কিছু সাধারণ ভুল, যা অনেকে করেন খাসা খাসি, গিধড়, বেহেড লাপাত্তা গরহাজির

ড. মোহাম্মদ আমীন

কিছু সাধারণ ভুল, যা অনেকে করেন

কাচ: কাচ বানানে চন্দ্রবিন্দু নেই। কাচের জিনিস ভেঙে গেলে চন্দ্রও ভেঙে যেতে পারে। তাই কাচ বানানে চন্দ্রবিন্দু দেবেন না।  কাচ ভঙুর জিনিস। একটা মাত্র চাঁদ, ভেঙে গেলে জ্যোৎস্না আপুর কী হবে?

পচা: পচা বানানে চন্দ্রবিন্দু নেই। যেমন: পচা মাছ। পচা জায়গায় চন্দ্র থাকে না। পচা মাথায় চন্দ্রবিন্দু দেবেন না। পাঁচ-এর মাথায় দেবেন।
যাবৎ: যাবৎ বানানে ত নেই, ৎ দিতে হবে। যাবৎ বানানে আস্ত-ত দিলে ‘যাব ত’ হয়ে যাবে। যাবৎ আর ‘যাব ত’ এক জিনিস নয়।
এযাবৎ: এযাবৎ লিখুন, এযাবত লিখবেন না।
 
তফাত: তফাত বানানে ৎ নেই, দুটোই আস্ত-ত। কাউকে আস্ত-ত আবার কাউকে খণ্ড-ৎ দিলে পাপ হবে। ন্যয়বিচার করুন। আল্লাহ দয়া করবেন।
 
উচিত: উচিত বানানে ৎ দেবেন না। প্রিয়জনের জন্য খণ্ড জিনিস নিয়ে যাওয়া উচিত হবে না। উচিত মানুষ কখনো অনুচিত কাজ করে না।
দাড়ি, দাঁড়ি: মুখের দাড়িতে চন্দ্রবিন্দু নেই, কিন্তু বাক্যের দাঁড়িতে চন্দ্রবিন্দু লাগবে। মুখের দাড়ি ঝুলে থাকে। তাই চন্দ্রবিন্দু পড়ে যায়। বাক্যের দাঁড়ি, দাঁড়িয়ে থাকে। তার মাথায় দাঁড়া বানানের চন্দ্রবিন্দু দিলে পড়ে না।
গা গাঁ: গা যদি শরীর হয় চন্দ্রবিন্দু দেবেন না। গাঁ যদি গ্রাম হয়, চন্দ্রবিন্দু দিতে হয়। শরীরের ওপর চন্দ্রবিন্দু থাকে না; গ্রামের ‍ওপর চন্দ্রবিন্দু থাকে।
কোনো এক গাঁয়ের বধূর কথা তোমায় শোনাই শোনো রূপকথা নয় সে নয়—। হেমন্ত বাবুর গানটি মনে রাখবেন।
আজ এ পর্যন্ত। আমার যদি ভুল হয় বলে দেবেন। যারা ধরেন ভুল তাঁরাই আমার আসল বন্ধু কৃতজ্ঞে আকুল।
 
 

খাসা খাসি

আরবি খাসি অর্থ (বিশেষ্যে) ছিন্নমুষ্ক ছাগ, (বিশেষণে) অণ্ডহীন, ছিন্নমুষ্ক। খাসি না-করলে ছাগ বড়ো হয়ে পাঁঠা হয়। বৃষ যেমন হয় বলদ। পাঁঠার মাংস অনেকে খায় না, গন্ধ নাকি। আরবি খাসা অর্থ (বিশেষণে) উৎকৃষ্ট, উত্তম, নিখুঁত।
নিমোনিক: খাসা থেকে খাসি। কারণ খাসির মাংস উৎকৃষ্ট।
প্রয়োগ: সেদিন খাসা এক খাসি এনেছে কসাই। জবাই করা হলো। খাসা হয়েছে খাসির মাংসগুলি। এখনো লেগে আছে জিভে।
উৎস: নিমোনিক প্রমিত বাংলা অভিধান, ড. মোহাম্মদ আমীন।
 

গিধড়

গিধড় হিন্দি শব্দ। এর অর্থ (বিশেষ্যে) শিয়াল। বিশেষণে শব্দটির অর্থ অপরিচ্ছন্ন, স্বেচ্ছাচারী, অর্থলোভী প্রভৃতি।
শিয়াল গিধড়, গিন্নি গিধড়, গিধড় আমার স্বামী
সব মানুষই মস্ত গিধড় জানেন অন্তর্যামী।
নিমোনিক: ধড় বানান মনে রাখবেন। তাহলে গিধড় বানানে আমার মতো ভুলবশত র আসবে না।
উৎস: নিমোনিক প্রমিত বাংলা অভিধান, ড. মোহাম্মদ আমীন।

বেহেড লাপাত্তা গরহাজির

বেহেড: ফারসি বে ও ইংরেজি হেড মিলে উদ্ভূত বেহেড অর্থ (বিশেষণে) চিন্তাশক্তি নেই এমন; মতিভ্রষ্ট, কাণ্ডজ্ঞানহীন; মত্ত (বেহেড মাতাল)।
লাপাত্তা: আরবি লা ও হিন্দি পাত্তা মিলে গঠিত লাপাত্তা অর্থ (বিশেষণে) নিরুদ্দেশ, নিখোঁজ।
গরহাজির: ফারসি গরহাজির অর্থ (বিশেষ্যে) অনুপস্থিতি; (বিশেষণে) অনুপস্থিত।
উৎস: নিমোনিক প্রমিত বাংলা অভিধান, ড. মোহাম্মদ আমীন।
————————————

All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা

উপর বনাম ওপর

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

ব্যাবহারিক বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পবিলেকশন্স লি.

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

কি না  বনাম কিনা এবং না কি বনাম নাকি

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

প্রশাসনিক প্রাশাসনিক  ও সমসাময়িক ও সামসময়িক

বিবিধ এবং হযবরল : জ্ঞান কোষ

সেবা কিন্তু পরিষেবা কেন

ভাষা নদীর মতো নয় প্রকৃতির মতো

এককথায় প্রকাশ

শব্দের বানানে অভিধানের ভূমিকা

আফসোস নিয়ে আফসোস

লক্ষ বনাম লক্ষ্য : বাংলা বানান কোথায় কী লিখবেন

 
 
 
 
 
Language
error: Content is protected !!