Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
খাঁটি বাংলা উপসর্গ – Dr. Mohammed Amin

খাঁটি বাংলা উপসর্গ

বাংলা ভাষায় ব্যবহৃত খাঁটি বাংলা উপসর্গ একুশটি। এগুলোর তালিকা প্রায়োগিক উদাহরণসহ নিচে দেওয়া হলো:

ক্রম উপসর্গ অর্থদ্যোতনা শব্দ মন্তব্য
নিন্দিত অকেজো, অচেনা, অপয়া
অভাব অচিন, অজানা, অথৈ
ক্রমাগত অঝোর, অঝোরে
অঘা বোকা অঘারাম, অঘাচণ্ডী
অজ নিতান্ত (মন্দ) অজপাড়াগাঁ, অজমূর্খ, অজপুকুর
অনা অভাব অনাবৃষ্টি, অনাদর
ছাড়া অনাছিষ্টি, অনাচার
অশুভ অনামুখো
অভাব আকাঁড়া, আধোয়া, আলুনি
বাজে, নিকৃষ্ট আকাঠা, আগাছা
আড় বক্র আড়চোখে, আড়নয়নে
আধা, প্রায় আড়ক্ষ্যাপা, আড়মোড়া, আড়পাগলা
বিশিষ্ট আড়কোলা (পাথালিকোলা), আড়গড়া (আস্তাবর), আড়কাঠি
আন না আনকোরা
বিক্ষিপ্ত আনচান, আনমনা
আব অস্পষ্টতা আবছায়া, আবডাল
ইতি এ বা এর ইতিকর্তব্য, ইতিপূর্বে
পুরনো ইতিকথা, ইতিহাস
১০ ঊন (ঊনু, ঊনা) কম ঊনপাঁজুরে, উনিশ (উন+বিশ), ঊনাভাত
১১ কদ্ নিন্দিত কদবেল, কদর্য, কদাকার
১২ কু কুৎসিত, অপকর্ষ কুঅভ্যাস, কুকথা, কুনজর, কুসঙ্গ
১৩ নি নাই, নেতি নিখুঁত, নিখোঁজ, নিলাজ, নিভাঁজ, নিরেট, নিনাইয়া
১৪ পাতি ক্ষুদ্র পাতিহাঁস, পাতিশিয়াল, পাতিলেবু, পাতকুয়ো
১৫ বি ভিন্নতা, নিন্দনীয়, নেই বিভূঁই, বিফল, বিপথ
১৬ ভর পূর্ণতা ভরপেট, ভরসাঁঝ, ভরপুর, ভরদুপুর, ভরসন্ধ্যে
১৭ রাম বড় বা উৎকৃষ্ট রামছাগল, রামদা, রামশিঙ্গা, রামবোকা
১৮ সঙ্গে সরাজ, সরব, সঠিক, সজোর, সপাট
১৯ সা উৎকৃষ্ট সাজিরা, সাজোয়ান
২০ সু উত্তম সুনজর, সুখবর, সুদিন, সুনাম, সুকাজ
২১ হা অভাব হাপিত্যেশ, হাভাতে, হাঘরে

আ, সু, বি, নি— এই চারটি উপসর্গ সংস্কৃত ভাষায়ও পাওয়া যায়। ব্যবহারের ওপর নির্ভর করে এই চারটি উপসর্গ বাংলা না সংস্কৃত তা নির্ধারণ করা হয়। বাংলা উপসর্গ সর্বদাই বাংলা শব্দের আগে এবং সংস্কৃত উপসর্গ সর্বদাই সংস্কৃত শব্দের আগে বসে।


All Link

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

ব্যাবহারিক বাংলা বানান সমগ্র : পাঞ্জেরী পবিলেকশন্স লি.

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

কি না  বনাম কিনা এবং না কি বনাম নাকি

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

প্রশাসনিক প্রাশাসনিক  ও সমসাময়িক ও সামসময়িক

বিবিধ এবং হযবরল : জ্ঞান কোষ

সেবা কিন্তু পরিষেবা কেন