এক মিনিটের পাঠশালা /১৮
হরিতকী নয়, হরীতকী।
হাইজাক নয়, হাইজ্যাক।
হীনমন্যতা নয়, হীনম্মন্যতা।
হুণ্ডি নয়, হুন্ডি (ফারসি শব্দ, তাই দন্ত্য-ন)।
হৃৎ অর্থ হৃদয়, কিন্তু ‘হৃদ’,‘হৃৎ-শব্দের রূপ।
হৃৎপিণ্ড, কিন্তু হৃদয়হীন।
সূত্র: ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.