ড. মোহাম্মদ আমীন
অনেকে লিখেন: এতদ্বারা জানানো যাচ্ছে যে, . . . .।
১. এত্+ দ্বারা = এতদ্বারা।
‘এত্ (এত)’ শব্দের অর্থ অতিরিক্ত, বিশাল বা বেশি পরিমাণ।
সুতরাং এতদ্বারা জানানো যাচ্ছে শব্দের অর্থ হচ্ছে: অতিরিক্ত দ্বারা, বিশাল দ্বারা বা বেশি পরিমাণ দ্বারা জানানো যাচ্ছে যে; . . .।
অনেকে ‘এটার দ্বারা/ ইহার দ্বারা/ এর দ্বারা জানানো যাচ্ছে’ অর্থ বুঝাতে লিখেন এতদ্বারা।
এটা শুধু ভুল নয়; মারাত্মক ভুল। কারণ এতদ্বারা জানানো যাচ্ছে’ বাক্যের অর্থ অতিরিক্ত দ্বারা, বিশাল দ্বারা বা বেশি পরিমাণ দ্বারা জানানো যাচ্ছে, ..। এটি একটি হাস্যকর বাক্য।
২. অন্যদিকে; এতদ্+ দ্বারা = এতদ্দ্বারা।
‘এতদ্’ অর্থ এটা, ইহা বা এর।
সুতরাং ‘এতদ্দ্বারা জানানো যাচ্ছে’ বাক্যের অর্থ এর দ্বারা, এটার দ্বারা, ইহার দ্বারা বা এর দ্বারা জানানো যাচ্ছে যে,..
অতএব লিখুন এতদ্দ্বারা; এতদ্বারা লিখবেন না।
শুদ্ধ বানান চর্চাবিষয়ক লিংক