শুভসকালে ‘শুভ সকাল’ জেনো ৩৫
সময় নির্দেশক শব্দের সঙ্গে ‘শুভ’ শব্দটি অনেকে নিরেটভাবে লেখেন, আবার অনেকে লেখেন বিচ্ছিন্নভাবে। আসলে ‘শুভসকাল’, ‘শুভদুপুর’, ‘শুভসন্ধ্যা’ প্রভৃতি রূপ যেমনটা শুদ্ধ, তেমনটা ‘শুভ সকাল’, ‘শুভ দুপুর’, ‘শুভ রাত্রি’ প্রভৃতি রূপও শুদ্ধ। তবে রূপগুলোর ব্যাবহারিক প্রয়োগে কিছুটা পার্থক্য রয়েছে। নিচে উল্লেখ-করা ছোটো নিয়ম দুটি আয়ত্ত করতে পারলে প্রায়োগিক পার্থক্য নিয়ে বিভ্রান্তিতে পড়তে হবে না বলে আমার বিশ্বাস:
শুভসকাল: ‘শুভ যে সকাল’ সমাসবদ্ধ হয়ে ‘শুভসকাল’ শব্দটি গঠন করে। ‘শুভ’ শব্দটির মাধ্যমে বিভিন্ন অর্থ নির্দেশ করা গেলেও সময় নির্দেশক(যেমন: সকাল, দুপুর, সন্ধ্যা, রাত্রি, ক্ষণ প্রভৃতি) শব্দের সঙ্গে সমাসবদ্ধ হলে এটির(‘শুভ’-এর) মাধ্যমে ‘মঙ্গলময়’ বা ‘কল্যাণময়’ কিংবা ‘কাঙ্ক্ষিত’ অর্থ নির্দেশ করা হয়। অর্থাৎ, বাক্যের মধ্যে ‘শুভসকাল’ সমাসবদ্ধভাবে লিখলে শব্দটির অর্থ হবে ‘মঙ্গলময় সকাল’ বা ‘কাঙ্ক্ষিত সকাল’ কিংবা ‘পয়া সকাল’। অতএব, বাক্যে ‘মঙ্গলময় সকাল’ বা ‘কাঙ্ক্ষিত সকাল’ অর্থে ‘শুভসকাল’ লিখলে সমাসবদ্ধভাবেই লিখতে হবে।
প্রয়োগ: ১. কোনো এক শুভসকালে(মঙ্গলময় সকালে) গুরুজির সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল।
২. শুভসন্ধ্যায়(পয়া সন্ধ্যায়) ছাফিয়ার বার্তা পেয়ে খুশিতে মন ভরে গেল।
৩. কেক কাটার শুভক্ষণ(কাঙ্ক্ষিত ক্ষণ) ঘনিয়ে এসেছে।
শুভ সকাল: যদি সময় নির্দেশক কোনো শব্দের পূর্বে ‘শুভ’ শব্দটি ব্যবহৃত হয়ে ওই সময়ে কোনো ব্যক্তিবিশেষের ‘মঙ্গল’ বা ‘কল্যাণ’ কামনা করা হয় কিংবা ব্যক্তিবিশেষকে ‘আশীর্বাদ’ করা হয়, তাহলে ‘শুভ’ শব্দটি সময় নির্দেশক শব্দটি থেকে বিচ্ছিন্নভাবে লিখতে হবে। কেননা, তখন ‘শুভ’ শব্দটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় এবং বিশেষণ পদ সর্বদা পরবর্তী পদ থেকে বিচ্ছিন্নভাবে লিখতে হয়।
কোনো ব্যক্তি কারও প্রতি ‘শুভ সকাল, বন্ধু’ লিখলে বাক্যটির অর্থ দাঁড়াবে— বন্ধু, এই সকালটি তোমার জন্য কল্যাণময় বা উত্তম হোক।
প্রয়োগ: ১. আজকের মতো বিদায়। শুভ রাত্রি, ছোটো বন্ধু।
২. শুভ সকাল, মা। আপনার বেড-টি প্রস্তুত।
৩. শুভ দুপুর, ছোটো আপু।
একই বাক্যে উভয় রূপের প্রয়োগ: আজ শুভদুপুরে স্মিথের বিয়ের শুভসংবাদ পেয়ে সন্ধ্যায় তাঁর বাড়িতে গিয়ে প্রথমেই তাঁকে বললাম, শুভ সন্ধ্যা। তারপর দাম্পত্য জীবনের শুভকামনা জানিয়ে তাঁর মুখে আস্ত একটি মিষ্টি পুরে দিলাম।
সহজ নিয়ম: সময় নির্দেশক শব্দের শেষে বিভক্তি যুক্ত হলে ‘শুভ’ নিরেটভাবে লিখতে হবে। বিভক্তি যুক্ত না-হলে বিচ্ছিন্নভাবে লিখতে হবে। যেমন: শুভসকালে, শুভদুপুরে, শুভসন্ধ্যায়; শুভ সকাল, শুভ দুপুর, শুভ সন্ধ্যা প্রভৃতি। (১৭ই নভেম্বর, ২০১৯)
ক্রমশ
শিক্ষার্থীর প্রাপ্তি ও চাওয়া