রাশিদা আকতার মিশু
এশিয়াটিক সোসাইটি: সাধারণ সম্পাদকের বাংলা বানান: শুদ্ধীকরণ প্রমিতকরণ
সংযোগ: https://draminbd.com/এশিয়াটিক-সোসাইটি-সাধারণ/
শুদ্ধীকরণ/ প্রমিতীকরণ
এশিয়াটির সোসাইটির পত্র নম্বর/১
[উচ্চশিক্ষিতদের জন্য নির্ধারিত বিশেষায়িত প্রতিষ্ঠানের পত্র হিসেবে শুদ্ধীকরণ প্রস্তাব বিবেচনা করা হয়েছে। আমার লেখায় ভুল থাকলে বলে দেবেন। কৃতজ্ঞ হব শ্রদ্ধায়। ]
-
২৬.০৮.২০২১> ২৬.০৮.২০২১ খ্রি./ খ্রিষ্টাব্দ
-
গবেষণা অনুদান-এর> ‘গবেষণা অনুদান’-এর/ গবেষণা অনুদানের (পত্রের অন্য জায়গায় লেখা হয়েছে গবেষণা অনুদানের)।
-
ফেরৎ> ফেরত
-
না দেয়া> না দেওয়া/ না-দেওয়া
-
প্রসঙ্গে>[ বিষয় নির্ধারিত অনুচ্ছেদে পুনরায় ‘প্রসঙ্গ’ পরিহার্য ।]
-
অবহিতকরণ> অবহিতীকরণ [সূত্র: ২]
-
প্রাণশক্তি হলেন> প্রাণশক্তি/ প্রাণশক্তি হলো [ প্রাণশক্তি ব্যক্তি নয়, ব্যক্তির বৈশিষ্ট্য।]
-
কর্মকর্তাগণ> কর্মকর্তৃৃগণ/কর্মকর্তৃবৃন্দ/ কর্মকর্তাদের [ তৃচ-প্রত্যয়ান্ত বা অন্তে ‘তা’/ ‘র্তা’-যুক্ত তৎসম শব্দের শেষে অন্য কোনো তৎসম বর্ণ, শব্দ বা শব্দাংশ যুক্ত হলে মূল শব্দের ‘তা’ বা ‘র্তা’ পরিবর্তিত হয়ে যথাক্রমে ‘তৃ’ ও ‘র্তৃ’ হয়ে যায়। যেমন: [ তা = তৃ ] নেতৃবৃন্দ, নেতৃগণ, ভ্রাতৃবৃন্দ, মাতৃকুল. . .। বিস্তারিত সূত্র নং: ১।]
-
সকল সদস্যদের> সদস্যদের/ সকল সদস্যের [বহুবচনের দ্বিত্ব পরিহার্য।]
-
দিল্লীর> দিল্লির
-
দিল্লীর জওহরলাল বিশ্ববিদ্যালয়ে> দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে
-
তাঁর> [পদটি পরিহার্য। এটি দেওয়াতে বাক্যটি আদর্শমান হারিয়েছে।]
-
পি.এইচডি> পিএইচ.ডি
-
পি. এইচডি প্রোগ্রাম-এ> ‘পিএইচ.ডি’ প্রোগ্রামে/ পিএইচ.ডি প্রোগ্রামে (পত্রের অন্যান্য স্থানে এমন লেখা হয়েছে।)
-
পি. এইচডি প্রোগ্রাম-এর> ‘পিএইচ.ডি প্রোগ্রাম’-এর / পিএইচ.ডি প্রোগ্রামের
-
২০১৭-এর> ২০১৭ খ্রিষ্টাব্দের
-
নিবন্ধনকৃত> নিবন্ধনীকৃত /নিবন্ধিত [(নিবন্ধ+চ্বি+কৃত= নিবন্ধনীকৃত) (যেমন: স্থিরীকৃত, নিবন্ধীকরণ, সতর্কীকরণ); বিস্তারিত সূত্র নং: ২।]
-
review> [বাংলা প্রতিশব্দ ব্যবহার করা বিধেয় ছিল।]
-
কিনা> কি না
-
বাকী> বাকি
-
অংক> অঙ্ক
-
বিষয়টি সোসাইটির Research and Seminar Committee-র ১৮ই ফেব্রুয়ারি ২০২১ তারিখের সভায় আলোচিত হয়।> বিষয়টি নিয়ে সোসাইটির ‘Research and Seminar Committee’-এর ১৮ই ফেব্রুয়ারি ২০২১ তারিখের সভায় আলোচনা হয়। [ আলোচিত আর আলোচনা সমার্থক নয়]
-
Research and Seminar Committee-র> ‘Research and Seminar Committee’-এর [রোমান হরফে লেখা ইংরেজি বর্ণের সঙ্গে বাংলা বর্ণে লেখা ষষ্ঠী বিভক্তি যুক্ত করা বিধেয় নয়।]
