ড. মোহাম্মদ আমীন
কাটমোল্লা ও কাঠমোল্লা
বাংলা কাট ও আরবি মোল্লা শব্দের সমন্বয়ে গঠিত কাটমোল্লা শব্দের অর্থ— প্রকৃত ধর্মজ্ঞানহীন ব্যক্তি, ধর্মব্যবসায়ী। বাক্যে এটি বিশেষ্য পদ হিসেবে ব্যবহৃত হয়। যারা ধর্মকে সুকৌশলে ব্যক্তিগত আয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, কিন্তু ধর্মীয় বিষয়ে প্রকৃত জ্ঞান নেই, তাদের কাটমোল্লা বলা হয়। বাংলা কাঠ ও আরবি মোল্লা শব্দের সমন্বয়ে কাঠমোল্লা শব্দটি গঠিত। কাঠমোল্লা শব্দের অর্থ— নির্দয় প্রকৃতির মোল্লা। যেসব মোল্লা গোঁয়ার, একগুঁয়ে, রসবোধহীন, শুষ্ক, নীরস ও নির্দয় তাদের কাঠমোল্লা বলা যায়।
কর্ণাটক ও কর্নাটক
কর্ণাটক না কি কর্নাটক? এটি ভারতের একটি অঙ্গরাজ্যের নাম। কর্ণাটক হলো দক্ষিণ পশ্চিম ভারতের একটি রাজ্য। ১৯৫৬ খ্রিষ্টাব্দের ১লা নভেম্বর রাজ্য পুনর্গঠন আইন বলে এটি স্থাপিত হয়। এর আদি নাম ছিল মহীশূর রাজ্য। ১৯৭৩ খ্রিষ্টাব্দে রাজ্যের নাম বদলে রাখা হয় কর্ণাটক। কর্ণাটকের পশ্চিমে আরব সাগর, উত্তর-পশ্চিমে গোয়া, উত্তরে মহারাষ্ট্র, পূর্বে অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ-পূর্বে তামিলনাড়ু এবং দক্ষিণ-পশ্চিমে কেরল অবস্থিত। রাজ্যের মোট আয়তন ১,৯১,৯৭৬ বর্গকিলোমিটার (৭৪,১২২ বর্গমাইল ) (ভারতের মোট ভৌগোলিক আয়তনের ৫.৮৩%)। কর্ণাটক আয়তনের হিসেবে ভারতের অষ্টম বৃহত্তম এবং জনসংখ্যার হিসেবে ভারতের নবম বৃহত্তম রাজ্য। এই রাজ্যে ৩০টি জেলা রয়েছে। রাজ্যের সরকারি তথা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা কন্নড়। স্থান-নাম হলেও ‘কর্ণাটক’ শব্দটির বানানে মূর্ধন্য-ণ হবে। কারণ এটি তৎসম শব্দ। কর্ণাটক যেহেতু তৎসম শব্দ, তাই শব্দটির বানানে দন্ত্য-ন লেখা সমীচীন নয়।
কর্ণাটক না কি কর্নাটক? এটি ভারতের একটি অঙ্গরাজ্যের নাম। কর্ণাটক হলো দক্ষিণ পশ্চিম ভারতের একটি রাজ্য। ১৯৫৬ খ্রিষ্টাব্দের ১লা নভেম্বর রাজ্য পুনর্গঠন আইন বলে এটি স্থাপিত হয়। এর আদি নাম ছিল মহীশূর রাজ্য। ১৯৭৩ খ্রিষ্টাব্দে রাজ্যের নাম বদলে রাখা হয় কর্ণাটক। কর্ণাটকের পশ্চিমে আরব সাগর, উত্তর-পশ্চিমে গোয়া, উত্তরে মহারাষ্ট্র, পূর্বে অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ-পূর্বে তামিলনাড়ু এবং দক্ষিণ-পশ্চিমে কেরল অবস্থিত। রাজ্যের মোট আয়তন ১,৯১,৯৭৬ বর্গকিলোমিটার (৭৪,১২২ বর্গমাইল ) (ভারতের মোট ভৌগোলিক আয়তনের ৫.৮৩%)। কর্ণাটক আয়তনের হিসেবে ভারতের অষ্টম বৃহত্তম এবং জনসংখ্যার হিসেবে ভারতের নবম বৃহত্তম রাজ্য। এই রাজ্যে ৩০টি জেলা রয়েছে। রাজ্যের সরকারি তথা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা কন্নড়। স্থান-নাম হলেও ‘কর্ণাটক’ শব্দটির বানানে মূর্ধন্য-ণ হবে। কারণ এটি তৎসম শব্দ। কর্ণাটক যেহেতু তৎসম শব্দ, তাই শব্দটির বানানে দন্ত্য-ন লেখা সমীচীন নয়।