Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
এবি ছিদ্দিক-এর শুবাচ পোস্ট সমগ্র যযাতি সমগ্র শুদ্ধ বানান চর্চা শুবাচ ব্যাকরণ বিবিধি – Page 42 – Dr. Mohammed Amin

এবি ছিদ্দিক-এর শুবাচ পোস্ট সমগ্র যযাতি সমগ্র শুদ্ধ বানান চর্চা শুবাচ ব্যাকরণ বিবিধি

সহজ সব নিয়ম: হাইফেন, সব, মাত্র ৬০
 
উল্লেখ করা: ‘কোনো কিছু বর্ণনা করা’, ‘তালিকাবদ্ধ করা’ প্রভৃতি অর্থে ‘উল্লেখ করা’ বানান এরূপ বিচ্ছিন্নভাবে লিখতে হবে। যেমন:
১. কেবল তাঁদের নাম উল্লেখ করা হবে, যাঁরা সভায় উপস্থিত ছিলেন।
২. মূল আলোচনায় যাওয়ার আগে নিয়মটি উল্লেখ করা উচিত।
উল্লেখ-করা: ‘উল্লেখ করা হয়েছে এমন’ বা ‘উল্লিখিত’ অর্থে ‘উল্লেখ-করা’ হাইফেন দিয়ে লেখাটা বিধেয়। বাক্যের মধ্যে ‘উল্লেখ-করা’ রূপটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। যেমন:
১. স্যারের যযাতির মন্তব্যের ঘরে তাহিয়ানের উল্লেখ-করা প্রতিটি সিনেমাই চমৎকার ছিল।
২. এবার উল্লেখ-করা নিয়মটি বিস্তৃতভাবে আলোচনা করা উচিত।
সব: ‘সকলের মধ্যে প্রতিটি বা প্রত্যেকটি’ অর্থে ব্যবহৃত ‘সব’ বিচ্ছিন্নভাবে এবং ‘কিছুর মধ্যে প্রতিটি বা প্রত্যেকটি’ অর্থে ব্যবহৃত ‘সব’ পূর্ববর্তী পদের সঙ্গে নিরেটভাবে লিখতে হবে। যেমন:
১.১। ছাফিয়া চমৎকার সব বই কিনেছে। > ছাফিয়া চমৎকার প্রত্যেকটি বইই (বই-ই) কিনেছে। অর্থাৎ, যতগুলো চমৎকার বই রয়েছে, ছাফিয়া তার সবটাই কিনেছে।
১.২। ছাফিয়া চমৎকারসব বই কিনেছে। > ছাফিয়া চমৎকার কিছু বই কিনেছে। অর্থাৎ, ছাফিয়া কিছু বই কিনেছে, এবং সে বইগুলো চমৎকার।
২.১। সে দারুণ সব কৌতুক জানে। > সে দারুণ প্রতিটি কৌতুকই জানে। অর্থাৎ, যতগুলো দারুণ কৌতুক রয়েছে, তার সবটাই সে জানে।
২.২। সে দারুণসব কৌতুক জানে। > সে দারুণ দারুণ কিছু কৌতুক জানে। অর্থাৎ, সে কিছু কৌতুক জানে, যেগুলোর প্রতিটিই দারুণ।
৩.১। সাম্প্রদায়িক সব মন্তব্য দেখে শ্রীময় অসীম ভৌমিক মর্মাহত হলেন। > সাম্প্রদায়িক প্রত্যেকটি মন্তব্য দেখে শ্রীময় অসীম ভৌমিক মর্মাহত হলেন। অর্থাৎ, যতগুলো সাম্প্রদায়িক মন্তব্য রয়েছে, শ্রীযুক্ত অসীম ভৌমিক সেগুলোর প্রত্যেকটি দেখেছেন, এবং প্রত্যেকটি সাম্প্রদায়িক মন্তব্য দেখে তিনি মর্মাহত হলেন।
৩.২। সাম্প্রদায়িকসব মন্তব্য দেখে শ্রীময় অসীম ভৌমিক মর্মাহত হলেন। > সাম্প্রদায়িক কিছু মন্তব্য দেখে শ্রীময় অসীম ভৌমিক মর্মাহত হলেন। অর্থাৎ, শ্রীমান অসীম ভৌমিক কিছু মন্তব্য দেখে মর্মাহত হলেন, যেগুলোর প্রতিটিই সাম্প্রদায়িক ছিল।
মাত্র: ক্রিয়াপদের শেষে ‘সঙ্গে সঙ্গে’ বা ‘পরপরই’ অর্থে ব্যবহৃত ‘মাত্র’ ক্রিয়াপদের সঙ্গে নিরেটভাবে লিখতে হবে। যেমন: বলামাত্র (বলার সঙ্গে সঙ্গে), শোনামাত্র (শোনার সঙ্গে সঙ্গে), করেছিমাত্র (করার সঙ্গে সঙ্গে), দেখামাত্র (দেখার সঙ্গে ইত্যাদি। প্রয়োগোদাহরণ:
১. তার বাজে মন্তব্যটি দেখামাত্র (দেখার পরপরই) মুছে দেওয়া হয়েছে।
২. চাচার মৃত্যুর সংবাদ শোনামাত্র (শোনার সঙ্গে সঙ্গে) সে কেঁদে উঠল। (২৭মে, ২০২০)
ক্রমশ
নিরাশ বনাম হতাশ: নিরাশা বনাম হতাশা