Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
কোস্টারিকা (Costa Rica) : ইতিহাস ও নামকরণ – Dr. Mohammed Amin

কোস্টারিকা (Costa Rica) : ইতিহাস ও নামকরণ

কীভাবে হলো দেশের নাম ( উত্তর আমেরিকা)

ড. মোহাম্মদ আমীন

কোস্টারিকা (Costa Rica)

কোস্টারিকা স্প্যানিশ শব্দ। এর অর্থ রিচ কোস্ট (Rich Coast) বা সমৃদ্ধ উপকূল। তবে নামকরণের উৎস নিয়ে বিতর্ক রয়েছে। অনেকে মনে করেন,

প্রকাশক: পুথিনিলয়। ইউরোপ

নামটি ক্রিস্টোফার কলম্বাস (Christopher Columbus) রেখেছিলেন। ১৫০২ খ্রিস্টাব্দে ক্রিস্টোফার কলম্বাস ভূখণ্ডটির প্রকৃতি বিবেচনা করে এর নাম রাখেন কোস্টাল ডেল ওরো (ঈড়ংঃধ ফবষ ঙৎড়) বা গোল্ড কোস্ট বা স্বর্ণ দ্বীপ। আবার অনেকে মনে করেন, অভিযাত্রী গিল গঞ্জালেজ ডাভিলা (Gil Gonzalez Davila) কোস্টারিকা নামকরণ করেন। কেউ কেউ মনে করেন কোস্টা শব্দের অর্থ উপকূল এবং রিকা শব্দের অর্থ সমৃদ্ধ। তখন কোস্টারিকা শব্দের অর্থ হয়, সমৃদ্ধ উপকূল। যা প্রথম ব্যাখ্যাকে সমর্থন করে।

কোস্টারিকার মোট আয়তন ৫১,১০০ বর্গকিলোমিটার বা ১৯,৬৫৩ বর্গমাইল। তন্মধ্যে জলীয়ভাগের পরিমাণ ০.৭%। ২০১১ খ্রিস্টাব্দের আদম শুমারি মতে এর মোট জনসংখ্যা ৪৫,৮৬,৩৫৩ এবং প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৮৪। আয়তনের দিক হতে কোস্টারিকা পৃথিবীর ১২৮-তম বৃহত্তম দেশ কিন্তু জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় এটি পৃথিবীর ১০৭-তম জনবহুল দেশ। কোস্টারিকার রাজধানী সান জোসে। সরকারি ভাষা স্পেনিশ এবং স্বীকৃত আঞ্চলিক ভাষা হচ্ছে মেকাটেলাইয়ু,( Mekatelyu) ব্রিব্রি (Bribri) ও পাটোইজ (Patois)। ২০১১ খ্রিস্টাব্দের হিসাবমতে, নৃতাত্ত্বিক জন গোষ্ঠীর মধ্যে ৬৫.৮% হোয়াইট, ১৩.৬৫% মেস্তিজু() ৯.০৩% অভিবাসী, ৬.৭২% মুলাটো, ২.৪৩০% আমেরিনডিয়ান, ১.০৩% কৃষ্ণ,০.২১% এশিয়ান এবং ০.৮৮% অন্যান্য।  কোস্টারিকার ৮৪.৪% লোক খ্রিস্টান। ১১.৩% লোক কোনো ধর্মে বিশ্বাসী নয়। বাকি ৪.৩% লোক অন্যান্য ধর্মাবলম্বী। এদের মধ্যে ১ লক্ষ বুড্ডিস্ট রয়েছে। যা মোট জনসংখ্যার ২%। বুড্ডিস্টদের অধিকাংশই চিনের হানবংশের এবং কিছু ধর্মান্তরিত। কোস্টারিকানদের মধ্যে স্বল্প সংখ্যক হিন্দু, ইহুদি, বাহাই ও মুসলিম ধর্মের অনুসারীও দেখা যায়।

২০১৫ খ্রিস্টাব্দের হিসাবমতে, দেশটির জিডিপি (পিপিপি) ৭৪.৩২৪ বিলিয়ন ইউএস ডলার এবং  সে হিসাবে মাথাপিছু আয় ১৫,৩৬৫ ইউএস ডলার। জিডিপি (নমিনাল) ৫২.৮০০  বিলিয়ন ইউএস ডলার এবং  সে হিসাবে মাথাপিছু আয় ১০,৯১৬ ইউএস ডলার। মুদ্রার নাম কোস্টারিকা কোলোন

প্রকাশক: পুথিনিলয়।

(Costa Rican colon)। কোস্টারিকা ১৮২১ খ্রিস্টাব্দের ১৫ সেপ্টেম্বর স্পেন হতে, ১৮২৩ খ্রিস্টাব্দের ১ জুলাই মেক্সিকো হতে,  ১৮৩৮ খ্রিষ্টাব্দে  ইউনাইটেড প্রভিন্স অব সেন্ট্রাল আমেরিক হতে স্বাধীনতা ঘোষণা করে। ১৮৫০ খ্রিস্টাব্দের ১০ মে স্পেন স্বাধীনতা স্বীকার করে নিয়ে স্বীকৃতি দেয়। ১৯৪৯ খ্রিস্টাব্দের ৭ নভেম্বর সংবিধান গৃহীত হয়। কোস্টারিকার বিনিময় মুদ্রা কোলোন হলেও অধিকাংশ দোকানে দ্রব্যের মূল্য লেখা থাকে মার্কিন ডলারে।

