এক শুদ্ধ দুইভাবে ১৮
‘একদিন’ শুদ্ধ, নাকি ‘এক দিন’? ‘একবার’ লিখতে হবে, নাকি ‘এক বার’? ‘একজন’ ও ‘এক জন’-এর মধ্যে কোনটি লিখব? ‘একব্যক্তি’ প্রমিত, নাকি ‘এক ব্যক্তি’?
উল্লেখ-করা প্রতিটি রূপই শুদ্ধ৷ তবে ব্যবহারে কিছুটা ভিন্নতা রয়েছে। যেসব ক্ষেত্রে ‘এক’-যুক্ত শব্দের বানান নিরেট ও আলাদা উভয় রূপেই শুদ্ধ, সেসব শব্দের বানান লেখার ক্ষেত্রে ‘এক’ যুক্ত ও বিযুক্তভাবে লেখার জন্য নিচের নিয়ম অনুসরণ করতে হবে।
নিরেটভাবে: যদি ‘এক’ শব্দটি কোনো বিশেষ্যের পূর্বে বসে ঐ বিশেষ্যের অনির্দিষ্টতা নির্দেশ করে, তাহলে ‘এক’ ও তার পরবর্তী বিশেষ্য নিরেটভাবে লিখতে হবে। এখানে ‘অনির্দিষ্টতা’ শব্দটি দিয়ে ‘কোনো এক’ বা ‘যে-কোনো এক’ অর্থ নির্দেশ করা হয়েছে। যেমন: যে-কোনো দিন = একদিন, যে-কোনো ব্যক্তি = একব্যক্তি, যে-কোনো বার = একবার, যে-কোনো জন = একজন।
ফাঁকা রেখে: যদি ‘এক’ শব্দটি কোনো বিশেষ্যের পূর্বে বসে বিশেষণের কাজ করে, অর্থাৎ, যদি ‘এক’ শব্দটি দিয়ে সংখ্যা নির্দেশ করা হয়, তাহলে বিশেষ্যের পূর্বে বিশেষণ লেখার নিয়ম অনুসরণ করে ‘এক’ পূর্ববর্তী বিশেষ্য থেকে থেকে আলাদাভাবে লিখতে হবে। যেমন: কত দিন লাগবে?
— এক দিন।
: কয়জনের খাবার এনেছ?
— এক জনের।
: কতবার খেয়েছ?
— এক বার।
প্রয়োগ:
১. আমাকে একজনের(যে-কোনো এক জন) জন্য অপেক্ষা করতে হবে।
২. আমার সঙ্গে কেবল এক( সংখ্যা বোঝাচ্ছে) জন গিয়েছিল।
৩. একদিন(যে-কোনো দিন) তুমিও বড়ো হবে।
৪. তুমি কাজটি এক(সংখ্যা বোঝাচ্ছে) দিনে করতে পারবে না।
৫. একবার(যে-কোনো বার) আমাদের গ্রামে ঘুরতে এসো।
৬. আমি কেবল এক(সংখ্যা বোঝাচ্ছে) বারই পাশ করতে পারিনি।
৭. পথে একব্যক্তি(কোনো এক)-র সঙ্গে দেখা হয়েছিল।
৮. এটি এক(সংখ্যা নির্দেশ করছে) ব্যক্তির কাজ নয়, ন্যূনতম দশ জন লাগবে। (১০ই ফেব্রুয়ারি, ২০১৯)
ক্রমশ
বিপদজনক লেখা আসলেই বিপজ্জনক ১৭