Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
এক মিনিট সময় দিন বানানগুলো দেখে নিন বাংলা বানান হাজার প্রশ্ন শুবাচ বাংলা বানান – Page 10 – Dr. Mohammed Amin

এক মিনিট সময় দিন বানানগুলো দেখে নিন বাংলা বানান হাজার প্রশ্ন শুবাচ বাংলা বানান

এক মিনিটের পাঠশালা/১৯

ক্ষীয়মাণ : সংস্কৃত ক্ষীয়মাণ শব্দের অর্থ বিশেষণে— ক্ষয় হচ্ছে এমন।
ছ-টা: ‘ছ-টা’ শব্দের অর্থ বিশেষণে— ৬টি, ৬ সংখ্যক; বিশেষ্যে ৬ ঘটিকা।
ছটা: ‘ছটা’ শব্দের অর্থ বিশেষ্যে — দীপ্তি, সৌন্দর্য, দ্যুতি, কান্তি।
ছত্রি: ‘ছত্র‘ শব্দের অর্থ বিশেষ্যে—যানবাহনের ছাদ, নৌকার ছই, মশারি টাঙানোর কাঠামো।
ছত্রী: বিশেষণে— ছত্রধারী।
ছা-পোষা : শব্দটির অর্থ বিশেষেণে— সীমিত আয়ে একাধিক সন্তানের ভরণপোষণ করতে হয় এমন, নিরীহ, দরিদ্র এবং বিশেষ্যে— নিরীহ ব্যক্তি।
জন্ম দিন : শব্দজোড়ের অর্থ জন্ম দেওয়ার অনুরোধ।[ হে প্রভু, আমার অন্তরে সুবোধের জন্ম দিন।]
জন্মদিন : শব্দটির অর্থ জন্মগ্রহণের দিন বা তারিখ। [ আজ তার জন্মদিন।]
সূত্র: ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.