কোস্টারিক বিশ্বের চমৎকার প্রাকৃতিক পরিবেশ ও আকর্ষণীয় জীববৈচিত্রের আধার। এখানে ১০০টি সংরক্ষিত এলাকা রয়েছে। দেশের মোট বনভূমির ২৫% সংরক্ষিত বনের আওতাভূক্ত। বিষুবরেখার কাছে বলে কোস্টারিকায় সারাবছর প্রায় একই সময়ে সূর্য উদয় হয় ও অস্ত যায়। সকাল ৫.৩০ মিনিটে সূর্য উদ্দিত হয় এবং সন্ধা ৫.৩০ মিনিটে অস্ত যায়। বলা যায়, পৃথিবীর একমাত্র দেশ, যেখানে ঠিক ৩৬৫ দিনে একবছর হয়। ২০১২ খ্রিস্টাব্দে পরিচালিত ইপিআই (The Environmental Performance Index) গবেষণা অনুযায়ী কোস্টারিকা পৃথিবীর পঞ্চম সবুজাভ দেশ। কোস্টারিকার আয়তন বিশ্বের মোট আয়তনের মাত্র ০.০৩% হলেও কোস্টারিকা বিশ্বের মোট জীববৈচিত্র্যের ৫% বৈচিত্র্যের অধিকারী। এখানে ৫২ প্রজাতির হামিংবার্ড রয়েছে। এজন্য কোস্টারিকাকে হামিংবাডের রাজধানীও বলা হয়। এখানে ২০,০০০ প্রজাতির মাকড়সাসহ ৭,৫০,০০০ প্রজাতরি পোকা-মাকড় রয়েছে। বিশ্বের মোট প্রজাপ্রতির ১০% প্রজাতি রয়েছে কোস্টারিকায়। কোস্টারিকার সামুদ্রিক এলাকা ৫,৮০,০০০ বর্গকিলোমিটার। যা তার মোট আয়তনের দশগুণেরও অধিক। রয়েছে ৮০১  মাইলেরও অধিক তটরেখা।

মাইক্রোচিফস, সফ্টওয়্যার, পর্যটন প্রভৃতি কোস্টারিকার অর্থনীতির প্রধান উৎস। কোস্টারিকা বিশ্বের বৃহত্তম মাইক্রোচিফ রপ্তানিকারক দেশসমূহের

প্রকাশক: পুথিনিলয়। আফ্রিকা

অন্যতম। এজন্য ল্যাটিন আমেরিকার সিলিকন ভ্যালি বলা হয়। ক্রিস্টোফার কলম্বাস ১৫০২ খ্রিস্টাব্দে কোস্টারিকা আবিষ্কার করেন।কোস্টারিকানরা পৃথিবীর শান্তিপ্রিয় ও উদ্বেগহীন জাতি। নিরাপত্ত নিয়ে তারা এতই নিশ্চিত যে, তাদের কোনো স্থায়ী সেনাবাহিনি নেই। ১৯৪৮ খ্রিস্টাব্দে গৃহযুদ্ধ সমাপ্তির পর তারা তাদের সেনাবাহিনি বিলুপ্ত ঘোষণা করা হয়। তারা বুঝতে পারেন যে, অস্ত্র বা সেনাবাহিনি সুখের বিপরীত প্রত্যয়।

কোস্টারিকান ছেলেরা নিজেদের টিকোস এবং মেয়ের টিকাস বলে। আমার বলি মেয়েটা একটা সন্তানের জন্ম দিয়েছে। তারা বলে ইলা ডিও এ লুজ মানে একটা আলো দিয়েছে। সাধারণত এখানে রাস্তার কোনো নাম বা ঠিকানা নেই। কোথাও যেতে হলে বা কাউকে পথ দেখিয়ে দিলে কোন বাড়ির পাশে বা কোন গাছের পাশে কিংবা কোন প্রতিষ্ঠানের পাশে কয় বাড়ি পরে কিংবা প্রধান সড়ক হতে কত দূরে ইত্যাপি প্রকাশের মাধ্যমে পথ চিনিয়ে দেওয়া হয়। এখানে পথচারীদের বলা হয় টার্গেটস  এবং স্পিড বাম্পকে বলা হয় মুয়েরটস। বা মৃত মানুষ।পুরা ভিডা শব্দের অর্থ পবিত্র জীবন। ইংরেজরা হেলো কিংবা গুডবাই বলেন। কোস্টারিকানরা বলেন, পুরা ভিডা। প্রবাসীদের খুব প্রিয় দেশ এটি। বিশেষ করে অবসর জীবনের পর অনেক আমেরিকান কোস্টারিকায় এসে দোকান, বার ইত্যাদি খুলে অবসর জীবন কাটান। কোস্টারিকায় স্বামী স্ত্রীর বন্ধন বেশ মধুর আর রহস্যময়। তারা জীবনসঙ্গীকে ডাকেন  মেডিয়া নারানজা।যার অর্থ আমার কমলার বাকি অর্ধেক। ডিসেম্বর হতে এপ্রিল কোস্টারিকা ভ্রমণের উপযুক্ত সময়।


উত্তর আমেরিকা (North America) : ইতিহাস ও নামকরণ

এন্টিগুয়া এন্ড বারবুডা (Antigua and Barbuda) : ইতিহাস ও নামকরণ

 দি বাহামাস (Bahamas) : ইতিহাস ও নামকরণ

বার্বাডোস (Barbados ) : ইতিহাস ও নামকরণ

বেলিজ (Belize) : ইতিহাস ও নামকরণ

কানাডা (Canada) : ইতিহাস ও নামকরণ

সূত্র:  কীভাবে হলো দেশের নাম, ড. মোহাম্মদ আমীন, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা।

All Link

সাধারণ জ্ঞান সমগ্র

Knowledge Link

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

আফ্রিকা মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

এশিয়া মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক