আরকি আর কি আর কী ৮৪
আরকি: ‘আরকি’ বাক্যের মধ্যে অলংকার হিসেবে থাকে। বাক্য থেকে আরকি উঠিয়ে নিলে অর্থের কোনো পরিবর্তন হয় না। যেমন:
ক. তুমি খাবার কখন খাবে?
— বাড়ির কাজ শেষ করে খাব আরকি।
খ. ভালোভাবে পড়েনি, তাই ফেল করেছে আরকি।
প্রসঙ্গত, ‘আরকি’ শব্দটি মুদ্রাদোষ হিসেবেও নির্দেশ করা যায়। আর, শব্দটি অতৎসম হওয়ায় ‘দীর্ঘ-ঈ-কার’ দিয়ে ‘আরকী’ লেখা সমীচীন নয়।
আর কী: বাক্যের মধ্যে ‘এছাড়া কী’ জানতে চেয়ে প্রশ্ন করার ক্ষেত্রে ‘আর কী’ লিখতে হয়। কারণ, এক্ষেত্রে ‘আর’ ও ‘কী’ স্বতন্ত্র পদ হিসেবে ব্যবহৃত হয় এবং প্রশ্নের জবাবে কোনো তথ্য পাওয়া যায়। বাক্য থেকে ‘আর কী’ তুলে নিলে বাক্যটি অসম্পূর্ণ থেকে যায় কিংবা অর্থ বদলে যায়। যেমন:
১. তুমি আর কী কিনবে?
২. আমার জন্যে আর কী করতে পারবে?
৩. ছাফিয়া আর কী নিতে বলেছে?
আর কি: ‘হ্যাঁ’ বা ‘না’ উত্তর পাওয়ার জন্যে প্রশ্নবোধক বাক্যে ‘আর কি’ শব্দযুগল ব্যবহৃত হয়। এক্ষেত্রেও ‘আর’ ও ‘কি’ স্বতন্ত্র পদ হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু প্রশ্নের জবাব ‘হ্যাঁ কিংবা ‘না’-তে দিতে হয় বলে ‘আর কি’ লিখতে হয়। যেমন:
i. আর কি খেতে পারবে না?
ii. আর কি কোনো পথ খোলা নেই? (৩০শে নভেম্বর, ২০২০)
ক্রমশ
অপরাধী কিন্তু নিরপরাধ