্ত্ব নয়, কর্তৃত্ব।
কতৃপক্ষ নয়, কর্তৃপক্ষ।
কথপোকথন নয়, কথোপকথন।
কদাচিত নয়, কদাচিৎ।
কনা নয়, কণা।
কনিষ্ট নয়, কনিষ্ঠ।
কন্ঠস্ত নয়, কণ্ঠস্থ।
কয়েদী নয়, কয়েদি।
করনিক নয়, করণিক।
কর্তী নয়, কর্ত্রী।
কর্মচারি – কর্মচারী
কলংক নয়, কলঙ্ক
কলসী নয় কলসি
কল্যান নয়, কল্যাণ
কষ্ঠি – কষ্টি
এক মিনিটের পাঠশালা /১৭
উহ্য নয়, লিখুন ঊহ্য
উৎকর্ষতা নয়, লিখুন উৎকর্ষ।
ঊনিশ নয়, উনিশ (কিন্তু ঊনবিংশ)।
উৎকর্ষতা নয়, লিখুন উৎকর্ষ।
ঊনিশ নয়, উনিশ (কিন্তু ঊনবিংশ)।
এককৃত নয়, লিখুন একীকৃত
একনিষ্ট নয়, লিখুন একনিষ্ঠ
একভূত নয়, লিখুন একীভূত।
একনিষ্ট নয়, লিখুন একনিষ্ঠ
একভূত নয়, লিখুন একীভূত।
একাধিক্রমে নয়, লিখুন একাদিক্রমে।
এক্ষুণি নয়, লিখুন এক্ষুনি (কিন্তু এক্ষণ, এক্ষণে)।
এক্ষুণি নয়, লিখুন এক্ষুনি (কিন্তু এক্ষণ, এক্ষণে)।
এতদোদ্দেশ্যে নয়, লিখুন এতদুদ্দেশ্যে (তেমনি এতদুপলক্ষ্যে)।
এতদ্ব্যতীত নয়, লিখুন এতদ্ব্যতীত।
এতদ্সঙ্গে নয়, লিখুন এতৎসঙ্গে।
এতদ্সত্ত্বেও নয়, লিখুন এতৎসত্ত্বেও।
এশিয় নয়, লিখুন এশীয় [( তেমন কানাডীয়, ভারতীয়, আরবীয় প্রভৃতি ) ‘-ঈয়’ প্রত্যয় যুক্ত হওয়ায় বিদেশি শব্দ হওয়া সত্ত্বেও বানানে ঈ-কার এসেছে।]
এক মিনিটের পাঠশালা /১৮
ঐকবদ্ধ নয়, লিখুন ঐক্যবদ্ধ।
ঐক্যতা নয়, লিখুন একতা
ঐক্যতান নয়, লিখুন ঐকতান
ঐক্যমত নয়, লিখুন ঐকমত্য
ঐক্যতান নয়, লিখুন ঐকতান
ঐক্যমত নয়, লিখুন ঐকমত্য
ওতঃপ্রোত নয়, লিখুন ওতপ্রোত
ঔচিত্ত নয়, নয় লিখুন ঔচিত্য।
কংকণ নয়, লিখুন কঙ্কণ।
কংকাল নয়, লিখুন কঙ্কাল।
কচিৎ নয়, লিখুন ক্বচিৎ।
ঔচিত্ত নয়, নয় লিখুন ঔচিত্য।
কংকণ নয়, লিখুন কঙ্কণ।
কংকাল নয়, লিখুন কঙ্কাল।
কচিৎ নয়, লিখুন ক্বচিৎ।
এক মিনিটের পাঠশালা /১৯
ক্ষীয়মাণ : সংস্কৃত ক্ষীয়মাণ শব্দের অর্থ বিশেষণে— ক্ষয় হচ্ছে এমন।
ছ-টা: ‘ছ-টা’ শব্দের অর্থ বিশেষণে— ৬টি, ৬ সংখ্যক; বিশেষ্যে — ৬ ঘটিকা।
ছটা: ‘ছটা’ শব্দের অর্থ বিশেষ্যে — দীপ্তি, সৌন্দর্য, দ্যুতি, কান্তি।
ছত্রি: ‘ছত্র‘ শব্দের অর্থ বিশেষ্যে—যানবাহনের ছাদ, নৌকার ছই, মশারি টাঙানোর কাঠামো।
ছত্রী: বিশেষণে— ছত্রধারী।
ছা-পোষা : শব্দটির অর্থ বিশেষেণে— সীমিত আয়ে একাধিক সন্তানের ভরণপোষণ করতে হয় এমন, নীরিহ, দরিদ্র এবং বিশেষ্যে— নীরিহ ব্যক্তি।
জন্ম দিন : শব্দজোড়ের অর্থ জন্ম দেওয়ার অনুরোধ।[ হে প্রভু, আমার অন্তরে সুবোধের জন্ম দিন।]
জন্মদিন : শব্দটির অর্থ জন্মগ্রহণের দিন বা তারিখ। [ আজ তার জন্মদিন।]
সূত্র : শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি।
এক মিনিটের পাঠশালা /২০
উচ্ছাস নয়, লিখুন উচ্ছ্বাস।
উজ্জিবীত নয়, লিখুন উজ্জীবিত।
উর্মি নয়, লিখুন ঊর্মি ( ঊ)।
উপলক্ষ নয়, লিখুন উপলক্ষ্য।
উদ্ধত্য নয়, লিখুন ঔদ্ধত্য।
উদ্বিঘ্ন নয়, লিখুন উদ্বিগ্ন।
উদ্ভিজ নয়, লিখুন উদ্ভিজ্জ।
উদ্ভুত নয় লিখুন, লিখুন উদ্ভূত
উনবিংশ নয়, ঊনবিংশ
ঊনিশ নয়, লিখুন উনিশ।
————————————
শুবাচ গ্রুপের সংযোগ: www.draminbd.com
শুবাচ যযাতি/পোস্ট সংযোগ: http://subachbd.com/
আমি শুবাচ থেকে বলছি
— — — — — — — — — — — — — — — — —
প্রতিদিন খসড়া
আমাদের টেপাভুল: অনবধানতায়
— — — — — — — — — — — — — — — — —
Spelling and Pronunciation
https://draminbd.com/english-pronunciation-and-spelling-rules-ইংরেজি-উচ্চারণ-ও-বান/
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/১
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/২
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/৩
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/৪
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/৫
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/৬
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/৭
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/৮
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/৯
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/১০
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/১১
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/১২
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/১৩
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/১৪
বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান/১৫