কবি সাহিত্যিকের ছদ্মনাম ও উপাধি/৪

মণীষঘটক-এর ছদ্মনাম যুবনাশ্ব

মহাশ্বেতা দেবী, সুবচনী ও চিত্রগুপ্ত, হুতোম প্যাঁচা ও জনৈক বঙ্গমহিলা

মহাশ্বেতা দেবী-এর ছদ্মনাম সুমিত্রা দেবী। কবি সুভাষ মুখোপাধ্যায়-এর ছদ্মনাম সুবচনী। সতীনাথ ভাদুড়ী-এর ছদ্মনাম চিত্রগুপ্ত। হুতোম প্যাঁচা, কালীপ্রসন্ন সিংহ-এর ছদ্মনাম। কামিনী রায়ের ছদ্মনাম জনৈক বঙ্গমহিলা।

নুরু ভোরের পাখি

কাজী নজরুল ইসলাম-এর ছদ্মনাম নুরু, নুরুল ইসলাম। ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী-এর ছদ্মনাম/ উপাধি।

সেলিম আল দীন, শহীদুল হক এবং জহির রায়হান

মইনুদ্দিন আহমেদ-এর ছদ্মনাম সেলিম আল দীন। শহীদুল জহির-এর আসল নাম মো. শহীদুল হক। জহির রায়হান, মোহাম্মদ জহিরউল্লাহ-এর ছদ্মনাম।

মোহিত লাল মজুমদার এবং সৈয়দ মুজতবা আলী- এর ছদ্মনাম

মোহিত লাল মজুমদার- এর ছদ্মনাম কৃত্তিবাস ওঝা এবং সত্যসুন্দর দাস। সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম প্রিয়দর্শী, ওমর খৈয়াম, মুসাফির ও সত্যপীর।

সুনীল গঙ্গোপাধ্যায় ও মীর মশাররফ হোসেন-এর ছদ্মনাম

সুনীল গঙ্গোপাধ্যায়-এর ছদ্মনাম নীললোহিত, নীল উপাধ্যায়, সনাতন পাঠক। মীর মশাররফ হোসেন-এর ছদ্মনাম গৌড়তটবাসী মশা, উদাসীন পথিক ও গাজী মিঁয়া।

শম্ভুমিত্র, মাইকেল মধুসূদন-এর ছদ্মনাম

শম্ভুমিত্র এর ছদ্মনাম প্রসাদ দত্ত, শ্রী সঞ্জীব এবং সুরঞ্জন চট্টোপাধ্যায়। মাইকেল মধুসূদন দত্ত-এর ছদ্মনাম এ নেটিভ।

বাংলা সাহিত্যের কৃষকবন্ধু

মুহাম্মদ রিয়াজ উদ্দিন আহমদকে বাংলা সাহিত্যের কৃষকবন্ধু বলা হয়। তিনি মুসলমান, নবসুধাকর, সুলতান, মিহির ও সুধাকর, নবযুগ, রায়তবন্ধু এবং মুসলিম বাণী প্রভৃতি পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন। কৃষকবন্ধু তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ।

কবি সাহিত্যিকের ছদ্মনাম ও উপাধি/৩

Language
error: Content is protected !!