-
কাউন্সিলে সিদ্ধান্ত গৃহীত হয় যে,> কাউন্সিলে সিদ্ধান্ত হয় যে,
-
ফেরৎ> ফেরত
-
দুই দুইবার> দুই বার/দুবার/দু-দুবার
-
দেয়ার> দেওয়ার
-
দু’বারই> দুবারই
-
ফেরৎ> ফেরত
-
বরং> [ বিবেচ্য বাক্যে পদটি পরিহার্য।]
-
এমতাবস্থায় বাধ্য হয়ে সোসাইটর সম্মানিত সদস্যদেরকে মিসেস সুরাইয়া আক্তারের অর্থ ফেরৎ না-দেয়ার বিষয়টি অবহিত করার সিদ্ধান্ত গ্রহণ করে> [বাক্যটিতে কর্তা নেই।]।
-
সদস্যদেরকে> সদস্যদের
-
না-দেয়ার> না-দেওয়ার/ না দেওয়ার
শুদ্ধীকরণ/ প্রমিতীকরণ
এশিয়াটির সোসাইটির পত্র নম্বর/২
[উচ্চশিক্ষিতদের জন্য নির্ধারিত বিশেষায়িত প্রতিষ্ঠানের পত্র হিসেবে শুদ্ধীকরণ/প্রমিতীকরণ বিবেচনা করা হয়েছে। সংশোধন-প্রস্তাবগুলো মূল পত্রের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বাক্যের সঙ্গে মিলিয়ে দেখা বাঞ্ছনীয়। নইলে খটকা লাগতে পারে। আমার লেখায় ভুল থাকলে দয়া করে বলে দেবেন। কৃতজ্ঞ হব শ্রদ্ধায়। ]
-
২৬.০৮.২০২১> ২৬.০৮.২০২১ খ্রি./খ্রিষ্টাব্দ [সরকারি অফিস আদালতে বাংলা লেখার নিয়ম, জনপ্রশাসন মন্ত্রণালয়।]
-
ফেরৎ> ফেরত
-
না দেয়া> না দেওয়া/ না-দেওয়া [ দেয়া: আঞ্চলিক শব্দ।]
-
প্রসঙ্গে>[ বিষয় নির্ধারিত অনুচ্ছেদে পুনরায় ‘প্রসঙ্গ’ পরিহার্য ।]
-
কর্মকর্তাগণ> কর্মকর্তৃৃগণ/কর্মকর্তৃবৃন্দ/ কর্মকর্তাদের [ তৃচ-প্রত্যয়ান্ত বা অন্তে ‘তা’/ ‘র্তা’-যুক্ত তৎসম শব্দের শেষে অন্য কোনো তৎসম বর্ণ, শব্দ বা শব্দাংশ যুক্ত হলে মূল শব্দের ‘তা’ বা ‘র্তা’ পরিবর্তিত হয়ে যথাক্রমে ‘তৃ’ ও ‘র্তৃ’ হয়ে যায়। যেমন: [ তা = তৃ ] নেতৃবৃন্দ, নেতৃগণ, ভ্রাতৃগণ, মাতৃকুল. . .। বিস্তারিত সূত্র নং: ১।]
-
গঠণতন্ত্র> গঠনতন্ত্র (গঠন+তন্ত্র, বানানে দন্ত্য-ন হবে।]
-
কাউন্সিলের একজন সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত> একজন সহ-সভাপতি [বাক্যটির ভাব প্রকাশে এটুকুই যথেষ্ট।]
-
অংকের> অঙ্কের
-
তসরুপের> তছরুপের
-
এমনকি সোসাইটির জন্য> সোসাইটির জন্য [এমনকি পরিহার্য]
-
তসরুপকে> তছরুপকে
-
ঐ> ওই
-
তসরুপের> তছরুপের
-
নজির> প্রমাণ [ঘটনা ও পূর্বাপর অবস্থা বিবেচনায় ‘প্রমাণ’ই যৌক্তিক। নজির আর প্রমাণ শব্দের প্রয়োগ ভিন্ন। দাপ্তরিক তদন্তে ‘প্রমাণ’; ‘নজির’ অন্য বিষয়।]
-
উদ্বেগের> উদ্বেগের [উদ্-উপসর্গের ‘দ’ হসন্ত নিয়ে পৃথক বসে। দেখুন, সূত্র:২]
-
সাক্ষর> স্বাক্ষর
-
প্রজেক্ট সংক্রান্ত> প্রকল্পসংক্রান্ত/ প্রজেক্টসংক্রান্ত [ সংক্রান্ত সেঁটে বসে।]
-
এতদ্বিষয়ে> এতদ্বিষয়ে [ দেখুন, সুত্র:২]
-
রাখবেন কেন।> রাখবেন কেন?
-
বার বার> বারবার
-
ফেরৎ> ফেরত
-
২৮ জুন> ২৮শে জুন
-
এ বিষয়টি> বিষয়টি (‘এ’ অতিরিক্ত)