Ahmed Kaisar
সম্ভবত হানিফ সংকেতের বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠান ইত্যাদির কল্যাণে অনেক বছর আগে বাংলাদেশের মানুষের একটা নির্দিষ্ট বাক্য নিয়ে শুদ্ধ বাক্য সচেতনতা (!) দেখা গিয়েছিল। অসংখ্য ভুল আর অশুদ্ধ শব্দ আর বাক্যে অভ্যস্ত বাংলাদেশের মানুষ ধরে নিল শুদ্ধ বাক্যটি হচ্ছে গরুর খাঁটি দুধ। কিন্তু আমার কথা কথা হচ্ছে খাঁটি ভেজালের দায় ব্যাকরণ কেন নিবে? ব্যাকরণ অনুযায়ী দুধ তো দুধই, বাংলাদেশের দুধ উৎপাদন ওয়ালাদের ভুলের দায় বাংলা ব্যাকরণ কেন নিবে? ।এখন যদি বলি খাঁটি গরুর দুধ এখানে “গরুর দুধ ” এই দুই শব্দ দিয়ে আসলে একটা নির্দিষ্ট তরল খাদ্যবস্তু কে বুঝাচ্ছে। মানে এটা তো শুদ্ধ হবারই কথা। যদিও গরুর দুধ মানে শুধু গরুর দুধই হওয়া উচিত ছিল। আমাদের বাংলাদেশের মানুষের ভন্ডামির দায় ব্যাকরণকেও নিতে হচ্ছে।
সূত্র: গরুর খাঁটি দুধ নাকি খাঁটি, গরুর দুধ? শুদ্ধ বানান চর্চা (শুবাচ)
শুদ্ধ বানান চর্চা (শুবাচ) গ্রুপের নীতিমালা ও যযাতি অনুমোদন
বাংলা বানান কোথায কি এবং কেন লিখবেন/১
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই
প্রায়শ ভুল হয় এমন কিছু শব্দের বানান/২
প্রায়শ ভুল হয় এমন কিছু শব্দের বানান/৩
প্রায়শ ভুল হয় এমন কিছু শব্দের বানান/৪
সংগীত কিন্তু সম্বোধন হযবরল এবং ব-ফলা ও য-ফলা