ড. মোহাম্মদ আমীন
কোণ: সংস্কৃত ‘কোণ (√কুণ্+অ) অর্থ: বিশেষ্যে (জ্যামিতিতে) পরস্পর মিলিত দুটি সরলরেখার মধ্যবর্তী স্থান (ত্রিভুজের কোণ), কোনা; দুই পাশের মিলনস্থান (ঘরের কোণ), সূক্ষ্মপ্রান্ত (আঁখি কোণ), অস্ত্রাদির অগ্রভাগ (ছুরির কোণ); খুঁট (কাপড়েরর কোণ); গৃহাভ্যন্তর, অন্তঃপুর।
কোন: বাংলা কোন (উচ্চারণ: কোন্) অর্থ (সর্বনামে) কী, কে, কেনাটি ( কোন বছর); (ক্রিয়াবিশেষণে) কী প্রকারে, কীভাবে, কীসে (তুমিই বা কোন লাট বাহাদুর)। এটি কোনো বা কোনও শব্দের সমার্থক নয়। যেমন: “তুমি কোন জামাটি চাও” বাক্যে একই অর্থ প্রকাশে ‘কোনও’ বা ‘কোনো’ ব্যবহার সমীচীন নয়।
তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা
তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা- – -।(রবীন্দ্রনাথ)।
কোনও, কোনো: বাংলা কোনও এবং কোনো অর্থ (সর্বনাম/ বিশেষণে) অনির্দিষ্ট বা অনির্ধারিত একজন লোক, বিষয় বা বস্তু, কে বা কী (কোনো বিষয়), বহুর মধ্যে একটি বা একজন (কোনো লোকই আসেনি, যে-কোনো একজন হলেই চলবে)। কোনো ও কোনও পরস্পর সমার্থক। তবে কোনো নির্দিষ্ট রচনায় যে-কোনো একটি লেখা সমীচীন। কোনো এক গাঁয়ের বধূর কথা তোমায় শুনায় শোনো রূপকথা নয় সে নয়- – -।
কোনা: সংস্কৃত ‘কোণ’ থেকে উদ্ভূত বাংলা ‘কোনা’ অর্থ (বিশেষ্যে) প্রান্ত, ধার (কোনাকুনি); (বিশেষণে) কোণযুক্ত, কোণবিশিষ্ট। অভিধানে পৃথক ভুক্তিতে আর একটি কোনা রয়েছে। এটি দশি ‘কোনা’। দেশি ‘কোনা’ অর্থ (বিশেষ্যে) তিনশত পানপাতার গুচ্ছ, ধান মাপার যন্ত্র, ঘরের চাল ধরে রাখার জন্য মাটিতে পোঁতা খুঁটি।
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক