এক মিনিটের পাঠশালা /১৪
অধিবিন্না : বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত সংস্কৃত অধিবিন্না শব্দের অর্থ
দ্বিতীয় বার বিবাহ করেছে এমন পুরুষের জীবিত প্রথম স্ত্রী।
দ্বিতীয় বার বিবাহ করেছে এমন পুরুষের জীবিত প্রথম স্ত্রী।
অধীত: বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত সংস্কৃত অধীত শব্দের অর্থ পাঠ করা হয়েছে এমন বা পঠিত।এই শব্দের বানানে ধ-য়ে ঈ-কার অপরিহার্য। আমাদের এক বন্ধুর ছোটো ভাইয়ের নাম ছিল অধীত।
অধীতি : বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত সংস্কৃত অধীতি শব্দের অর্থ অধ্যয়ন। এই শব্দের বানানে ধ-য়ে ঈ-কার এবং ত-য়ে ই-কার। আমার এক ছাত্রীর নাম অধীতি।
অধীতী : সংস্কৃত অধীতী শব্দের অর্থ বিশেষ্যে ছাত্র, শিক্ষার্থী পাঠক এবং বিশেষণে অধ্যয়নকারী, কৃতবিদ্য প্রভৃতি। এই শব্দের বানানে ধ-য়ে ঈ-কার এবং ত-য়ে ঈ-কার। অধীতী নামের দুই ছাত্রী পেয়েছি আমি। দুজনেই কৃতবিদ্য হয়েছে।
সূত্র : সূত্র: ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.