কোরবানি কোরবানী: কোরবান কুরবান; জবাই কোরবানি বলি ও বলী

কোরবানি কোরবানী: কোরবান কুরবান; জবাই কোরবানি বলি বলী

ড. মোহাম্মদ আমীন

কুরবান কোরবানি: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, আরবি উৎসের বাংলা শব্দ কুরবানকোরবান উভয় শব্দের অর্থ (বিশেষ্যে)— আল্লাহ্‌র উদ্দেশে ত্যাগ, বিশেষ উদ্দেশ্যে আত্মদান, উৎসর্গ। সুতরাং, কুরবান কোরবান দুটোই ১৯৩৬ খ্রিষ্টাব্দের ২২শে অক্টোবর রবীন্দ্রনাথের নেতৃত্বে গঠিত কমিটি প্রকাশিতবাংলা বানানের নিয়মপুস্তিকা (দ্বিতীয় সংস্করণ) অনুসরণে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানবিধি অনুযায়ী শুদ্ধ।

কুরবানি কোরবানি: একই অভিধানমতে, আরবি উৎসের বাংলা শব্দ কুরবানি ও কোরবানি উভয় শব্দের অর্থ— (বিশেষ্যে) হিজরি পঞ্জিকার জিলহজ মাসের দশ তারিখে আল্লাহ্‌র উদ্দেশে সক্ষম মুসলমানদের পশু বধ। সুতরাং, কুরবানি কোরবানি দুটোই ১৯৩৬ খ্রিষ্টাব্দের ২২শে অক্টোবর রবীন্দ্রনাথের নেতৃত্বে গঠিত কমিটি প্রকাশিতবাংলা বানানের নিয়মপুস্তিকা (দ্বিতীয় সংস্করণ) অনুসরণে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানবিধি অনুযায়ী শুদ্ধ।

 কোরবানী: কোরবানী বানানটি শুদ্ধ নই। কারণ বিদেশি উৎসের বাংলা শব্দের বানানে সাধারণত ঈ-কার হয় না।

জবাই, কোরবানি; বলি ও বলী 

জবাই : বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, জবাই শব্দের অর্থ (১) ইসলামি ও ইহুদি রীতিতে গলনালি ছিন্ন করে পশু বধ, (২) হত্যা, (৩) নাশ এবং (৪) ধ্বংস প্রভৃতি।

(১) কোরবানির গোরুটা জবাই করে দিলেন হুজুর।

(২) হত্যা : কে বা কারা ছেলেটাকে জবাই করে দিল।

(৩) নাশ : জবাই হয়ে যাচ্ছে মনুষ্যত্ব, মানুষের লোভে।

(৪) ধ্বংস : মানুষের কৃতকর্মে জবাই হয়ে যাচ্ছে সুন্দর প্রকৃতি।

কোরবানি: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত আরবি কোরবানি শব্দের অর্থ হিজরি পঞ্জিকার জিলহজ মাসের দশ তারিখে আল্লাহ্‌র উদ্দেশে সক্ষম মুসলমানদের পশু বধ।

বলি: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, বলি শব্দের অর্থ যজ্ঞাদি উপলক্ষ্যে প্রাণিহত্যা, বিসর্জন, জীবকে খাদ্যদান (বলিভূক), রাজকর, দৈত্যবিশেষ প্রভৃতি। বলি শব্দের আর একটি অর্থ দেহের চামড়ার কুঞ্চনজনিত রেখা, অর্শরোগে মলদ্বারে বহির্গত মাংসপিণ্ড; বলা ( কথা বলি) প্রভৃতি।

বলী: বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত সংস্কৃ বলী (বল+ইন্‌) শব্দের অর্থ বলবান, পরাক্রমশালী ব্যক্তি প্রভৃতি।যেমন : “আমি বলি, আমি বলী না; রুগ্‌ণ মানুষ একটা।”

বুড়ো বলীর বলি দেখে বলি
জীবনটা বলি ছেড়া, সময়ের বলি

Leave a Comment