কবি সাহিত্যিকের ছদ্মনাম ও উপাধি/৩

আধুনিক ভ্রমণ সাহিত্যের অগ্রদূত

সঞ্জীব চট্টোপাধ্যায়কে আধুনিক ভ্রমণ সাহিত্যের অগ্রদূত বলা হয়। তিনি বিখ্যাত ভ্রমাণ কাহিনী “পালা মৌ” গ্রন্থের লেখক ও বঙ্কিমচন্দ্রের সহোদর।

প্রমথনাথ শর্মা, লীলাময় রায়

বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস “নববাবু বিলাস”-এর লেখক ভবানীচরণ বন্দোপাধ্যায়-এর ছদ্মনাম প্রমথনাথ শর্মা। কবি, ঔপন্যাসিক, প্রবন্ধকার ও প্রশাসক অন্নদাশংকর রায় (১৯০৪-১৯০২)-এর ছদ্মনাম লীলাময় রায়।

বাণভট্ট, কাঙালি হরিনাথ ও সুনন্দ

বাণভট্ট ও দাদা ভাই নীহাররঞ্জন গুপ্ত-এর ছদ্মনাম। কাঙালহরিনাথ, হরিনাথ মজুমদার-এর ছদ্মনাম। সুনন্দ, নারায়ণ গঙ্গোপাধ্যায়-এর ছদ্মনাম।

মৌমাছি, দৃষ্টিহীন ও পরশুরাম

মৌমাছি, বিমলচন্দ্র ঘোষ-এর ছদ্মনাম। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার-এর ছদ্মনাম দৃষ্টিহীন এবং মধুসূদন মজুমদার। পরশুরাম, রাজশেখর বসু -এর ছদ্মনাম।

কালকূট, হাবু শর্মা ও জমীরউদ্দিন মোল্লা

কালকূট’, শমরেশ বসু-এর ছদ্মনাম। হাবু শর্মা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়-এর ছদ্মনাম। জমীরউদ্দিন মোল্লা জসীম উদদিন-এর ছদ্মনাম।

দাদা ভাই. আসকার ইবনে সাইখ, নীহারিকা দেবী ও অনুপমা দেবী

 রোকনুজ্জামান খান-এর ছদ্মনাম দাদা ভাই। আসকার ইবনে শাইখ, এম ওবাইদুল্লাহ-এর ছদ্মনাম। কবি ও ঔপন্যাসিক অচিন্ত্যকুমার সেনগুপ্ত (১৯০৩-১৯৭৬)-এর ছদ্মনাম নীহারিকা দেবী। ঔপন্যাসিক অনুরূপা দেবীর ছদ্মনাম অনুপমা দেবী।

অহিদুর রেজা ও শহিদুল্লাহ কায়সার, শমসের উল আজাদ

হাসন রাজা, অহিদুর রেজার ছদ্মনাম। আবু নাঈম মোহাম্মদ শহিদুল্লাহর ছদ্মনাম শহিদুল্লা কায়সার। আবুল ফজল-এর ছদ্মনাম শমসের উল আজাদ

মানিক বন্দোপাধ্যায়, জাবালি ও যুবনাশ্ব

মানিক বন্দোপাধ্যায়, প্রবোধকুমার বন্দোপাধ্যায়-এর ছদ্মনাম। জাবালি, বিমল মিত্রের ছদ্মনাম।

কবি সাহিত্যিকের ছদ্মনাম ও উপাধি/২

Language
error: Content is protected !!