Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
গণপরিষদের অধিবেশন বর্জনকারী প্রথম ব্যক্তি – Dr. Mohammed Amin

গণপরিষদের অধিবেশন বর্জনকারী প্রথম ব্যক্তি

গণপরিষদের অধিবেশন বর্জনকারী প্রথম ব্যক্তি
১৯৫২ খ্রিষ্টাব্দের ২১ ফেব্রুয়ারি আইন পরিষদের অধিবেশন চলাকালে ছাত্র-জনতার উপর পুলিশি হামলার প্রতিবাদে মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ পরিষদগৃহ পরিত্যাগ করেন। তাঁর সঙ্গে একাত্মতা প্রকাশ করে আরও ৩ জন সদস্য তাঁকে অনসুরণ করেন।

মুসলিম পার্লামেন্টারি দল হতে পদত্যাগ
১৯৫২ খ্রিষ্টাব্দের ২২ শে ফেব্রুয়ারি দৈনিক ‘আজাদ’ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন ছাত্র-জনতার উপর গুলীবর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মুসলিম লীগ পার্লামেন্টারি দল হতে পদত্যাগ করেন।

পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু সমর্থনকারী কয়েকজন বাঙালি
কবি গোলাম মোস্তফা, সাংবাদিক মুজিবর রহমান খাঁ, মোহাম্মাদ ওয়াজেদ আলী, নাদীয়ার সা’দ আহমদ, সেখ আবদুল হাকিম, কলকাতার মহবুব খান প্রমুখ পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা উর্দু করার সমর্থনকারীদের কয়েকজন।

প্রথম শহিদ মিনার