Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
কান নিয়ে টানাটানি – Dr. Mohammed Amin

কান নিয়ে টানাটানি

SalMa Sara

কান নিয়ে টানাটানি

ঘটক: মাশাআল্লাহ! ছেলের কান দুটো খরগোশের মতো খাড়া খাড়া। পাত্রীপক্ষের পছন্দ হবে।
ছেলের বাবা: কানে বাজার মতো সুন্দর একটা কথা বলেছ। কিন্তু এখন আমি তোমাকে একটা কথা বলবো। তুমি ভালো করে কান দাও।
ঘটক: জি, মাতবর সাহেব। এই যে আমার কান পেতে দিলাম। আপনি বলুন।
ছেলের বাবা: কথাটা কানে লাগলেও বলতে হচ্ছে। আমার ছেলে কানে খাটো। এই নাও পাঁচ হাজার টাকা। কথাটা কিন্তু পাঁচ কান করতে পারবে না।
ঘটক: আমি আবার কান কাটা লোক। টাকা পেলে সবই করতে পারি। আপনি কোনো চিন্তা করবেন না। আমি সবসময় চোখ কান খোলা রাখবো। আর যদি কোনো কারণে পাত্রীপক্ষ জেনেও যায় তাহলে বলব, দুষ্টু লোকের কথায় কান দিবেন না।
শব্দের অর্থ:
কান= অঙ্গবিশেষ
কানে বাজা= রেশ
কান দেওয়া= মনোযোগ
কান পাতা= কৌতুহলী
কানে লাগা= শ্রুতিকটু
কানে খাটো= বধির
পাঁচ কান করা= প্রকাশ
কান কাটা= নির্লজ্জ
চোখ কান খোলা= সতর্কতা
কান দেওয়া= গ্ৰাহ্য করা

 

উৎস: কান নিয়ে টানাটানি, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

SalMa Sara, শুবাচ লিংক

চাল নিয়ে চালাচালি, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

বহুরূপী কাটা, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

দশ হাতের গল্প, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

‘গোটা কাহিনি’, SalMa Sara, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

SalMa Sara, ওয়েব লিংক
শুবাচ গ্রুপের লিংক: www.draminbd.com
তিনে দুয়ে দশ: শেষ পর্ব ও সমগ্র শুবাচ লিংক