অনুসরণ বনাম অনুকরণ ১১
অনেক ক্ষেত্রে ‘অনুসরণ’ ও ‘অনুকরণ’ শব্দ দুটিকে সমার্থ হিসেবে ব্যবহার করা যায়। তবে শব্দ দুটির বিশদ ব্যবহারে কিছুটা পার্থ্যক্য রয়েছে। অনুকরণ হচ্ছে ‘অনুরূপ-করণ’। সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে রকম কাজ কাজ করে, ঠিক একই রকম কাজ করাই হচ্ছে অনুকরণ। অর্থাৎ, ‘নকল’ বা ‘সদৃশীকরণ’ অর্থে ‘অনুকরণ’ শব্দটি ব্যবহার করা হয়। আবার, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে চিন্তা-চেতনা নিয়ে কাজ করে, সেই চিন্তা-চেতনা অনুকরণ করাই হচ্ছে ‘অনুসরণ’। অর্থাৎ, ‘অনুগমন’ অর্থে ‘অনুসরণ’ শব্দটি ব্যবহার করা হয়। নিচের উদাহরণগুলো লক্ষ করলে বিষয়টি আরও পরিষ্কার হবে:
১) তুমি আমার খাতা থেকে অনুকরণ করছ কেন?
২) তোমরা আমাকে অনুসরণ করে আমার পেছন পেছন আসবে।
৩) টমের দেখানো পথ অনুসরণ করাই উত্তম হবে।
৪) তার কাজই হচ্ছে আমাকে পাখির মতো অনুকরণ করা।
বিশেষ দ্রষ্টব্য: অনুসরণ ও অনুকরণের সংজ্ঞার্থ ড. মোহাম্মদ আমীন স্যারের মন্তব্য থেকে নেওয়া। (২৫শে সেপ্টেম্বর, ২০১৮)
ক্রমশ
উপমা আর তুলনা ১০